মতাসীনেরা হয়তো মনে করেছিল, বিরোধী দলের ওপর হামলা-মামলা ও দমন-পীড়ন চালিয়ে এবং যুদ্ধাপরাধ ইস্যু ও গণজাগরণ মঞ্চের মাধ্যমে জাতিকে স্বাধীনতার প-বিপ এই শিবিরে বিভক্ত করে ভোটের রাজনীতিতে বাজিমাত করবে; কিন্তু পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে প্রতীয়মান হয়েছে, জনগণ তাদের এই ইচ্ছা বাস্তবায়ন হতে দেয়নি এবং ভবিষ্যতেও মনে হয় দেবে না। রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন মানুষ যেমন ভালো চোখে দেখেনি, তেমনি মিডিয়াবান্ধব মানুষ গণমাধ্যমের ওপর দমননীতিও ভালোভাবে নেয়নি। বেশ কয়েকটি টিভি চ্যানেল বন্ধ করে সরকার মানুষের বিরাগভাজন হয়েছে। ওই টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ইমলামি অনুষ্ঠান ধর্মপ্রাণ মানুষের কাছে অধিক জনপ্রিয় ছিল। বিশেষ করে ধর্মপ্রাণ মহিলারা এই অনুষ্ঠানের নিয়মিত স্রোতা ছিলেন। চ্যানেলগুলো বন্ধ হওয়ায় তারা অত্যন্ত ুব্ধ হয়েছেন এবং নির্বাচনের মাধ্যমে এই ােভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। গণমাধ্যমের স্বাধীনতায় হাত দিয়ে সরকার চরম ভুল করেছে। গণতন্ত্রের লেবাসধারী কোনো সরকার গণমাধ্যমের সাথে এমন বৈরী আচরণ করতে পারে না। এর ফল সরকার ভোটের রাজনীতিতে পাচ্ছে। জনগণের কাছে ফিরে যেতে হবেÑ এটি হয়তো সরকার ভুলে গিয়েছিল। এখন গণেশ উল্টে যাওয়ায় তাদের বোধোদয় হতে শুরু করেছে। মতাসীন দলের শীর্ষ নেতারা জনগণকে উদ্দেশ করে বলছেনÑ ‘আমাদেরকে ভুল সংশোধনের সুযোগ দিন।’ কিন্তু এরই মধ্যে বুড়িগঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এখন জনগণের কাছে সুযোগ চেয়ে কোনো ফায়দা যে হবে নাÑ এটি বলাই বাহুল্য। আসলে সরকার অতীত থেকে কোনো শিা নেয়নি। মইন-ফখরুদ্দীনের দমন-পীড়নের একটা জলজ্যান্ত দৃষ্টান্ত তাদের সামনে ছিল। এ থেকে তারা কোনো শিা নিয়েছে বলে মনে হয় না। নিলে তাদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রতিফলিত হতো। শুরুতে মইন-ফখরুদ্দীনের সরকারের কিছুটা জনভিত্তি ছিল; কিন্তু দমন-পীড়ন নীতির কারণে তাদের সেই জনভিত্তিতে ধীরে ধীরে ধস নামতে থাকে। দমন-পীড়ন নীতির একপর্যায়ে দুই নেত্রীকে গ্রেফতারের পর তাদের জনভিত্তি শূন্যের কোঠায় নেমে যায়। তারা চামড়া বাঁচানোর পথ খুঁজতে থাকে। দমন-পীড়নে সিদ্ধহস্ত হলেও নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ যে কত অসহায়, তার একটা নমুনা দেখা গেছে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে। তাদের এখন একমাত্র সান্ত্বনা দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করে আবার মতায় আসার স্বপ্ন দেখা। তাই তারা এখন বিপজ্জনক আঁতাতের রাজনীতি শুরু করেছেন। জাতীয় পার্টি ও অন্য কয়েকটি রাজনৈতিক দলকে কোনো রকমে ম্যানেজ করে একটা যেনতেন নির্বাচনের পথে মতাসীন দল হাঁটছে। এই বিপজ্জনক আঁতাতের রাজনীতি মতাসীন দলের কবর রচনা করবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন। বন্দুকের নল যে মতার উৎস নয়, এটি অনিবার্যভাবে প্রমাণ করেছে জনগণ। দমন-পীড়নের েেত্র বর্তমান সরকার এক নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছে। এই সরকারের পুলিশ মানুষকে দৌড়ে পলানো অবস্থায়ও পেছন দিক থেকে গুলি করে হত্যা করেছে, যা টিভি চ্যানেলে মানুষ দেখেছে। পুলিশ শুধু মানুষের ওপর গুলিই চালায়নি, সন্ত্রাসী কায়দায় ন্যক্কারজনক ও অকল্পনীয়ভাবে দখল করেছে রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ও। সেখানে নারকীয় তাণ্ডব চালিয়ে ইতিহাসে স্থাপন করেছে এক অনন্য নজির, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন; এটি মানুষকে চরমভাবে বিুব্ধ করেছে, মানুষ ভোটের মাধ্যমে এর জবার দিয়েছে। বাংলাদেশের জন্মের পর বর্তমান সরকারের আমলে পুলিশের গুলিতে এক দিনে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে প্রচার হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের এই যুগে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের আচরণ এমন ভয়ানক হবে তা ভাবাই যায় না। রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের ভিত্তিও জনগণ; এই জনগণের ওপর শক্তি প্রয়োগ করে রাজনীতিতে টিকে থাকা যে কঠিনÑ সিটি করপোরেশন নির্বাচনে এটি প্রমাণ হয়েছে। এখান থেকে শুধু মতাসীন দলকেই নয়, শিা নিতে হবে অন্যান্য রাজনৈতিক দলকেও। যুদ্ধাপরাধের বিচার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুসহ অন্যান্য রাজনৈতিক ইস্যুতে শাসক দল তালগোল পাকিয়ে ফেলেছে। ধর্ম, রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুখোমুখি অবস্থানে এনে দাঁড় করিয়েছে। যেখানে জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, সেখানে সৃষ্টি করেছে ভয়াবহ বিভক্তি। এই বিভক্তি এখন তাদেরকে কুরে কুরে খাচ্ছে। বাংলাদেশের প্রায় সব মানুষ ধর্মীয় চেতনায় বিশ্বাস করে, বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায়ও; এই দুইয়ের মধ্যে বিরোধ অতীতে সৃষ্টি হয়নি; কিন্তু বর্তমান সরকার এটি করেছে। অন্য দিকে সংখ্যালঘুদের ওপর চলছে অবর্ণনীয় অত্যাচার, তাদের বাড়িঘর ভাঙচুর ও জ্বালিয়ে দেয়া হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে মন্দির, যা অতীতে কখনো বাংলাদেশে হয়নি। এর জন্য সংখ্যালঘুরা সরকারকেই দায়ী করছে। যার জন্য সিটি করপোরেশন নির্বাচনে সংখ্যালঘুরা আওয়ামী লীগকে সেভাবে ভোট দেয়নি। আসলে যেকোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জানতে পারলে, সেটা রাজনৈতিক দলের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান মতাসীন দলেরও প্রতিটি পদপে রাজনীতির জন্য বিপজ্জনক। তত্ত্বাবধায়ক সরকার বাতিল এই বিপজ্জনকেরই একটি অংশ। নির্বাচনে পরাজয়ের ভয়েই তারা এটি বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে বিরোধী দল যাতে কার্যকর ও জোরাল কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, সে জন্য রাষ্ট্রের সব মেশিনারি তাদের ওপর ব্যবহৃত হচ্ছে। এক নজিরবিহীন দমন-পীড়নের মুখে তারা পড়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি বড় অংশকেই জেলে কাটাতে হচ্ছে। দলটির মহাসচিবকে পাঁচবার জেলে নেয়া হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ইতিহাস। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির প্রায় পাঁচজন সদস্যকে জেলে নেয়া হয়েছে। জেলে নেয়া হয়েছে পাঁচজন যুগ্ম মহাসচিবকেও। তা ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়পর্যায়ের সব নেতাকে জেলে যেতে হয়েছে। সারা দেশে হাজার হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসবের একটাই উদ্দেশ্যÑ তত্ত্বাবধায়ক সরকার বাতিল জায়েজ করা এবং দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করা। রাজনীতির সর্বোচ্চপর্যায়ে এমন ন্যক্কারজনক উদাহরণের কারণে প্রতিহিংসার দাবানল ছড়িয়ে পড়েছে বাংলাদেশ রাষ্ট্রের পরতে পরতে। সমাজে যা কিছু অশুভ, কদর্য, নিন্দনীয়, অবাঞ্ছিত, জনগণ ও দেশের জন্য অকল্যাণকর; তাই ঘটে চলেছে আমাদের রাজনীতিতে। কোনো কিছুই প্রতিহিংসার ছোবল থেকে বাদ যাচ্ছে না। একে অপরকে ধ্বংস করার এমন আত্মঘাতী প্রবণতা অনভিপ্রেত ও দুঃখজনক। অন্যান্য দাবি নিয়ে জনমনে দ্বিমত থাকলেও নির্দলীয় সরকারের দাবি বিরোধী দলের নিরেট গণতান্ত্রিক দাবি। এই দাবির প্রতি দেশের ৯০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। এখন প্রশ্ন হলো, যে দাবির প্রতি দেশের ৯০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে, সে দাবিতে সরকারের টনক নড়ছে না কেন; এটি বিরোধী দলকে আগে ভাবতে হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানুষের মুখের ভাষা উপলব্ধিতে আনাই দূরদর্শী নেতৃত্বের পরিচায়ক। এটিই গণতন্ত্রের পূর্বশর্ত। গণতন্ত্রকে পরিপক্ব করতে হলে মানুষের এ ভাষার প্রতি শাসকদের অবশ্যই সম্মান দেখাতে হবে এবং সহানুভূতিশীল হতে হবে; সর্বোপরি দেশের স্বার্থ বড় করে দেখতে হবে। রাজনীতিতে পরাজয়কে সহজভাবে মেনে নিতে হবে, জয়কে সহিষ্ণুতার সাথে গ্রহণ করতে হবে। তাহলেই জনগণের কাছে শাসক দলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার সম্ভব হবে, মানুষ শাসক দলকে নতুন চোখে দেখবে।
'আমার মনে হয় আবার ক্ষমতায় গেলে তিনি নতুন ভবন খুলে মানুষ হত্যা করবেন, মা-বোনের ইজ্জত নিয়ে দেশকে নতুনভাবে ধ্বংস করবেন' বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাছিনার এই উক্তি কি আপনি শালীন মনে করেন ?
FIND US on FB
জনপ্রিয় লেখাসমুহ
-
আবার সেই লগি-বইঠার হুংকার !!! দেশবাসী সাবধান !!! জালিমরা আবার রক্ত পিয়াসের মরন নেশায় নেমেছ । বাচতে হলে হয় প্রতিরোধ করুন জীবনের তরে না...
-
দেশজুড়ে শিক্ষাঙ্গনে অপ্রতিরোধ্য সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ। নিয়োগবাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারীর শ্লীলতাহানিসহ পাবলিক ...
-
* যৌথ বিনিয়োগের বিষয়টি আমি জানি না-নৌ-পরিবহন মন্ত্রী * এ ধরনের বিনিয়োগ সম্পর্কে বোর্ড কিছু জানে না -বিনিয়োগ বোর্ড নির্বাহী * এই ঘটনা স...
-
ধূমকেতু : ’৯১-এ ক্ষমতায় আসার পর মেয়াদ শেষে ’৯৬ সালে বিএনপি তার সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগসহ অন্য...
-
বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। আগস্ট ১৫, ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই...
-
দু’টি চাঞ্চল্যকর খবর ক্ষণিকের জন্য গণমাধ্যম তোলপাড় করে দেশ ও জাতির স্মৃতি থেকে দ্রুত মুছে যাচ্ছে বলে মনে হয়। খবর দু’টি হচ্ছে বাংলাদেশ থ...
-
বগুড়া শহরের প্রসিদ্ধ হোটেলের একটি আকবরিয়া গ্র্যান্ড হোটেল। ব্যবসার পাশাপাশি হোটেল কর্তৃপ ১০০ বছর ধরে রাতে ফ্রি খাবার দিয়ে মুসাফ...
-
আজ ১ সেপ্টেম্বর , ১৯৭৮ সালের এই দিনে জাতির মুক্তির লক্ষে স্বাধীনতা যুদ্ধের সুমহান ঘোষক , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , সংবাদপত্রের স্...
-
“...আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যে বিজ্ঞানী - তা তো জানা ছিলো না!” [এবার থাকছে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় কে নিয়ে ধারাবাহ...
-
বিসমিল্লাহির রাহমানির রাহিম জাতিসঙ্ঘের ৬৮তম সাধারণ অধিবেশনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরীণ সমস্যা জাতিসঙ্ঘে ট...
Ad
মোট পৃষ্ঠাদর্শন
প্রজন্মের ভবিষ্যত
Blogger দ্বারা পরিচালিত.
আমার অনুপ্রেরনা
জাতীয়তাবাদী শক্তির কান্ডারী
আমার সম্পর্কে
পুরানো যত লেখা
-
►
2016
(170)
- ► সেপ্টেম্বর (8)
- ► ফেব্রুয়ারী (12)
-
►
2015
(299)
- ► সেপ্টেম্বর (21)
- ► ফেব্রুয়ারী (27)
-
►
2014
(654)
- ► সেপ্টেম্বর (37)
- ► ফেব্রুয়ারী (82)
-
▼
2013
(1305)
- ► সেপ্টেম্বর (107)
-
▼
জুলাই
(113)
- পরিবহনে নৈরাজ্য, সামনে কঠিন সময়
- রাজনৈতিক সংলাপ : অতীতের অভিজ্ঞতা
- ক্ষমতার গন্ধ কেমন
- এত উন্নয়ন করে কী হবে? ভোট তো পাই না।’
- বাংলাদেশে নির্বাচনী রাজনীতি
- রমজান মাসে সেই আবেগের দিনে
- জামায়াত-আওয়ামী লীগ সমঝোতার গুজব ও বাস্তবতা
- রাজনীতির জন্য ভোট, নাকি ভোটের জন্য রাজনীতি
- গণতন্ত্র : আওয়ামী স্টাইল
- দেশের শেষ গন্তব্য কোথায়
- নির্বাচন কমিশনকে সংবিধান নির্ধারিত সীমার মধ্যে থাক...
- নতুন ধারার রাজনীতি
- সঙ্ঘাতের রাজনীতি কতকাল চলবে
- ভেদাভেদ ও বিদ্বেষের রাজনীতি আর নয়
- গোলাম মাওলা রনি একটি অসম যুদ্ধে নেমেছিলেন : তাই হে...
- সরকারি দলের বক্তব্য গ্রহণযোগ্য নয়
- জাতীয় নির্বাচনে ইলেকশান ইঞ্জিনিয়ারিং-ই আ’লীগের শ...
- প্রধানমন্ত্রীর ‘ইমেজ’ বিল্ডিং প্রকল্প এবং মন্ত্রীদ...
- একটি অনুসন্ধানী রিপোর্ট ও কিছু কথা
- রাজনীতির বলির পাঁঠা গোলাম মাওলা রনি
- যুদ্ধাপরাধের মূলা ও পাঁচীর ঘা!
- রাজনীতি নিয়ে নাটক
- সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন
- ভোট ছাড়া ক্ষমতায় থাকতে সাংবিধানিক উপায়
- নিপীড়িত সাংবাদিক ও অস্ত্রবাজ নেতা
- দেশজুড়ে পরিবহনে চাঁদাবাজি
- জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো জ্বলজ্বল করে জনমনে
- পাঙ্গাশের মগজ আর তেঁতুলের গুল আমাদের সর্বনাশার মূল
- বাংলাদেশের প্রগতিবাদী বুদ্ধিজীবী এবং সাংবাদিক প্রস...
- তবে কি তিনিও দুর্নীতিবাজ ও সন্ত্রাসী?
- শেষ মুহূর্তেও আওয়ামীকরণে তছনছ হচ্ছে জনপ্রশাসন
- হেফাজত ও শাহবাগ রাজনীতির নতুন অঙ্ক
- এক পেশে মিডিয়া : সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অন্...
- দেশ পরিচালনা ও ভোটারদের যোগ্যতা নিয়ে প্রধানমন্ত্র...
- স্থানীয় সরকারে রাজনৈতিক হস্তক্ষেপ
- গরীবের ইফতার
- আল্লামা শফীর বক্তব্যের অপব্যাখ্যা করবেন না
- এক পেশে মিডিয়া : সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠায় অন্...
- কী করে বলি এ সরকার সাংবাদিকবান্ধব
- অপ্রতিরোধ্য চাঁদাবাজি
- কোটা সংরক্ষণের নামে মেধা হরণ
- ইতিহাসচেতনা ও বাংলাদেশ
- আওয়ামী লীগ : আবারও স্বরূপে আসার চেষ্টা
- বিলেতি কায়দায় বাকশালী নির্বাচন খায়েশ বনাম বাস্তবতা
- কর্নেল তাহের নায়ক না খলনায়ক?
- বাস্তিল দুর্গের পতন কী অত্যাসন্ন?
- সীমা ছাড়ানো চাঁদাবাজির মহোৎসব
- কিশোরগঞ্জ উপনির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের যৌক্ত...
- তাহলে জাতি বেঁচে যেতে পারে
- তেঁতুল তত্ত্বের পোস্টমর্টেম
- সরকারের শেষবেলার খেলা
- সরকার ভুল করলেও জনগণ করে না
- আহা যদি অনেক কালো টাকার মালিক হতাম!
- পুলিশকে পেটালো গণজাগরণ মঞ্চ
- আওয়ামী লীগ ও সরকার বিপন্নের সম্মুখীন
- টিআইবি প্রতিবেদন ও বাংলাদেশ দুর্নীতি
- কোটাপ্রথা বাতিলের এখনই সময়
- একেই বলে আইনের শাসন
- ভোটের রাজনীতিতে শাসক দল অসহায়
- সরকারের জনপ্রিয়তায় ধস
- ভূমিদস্যুদের বেপরোয়া তান্ডব প্রসঙ্গে
- সরকারের নির্বাচন বিপর্যয় এবং কেয়ারটেকারের যৌক্তিকতা
- কোটা কি রাষ্ট্রীয় অবিচার নয়?
- সাধু সাবধান!
- পুলিশ ও নেতার কারণে যানজট
- বিসিএস পরীক্ষার্থীদেরকে পেটালো সরকার
- এ বিশাল বাজেট লুটপাটের বাজেট
- নির্বাচনী কিল
- মহাধসের কবলে মহাজোট
- ন্যায়সঙ্গত দাবি বিবেচনা করতে হবে
- ভোটের হিসাবে ঠিক ফলই পাচ্ছে আওয়ামী লীগ
- গাজীপুরের নির্বাচন : সরকারের কি বোধোদয় হবে?
- তত্ত্বাবধায়ক সরকার, লেভেল প্লেইংফিল্ড ও নিরপেক্ষ ...
- স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের কারচুপি এক নয়
- আওয়ামী লীগের কোনো দুর্গ নেই
- মিসরে গণতন্ত্র আবার বিপন্ন
- রোজা রমজানের গুরুত্ব, সওয়াব, করণীয় ও নিয়মাবলী
- একরোখা দাম্ভিক মনোভাবকে জনগণ পছন্দ করছে না
- উলুবনে মুক্তা ছড়িয়ে কী লাভ!
- ৬৪ বছর পর আ’লীগের মুখোশ উম্মোচন
- তুমি খাচলতে কিসে ধুবা
- চাপ ও দুই নৌকার গণতন্ত্র
- জবাব দিচ্ছে জনগণ
- নৌকা ভিড়বে কোথায়?
- শ্রমিক ভোটারদের আক্ষেপ
- আওয়ামী লীগের দ্বিতীয় দুর্গেরও পতন
- এ বিজয় জনগণের বিশ্বাস ও বাংলাদেশী জাতীয়তাবাদের
- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির(?) নাতি-নাতনিদের অবাঙা...
- সুশাসন ব্যর্থতা ও জনদুর্ভোগ
- নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন
- বাংলাদেশের প্রধান কয়েকটি সামাজিক সমস্যা
- পদ্মাসেতুর দরপত্র মূল্যায়নে এডিবি’র অপারগতা
- আওয়ামী লীগের চোখে শর্ষে ফুল : তাই বেগম জিয়াকে ডি...
- কী দুঃসহ খামখেয়ালি আর প্রতিহিংসার রাজনীতি!
- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের চেষ্টা অশুভ প...
- প্রসঙ্গ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
- জাগরণের আগুনে পুড়ল যারা
- বিশাল বাজেট তবু অর্থনৈতিক সংকট মারাত্মক হচ্ছে
- আওয়ামী লীগ ইতিহাসের করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে
- পাল্টে যাচ্ছে রাজনীতির হিসাব-নিকাশ
- ► ফেব্রুয়ারী (95)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন