আজ ১ সেপ্টেম্বর , ১৯৭৮ সালের এই দিনে জাতির মুক্তির লক্ষে স্বাধীনতা যুদ্ধের সুমহান ঘোষক , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , সংবাদপত্রের স্বাধীনতা দানকারী , গন মানুষের প্রান প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রাহমান জাতীর মুক্তির লক্ষে গঠন করেছ
—
িলো বি,এন,প। ৭৫ পূর্ববর্তী বাংলাদেশ এ চলছিলো চরম এক অরাজক পরিস্থিতি , রাষ্ট্রীয় সন্ত্রাস, বাক স্বাধীনতা হরন, ব্যাংক ডাকাতি, দুর্ভিক্ষ, বেওয়ারিশ লাশের মিছিল, নারী নির্যাতন , অগনতান্ত্রিক মানবতা বিরোধী রাষ্ট্রীয় অপরাধ , রক্ষী বাহিনী , লাল বাহিনী ,নীল বাহিনী দ্বারা মুক্তিযোদ্ধা সহ ভিন্ন মতের মানুষ হত্যা নির্যাতন , চুরি, ডাকাতি , রাহাজানির ছিলো নিত্তনইমত্তিক ঘটনা সর্বোপরি দেশটা পরিনত হয়েছিলো একটা তলাবিহিন ঝুড়িতে , জাতীর এই অবস্থা থেকে মুক্ত করতে কাণ্ডারি হিসাবে আবির্ভাব হয়েছিলো জিয়াউর রাহমানের , আজ আবার সেই দানবের উত্তরসূরির হিংস্র থাবায় আক্রান্ত গোটা দেশ ও জাতী, জাতীকে এই অবস্থা থেকে মুক্তির জন্য দরকার জিয়ার আদর্শে বলিয়ান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুনিদৃশট রাজনৈতিক ইশতেহার এবং আমাদের উচিৎ দেশ রক্ষায় সেই ইশতেহার বাস্তবায়নে যে যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়া । আসুন আমরা সবাই আবার মহান নেতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে খালেদা জিয়ার নেত্রীতে দেশ রক্ষার মিছিলে সামিল হই, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহয় হোন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন