আবার সেই লগি-বইঠার হুংকার !!! দেশবাসী সাবধান !!! জালিমরা আবার রক্ত পিয়াসের মরন নেশায় নেমেছ । বাচতে হলে হয় প্রতিরোধ করুন জীবনের তরে না হয় দরজা বন্ধ করে হাতে চুরী পরে ওদের নব্য জাহেলিয়াত উপভোগ করুন .........
লগি-বৈঠা নিয়ে সভায় কর্মীরা: আওয়ামী লীগসহ শরিক দল এবং সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মী-সমর্থক রাজধানীতে ১৪ দলের জনসভায় হাজির হয়েছিলেন লগি-বৈঠা নিয়ে। বেলা পৌনে ৩টার দিকে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা লাল কাপড়ের ব্যানার ফেস্টুন এবং বাঁশের তৈরি লগি ও বৈঠা নিয়ে জনসভায় যোগ দেন। তাদের আসতে বাধা না দিলেও সভামঞ্চের আশেপাশে অবস্থান নিতে দেয়নি পুলিশ। এর পরপরই ময়মনসিংহের গফরগাঁও উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের নেতৃত্বে কয়েক শ’ লোকের একটি মিছিল মহানগর নাট্যমঞ্চ থেকে বের হয়ে সভাস্থলে হাজির হয়। সবার হাতেই দেখা যায় বাঁশ ও কাঠের লগি-বৈঠা। গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে আসা একটি মিছিলেও নেতাকর্মীদের হাতে লগি-বৈঠা দেখা যায়। কাঠ ও বাঁশের বৈঠা নিয়ে মিছিল করতে করতে সমাবশেস্থলে যান বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের নেতাকর্মীরাও। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলামের নেতৃত্বে আসা মিছিলের সামনে ছিল অর্ধশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা। হর্ন বাজাতে বাজাতে মিছিলটি সভামঞ্চের কাছে অবস্থান নেয়।
এই সেই লগি-বইঠা যা দেখলে মনে পরে যায় রক্ত পিয়াসী হাছিনার হুকুমে ২৮ অক্টোবরে সেই নির্মম হত্যা যজ্ঞের কথা । যা দেখে এখনও বিশ্ব মানবতা হঠাথ থমকে দাড়ায় কিছুক্ষনের জন্য আর নির্লজ্জ নরকের হাসি হেসে ঐ রক্ত খেকো মানুষ রুপি হাছিনা বলে ওঠে '' রক্ত চাই আমি আরো রক্ত চাই '' হায়রে দুনিয়া ।!!!
উত্তরমুছুন