শনিবার, ১৭ মার্চ, ২০১২

ডেডলাইন ২০১২: এ বছরের মধ্যে হয় বিএনপি-আওয়ামীলীগ উভয় পক্ষ একমত হবে- সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিরূপনে। নয়তো, 

অসাংবিধানিক শাসন মোকাবেলা করতে হবে। আর সেক্ষেত্রে গণতন্ত্রের জন্য রাজনৈতিক পক্ষগুলোকে ২০১৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

সুত্র মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই 'ডেডলাইন' বেঁধে দিয়েছেন।

সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিরূপণে বিশ্বের প্রভাবশালী ও ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কূটনীতিকরা পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি বিবদমান দুই রাজনৈতিক পক্ষের সঙ্গেও যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন৷ বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন জোটের গত ১২ মার্চ 'ঢাকা চলো' কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি দলের মারমুখী আচরণ ও বাধা এবং ১৪ দলের ১৪ মার্চের জনসভায় ক্ষমতাসীনদের আক্রমণাত্মক বক্তব্যের পর প্রভাবশালী কূটনীতিকরা সমঝোতার প্রয়োজনীয়তা আরও তীব্রভাবে উপলব্ধি করছেন
 । সুত্র- জনাব কামরুল ইসলাম  

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads