মানবজমিন ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশ কাপ না জিতলেও দুনিয়া জুড়ে তোলপাড় চলছে খেলার আদ্যপান্ত নিয়ে। ফেইসবুক, ওয়েবসাইটসহ আন্তর্জাতিক অনলাইনে এ নিয়ে চলছে মাতামাতি। এশিয়া কাপে অবিস্মরণীয় এই লড়াইয়ে শেষপর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী ব্রায়ান লারার ফেইসবুক ফ্যান পেইজে লেখা মন্তব্যটি সেই সাক্ষ্যই বহন করছে। লারা বাংলাদেশ দলের প্রশংসা করে বিশ্বকে সাবধান করে দিয়ে বলেছেন, ‘বি অ্যাওয়্যার ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ দ্য নিউ টেরর!’ তার ওয়ালে আরও লেখা হয়েছে, ‘দর্শক ও খেলোয়াড়দের কাঁদতে দেখে আমি খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশ হেরেছে, কিন্তু জয় করেছে লাখ লাখ মানুষের হৃদয়। বস্তুত তারা কাপ ছাড়া সবই জিতেছে। পৃথিবী সাবধান, নতুন আতঙ্কের নাম বাংলাদেশ!’ |
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন