বুধবার, ২১ মার্চ, ২০১২


সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না-
বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১২
স্টাফ রিপোর্টার: সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল বুশাইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেলেন না। মঙ্গলবার অপরাহ্নে তার দেখা করার কথা ছিল। যথারীতি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে জানান, স্যার দুঃখিত। আপনার কোন অ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে না। কিছু সময় অপেক্ষা করে রাষ্ট্রদূত গণভবন ত্যাগ করেন। খবর নিয়ে জানা গেল, সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ক’দিন আগে চিঠি পাঠান। চিঠি প্রাপ্তির পর মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়, ২০শে মার্চ অপরাহ্নে তার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রাষ্ট্রদূত গণভবনে যান। সেখানে পৌঁছে দেখেন এ অবস্থা। এটা গণভবন নিরাপত্তারক্ষীদের কোন ব্যর্থতা নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অফিসকে অবহিত না করায় এই সঙ্কট তৈরি হয়।
মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমান (বিজি-০৩৭) যোগে সৌদি রাষ্ট্রদূত রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সৌদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি রিয়াদে রয়েছেন। তার সফর উপলক্ষেই রাষ্ট্রদূতের রিয়াদ যাত্রা।মানব জমিন ২২/০৩/২০১২

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads