শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

বিএনপির সাবেক এমপি সিরাজুল ইসলাম আর নেই



স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম গতকাল ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাকে বেশ কিছুদিন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
গতকাল বাদ জুমা শহরের ডিআইটি এলাকায় প্রথম এবং পরে তার নিজ গ্রামের বাড়ি ফতুল্লা থানার ভুঁইগড় এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়। জানাজায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। প্রবীণ এই বিএনপি নেতার অসুস্থতার খবর পেয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ তাকে দেখতে হাসপাতালে যান। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করীমসহ স্থানীয় বিএনপি নেতারা বৃহস্পতিবার বিকালে তাকে দেখতে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান। কমান্ডার সিরাজুল ইসলাম স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এছাড়া তিনি ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতিরও দায়িত্ব পালন করেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সময়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং জীবনের শেষ পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads