রবিবার, ২৫ মার্চ, ২০১২

স্বাধীনতার দিবসে স্বাধীনতার সুমহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা

বাংলাদেশের স্বাধীনতা ও জিয়া একটি অবিচ্ছেদ্য অধ্যায় । এই অধ্যায়কে অস্বীকার করা মানেই হচ্ছে স্বাধীনতাকে অস্বীকার করা । পরশ্রীকাতর মুজিব কন্যা স্বাধীনতাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করে আইন করে সর্বজন স্বীকৃত এই অমোচনীয় অধ্যায়কে মানুষের মন থেকে মুছে দিতে চায় ... যতদিন বাংলাদেশ নামক এই ভুখন্ড থাকবে তত দিন অম্লান থাকবে স্বাধিনতা যুদ্ধে শহীদ জিয়ার সুমহান ঘোষণা,''স্বাধিনতা ও জিয়া '' এই অধ্যায় কারো আঙ্গুলি নির্দেশ অথবা ভিতিকর আইন করে মানুষের কাছ থেকে আলাদা করা যাবেনা।মহান এই দিনে শ্রদ্ধাবনত চিত্তে স্বরন করি মৃত্যুঞ্জয়ী সেই নেতাকে ... ''স্বাধিনতার ঘোষক জিয়া ,লও লও লও ছালাম'' 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads