শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

মোরেলগঞ্জ ওলামা লীগ সভাপতির কাণ্ড : সন্তানদের জিম্মি করে মাকে ধর্ষণ আদালতে মামলা



বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী ওলামা লীগ সভাপতি ও মাদরাসা সুপার মাওলানা ফখরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গত সোমবার আদালতে মামলা করেছেন মাদরাসার এক সহকারী শিক্ষিকা। বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন। তবে অভিযুক্ত মাদরাসা সুপার ফখরুল ইসলাম এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বারইখালী ইব্রাহীম স্মৃতি দাখিল মাদরাসার এক শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ও উপজেলা আওয়ামী ওলামা লীগ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম। ২৮ ডিসেম্বর ফখরুল ইসলাম মাদরাসার বিষয়ে জরুরি কথা বলার অজুহাতে রাত ১১টার দিকে পৌর এলাকায় বসবাসকারী ওই শিক্ষিকার বাসায় যান। বিভিন্ন কথাবার্তা বলার এক পর্যায়ে তিনি ওই শিক্ষিকাকে হঠাত্ জাপটে ধরে ধর্ষণ করেন। এ সময় তার ঘুমন্ত শিশুসন্তানরা জেগে চিত্কার দিলে তাদের ধাক্কা দিয়ে ফেলে সুপার ঘটনাস্থল ত্যাগ করেন।
আত্মসম্মান ও চাকরি হারানোর আশঙ্কায় শিক্ষিকা বিষয়টি প্রকাশ না করে চুপ থাকেন। সবশেষে ১৬ মার্চ রাত ১০টার দিকে সুপার ফখরুল ইসলাম অজ্ঞাত এক সহযোগীকে নিয়ে ফের ওই
শিক্ষিকার বাসায় জোর করে ঢুকে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করেন। এ সময় সুপার শিক্ষিকাকে ফের ধর্ষণের চেষ্টা চালালে শিক্ষিকা ও তার সন্তানদের ডাকচিত্কারে লোকজনের ভয়ে পালিয়ে তিনি যান। যাওয়ার সময় সুপার শিক্ষিকাকে চাকরি হারানোসহ নানাভাবে হয়রানির হুমকি দেন।
এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে সুপার ফখরুল ইসলাম ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে গত সোমবার বাগেরহাট
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা ওলামা লীগ সভাপতি ও ইব্রাহীম স্মৃতি দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি তার বিরুদ্ধে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র বলে দাবি করেন।আমার দেশ ২৪ মার্চ ২০১২ 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads