বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

আগামী ৪ এপ্রিল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিচ্ছে বিএনপি



নিজস্ব প্রতিবেদক,৩০মার্চ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী সপ্তাহে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। হরতালের সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে ৪ এপ্রিল। আজকালের মধ্যে দলের স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। আগামীকাল শনিবার কর্মসূচির ঘোষণা আসতে পারে। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চারদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় শুরু হয়ে বৈঠকটি রাত ১০টায় শেষ হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অনুমোদন শেষে বিক্ষোভ সমাবেশ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ৪ এপ্রিল এইচএসসির কোনো পরীক্ষা না থাকায় হরতালের জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে বলেও জানান তারা। বৈঠকে জামায়াতসহ জোট শরিকদের সবাই বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতালের পক্ষে মত দিয়েছেন। সবার মতামতের পর খালেদা জিয়া ৪ এপ্রিল হরতাল দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। খালেদা জিয়া শরিকদের জানান, দলীয় ফোরামে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ দিকে গতকালের বৈঠকে জোট সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। আগামী ১৮ এপ্রিল জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, খেলাফত মজলিশের নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ অংশ নেন।সকালের খবর, সুত্র- সিলেটের আলাপ ২৯ মার্চ ২০১২

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads