শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কাল্পনিক অপপ্রচারের জন্য আওয়ামীলীগ ও প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা হোক!!!!!!!!



by Abdul Aziz আইএসআই থেকে বিএনপির অর্থ নেওয়ার খবরটি সবাই জানে! কিন্তু এটি যে ভুয়া তা কয়জনে জানছে? মিথ্যাটি জেনেছে ১৬ কোটি লোক, কিন্তু সত্যটি জানতে পারছে কয়জন? সত্য উদঘাটনের মাধ্যমে মিথ্যা পরাভূত হয়েছে। বাংলাদেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা জেনে শুনেই অসত্য প্রপাগান্ডাটি গত কয়েক দিন ফলপ্রসুভাবে চালিয়েছে। এতে করে দেশের প্রায় ১৬ কোটি মানুষের কানে তা পৌঁছে গেছে। কারন ১৭ মার্চের নয়া দিগন্ত ও আমার দেশের মত হাতে গোনা ২/১টি পত্রিকা ছাড়া বাকী প্রায়গুলো মিডিয়ায় অসত্য খবরটি ফলাও করে প্রচার করা হয়। অথচ খবরটি যে ভুয়া তা ২/১টি পত্রিকা ছাড়া অন্যরা জানার চেষ্টা তো দূরের কথা- তা পরেও না জানার ভান করে আছে! মিথ্যা খবরটি প্রকাশের পর বিএনপি কি মানসম্পন্ন, তথ্যনির্ভর, বিশ্বাসযোগ্য ও শক্ত কোন অবস্থান জানাতে পেরেছিল? তরুণ প্রজন্ম সত্য উদঘাটন করে দেওয়ার পরের ভূমিকা ও প্রচারনাও কি তাদের কাঙ্খিত মানের? বিষয়টি পরিস্কার হয়ে যাওয়ার পর বিএনপি কি ষড়যন্ত্রের এদেশীয় নাটের গুরু প্রথম আলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পেরেছে? খবরটি যে ভুয়া দেশের ১৬ কোটি মানুষকে বিএনপি কি তা জানাতে পারবে?ফখরুল সাহেব, যে প্রথম আলো ইচ্ছেকৃতভাবে তাদের দিল্লী প্রতিনিধির মাধ্যমে এত বড় মিথ্যাচার করল- তাদেরকে কেবল প্রতিবাদ ছাপাতে বলবেন?  ওদেরকে জাতির সামনে ক্ষমা চাইতে বললে সমস্যা কি সমাধান হবে? আমাদের সাইবার ওয়াল্ড যারা আছি তাদের জোর দাবী এদের বিরুদ্ধে মানহানী মামলা করা হউক।

1 টি মন্তব্য:

  1. মিথ্যার মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো আওয়ামীলীগের ঘৃণ্য স্বভাব ও নগ্ন রাজনৈতিক কৌশল যা সবাই জানে,বোঝে আব উপলব্ধি করে । মানুষকে ভালো কিছু দেয়ার মত কোন ইতিহাস বা কর্মসূচি আওয়ামীলীগের অতীতে ছিলনা, বর্তমানে ও নেই ।অতীত ও বর্তমান এর যোগফল... ভবিষ্যৎ আরো খারাপ বলেই মনে হয়। এই দলটি যতবার ক্ষমতায় এসেছে তার পিছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস, ঘৃণ্য ষড়যন্ত্র, নগ্ন অপপ্রচার ইত্যাদি। হাছিনা ক্ষমতার মোহে হেন কাজ নেই যা সে করতে পারেনা আর এর সহযোগী হিসাবে কাজ করে আমাদের দেশের সাংবাদিক ও সংবাদপত্রের মালিক নামের কিছু কুলাঙ্গার ও তথাকথিত সুশীল নামের গুটিকয়েক নর্দমার কিট। যাদের যৌথ মিলনে প্রসবকৃত জারজ অপপ্রচারে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী, জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যৎ কান্ডারী তারেক রহমানকে ক্ষতবিক্ষত করার নির্লজ্জ বার্থ প্রচেস্টা চালিয়ে যাচ্ছে নিরলসভাবে যা আস্তে আস্তে মানুষের কাছে অশ্বডিম্ব হিসাবে প্রতিয়মান ।এ সবের ধারাবাহিকতার অংশ হিসাবে এটি আরেকটি নির্লজ্জ নগ্নতা। বিষয়টা আজ বি,এন,পি বা খালেদা জিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, রাষ্ট্রীয় সন্মানের ও । রাষ্ট্রীয় সন্মান বিনস্টকারী এই চক্রর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই । রাষ্ট্র প্রধান হয়ে মহান জাতীও সংসদ ও বিভিন্ন সমাবেশ কিভাবে এই অসত্য বক্তব্য উনি দিলেন ? ভুলে বললে সংসদে দাঁড়িয়ে প্রচার মাধ্যমের মাধ্যমে সরাসরি জাতীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে নয়তো এই অপপ্রচারের সাথে উনি জড়িত আছে উল্লেখ করে ওনার বিরুদ্ধে মানহানি মামলা ও কঠিন রাজনৈতিক কর্মসূচি প্রদানের জন্য বি,এন,পি নেত্রীবৃন্দের অনুরোধ থাকবে । শুধু কথার ফুলঝুরি দিয়ে ওদের মাফ করে দিলে তার খেসারত বি,এন,পি কে আবার দিতে হবে যেমনটা আজ পর্যন্ত দিতে হচ্ছে নিরপরাধ তারেক রহমান কে ।

    উত্তরমুছুন

Ads