বুধবার, ১ আগস্ট, ২০১২

লৌহজংয়ে যুবলীগ নেতার ধর্ষণের শিকার প্রতিবন্ধী

 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লৌহজংয়ে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেছে স্থানীয় যুবলীগ নেতা। দুই রাত আটকে রেখে ধর্ষণের পর পুলিশ বোবা মেয়েটিকে উদ্ধার করেছে। কিন্তু ধর্ষক যুবলীগ নেতা হওয়ায় থানায় কোনো মামলা হয়নি। দফায় দফায় বৈঠক শেষে রাতে থানা থেকে বোবা মেয়েটিকে ছাড়িয়ে নিয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। পুলিশ দলীয় নেতাদের তুষ্ট করতে মামলা না নিয়ে ধর্ষিতার জামা-কাপড় রাসায়নিক পরীক্ষা বা কোনোপ্রকার ডাক্তারি পরীক্ষা করেনি। উল্টো ঘটনার আলামত নষ্ট করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধর্ষক যুবলীগ নেতা হওয়ায় তাকে রাখা হয়েছে ধরাছোঁয়ার বাইরে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষিতাকে মঙ্গলবার তার গ্রামের বাড়ি ভোলায় পাঠিয়ে দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি গ্রামে বেশ কিছুদিন ধরে আটকে রেখে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ইউপি যুবলীগ সভাপতি মেহেদী হাসানের ভাতিজা স্থানীয় যুবলীগ নেতা শিপন বেপারী ধর্ষণ করে।সুত্র- আমারদেশ 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads