বাংলাদেশের
একটি বৃহৎ ইসলামি দলের নিবন্ধন বাতিল ছিল গত সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নামের এই দলের নিবন্ধন বাতিলের আদেশ দিয়েছেন সুপ্রিম
কোর্টের হাইকোর্ট বিভাগের তিন সদস্যের বেঞ্চের দুই বিচারপতি। অন্য বিচারপতি এর
সাথে একমত হননি। এক সময় হাইকোর্টের মামলার রায় খোলা এজলাসে ঘোষণা করা হতো। এতে
কোন বিচারক কোন পয়েন্টে কী রায় দিলেন তা সাথে সাথেই স্পষ্ট হতো। যদিও রায়ের
লিখিত সত্যায়িত কপি পেতে কিছু দিন সময় লেগে যেত। সাবেক প্রধান বিচারপতি এ বি এম
খায়রুল হকের আমল থেকে হাইকোর্টের রায় দানের ক্ষেত্রে এই অনুসৃতি পাল্টে যায়।
এখন হাইকোর্টে রায়ের নির্বাহী অংশটুকু ওপেন কোর্টে ঘোষণা করে বাকিটা পরে প্রকাশ
করলেও চলে। এ কারণে নিবন্ধন বাতিল মামলায় তিন বিচারপতির মধ্যে কে কোন বিষয়ে কী
মত প্রকাশ করেছেন তা স্পষ্ট হয়নি। এমনকি বেঞ্চের প্রিসাইডিং বিচারপতিই অন্য দু’জনের সাথে ভিন্নমত পোষণকারী কি না তাও জানা যায়নি। রায়ের পুরো
বিবরণ পাওয়া গেলে স্পষ্ট হবে কে কোন বিষয়ে কী সিদ্ধান্তে এসেছেন। যদিও এ রায়ের
কার্যকারিতার তাৎক্ষণিক অনেক উপাদান রয়েছে। দেশের রাজনৈতিক পরিমণ্ডলেও রয়েছে এর
নানাবিধ প্রভাব। বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২।
এ আইনে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধনের একটি বিধান
রয়েছে। এই বিধান বাধ্যতামূলক না হওয়ায় ২০০৮ সালের আগে এর কার্যকারিতা তেমন একটা
ছিল না। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পরে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর সময় একবার
রাজনৈতিক দল নিবন্ধনের উদ্যোগ ছিল। পরে সেটি আর সেভাবে কার্যকারিতা পায়নি।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) নির্বাচন
সংক্রান্ত বাংলাদেশের মূল আইন। স্বাধীনতার পরপরই এই আইন পাস হলেও এ পর্যন্ত বহুবার
সংশোধন করা হয়েছে এটি। এখনো এর বেশ কিছু সংশোধনের প্রস্তাব সরকারের বিবেচনায়
রয়েছে। এই আইনটির পরিচ্ছেদ ৬/এ হলো নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের
নিবন্ধনসংক্রান্ত। এই পরিচ্ছেদের ৯০এ অনুচ্ছেদে বলা হয়েছে, ৯০বি অনুচ্ছেদে উল্লিখিত শর্ত অনুসারে নির্বাচন কমিশন রাজনৈতিক দল
নিবন্ধন করতে পারে। ৯০বি অনুচ্ছেদে কোন শর্ত পূরণ হলে কোন রাজনৈতিক দল এই নিবন্ধন
পাবে তার উল্লেখ রয়েছে। আর ৯০সি অনুচ্ছেদে কোন বিষয় থাকলে কোন রাজনৈতিক দল
নিবন্ধন পাবে না সেই শর্তের কথা উল্লেখ রয়েছে। এই দু’টি অনুচ্ছেদ রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া না পাওয়ার জন্য
গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার ক্ষেত্রে ৯০বি
অনুচ্ছেদটি বেশি গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদে বলা হয়েছে, পাঁচটি বিষয় যদি থাকে তাহলে কোনো রাজনৈতিক দল নিবন্ধনের যোগ্য বলে
বিবেচিত হবে না। এর মধ্যে রয়েছেÑ প্রথমত, কোনো দলের গঠনতন্ত্র যদি বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বা
সাংঘর্ষিক হয়। দ্বিতীয়ত, কোনো দলের গঠনতন্ত্রে যদি
ধর্ম বর্ণ গোত্র ভাষা অথবা লিঙ্গগত বৈষম্য করা হয়। তৃতীয়ত, নাম পতাকা প্রতীক অথবা কাজের মাধ্যমে যদি সাম্প্রদায়িক
সম্প্রীতিকে হুমকির মুখে ফেলে দেয়া হয় অথবা দেশকে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়া
হয়। চতুর্থত, গঠনতন্ত্রে দলহীন অথবা
একদলীয় ব্যবস্থা কায়েমের লক্ষ্য ও পৃষ্ঠপোষকতা থাকে। পঞ্চমত, গঠনতন্ত্রে বাংলাদেশের বাইরে যদি দলের কোনো অফিস শাখা বা কমিটি
রাখা হয় তাহলে সেটিকে নিবন্ধনের অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এই অনুচ্ছেদে
কোনো নামে একটি দল নিবন্ধন পেলে সেই নামে অন্য দলের নিবন্ধন দেয়া যাবে না বলেও
উল্লেখ করা হয়েছে। একই সাথে সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে সেই দলকে কমিশন নিবন্ধন
দিতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। ২০০৮ সালে সে সময়কার তত্ত্বাবধায়ক সরকার
অনেকগুলো রাজনৈতিক দলকে ২০০৮ সালের নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধন এবং প্রতীক
বরাদ্দ দেয়। হালনাগাদ তালিকা অনুসারে ৩৮টি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন
দিয়েছে। এর মধ্যে রয়েছে, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
এলডিপিÑ ছাতা, জাতীয় পার্টি জেপিÑ বাইসাইকেল, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)Ñ
চাকা, কৃষক শ্রমিক জনতা লীগÑ গামছা, বাংলাদেশের কমিউনিস্ট পাটিÑ কাস্তে, বাংলাদেশ আওয়ামী লীগÑ নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপিÑ ধানের শীষ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)Ñ কুঁড়েঘর, বাংলাদেশের ওয়ার্কার্স পাটিÑ হাতুড়ি, বিকল্প ধারা বাংলাদেশÑ কুলা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদÑ মশাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীÑ দাঁড়িপাল্লা, জাতীয়
সমাজতান্ত্রিক দল জেএসডিÑ তারা, জাকের পার্টিÑ গোলাপফুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑ মই, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিÑ গরুর গাড়ি, বাংলাদেশ তরিকত ফেডারেশনÑ ফুলের মালা, বাংলাদেশ খেলাফত আন্দোলনÑ বটগাছ, বাংলাদেশ মুসলিম লীগÑ হারিকেন, ন্যাশনাল পিপলস পার্টিÑ আম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশÑ
খেজুর গাছ, গণফোরামÑ উদীয়মান সূর্য, গণফ্রন্টÑ মাছ, প্রগতিশীল গণতান্ত্রিক দলÑ বাঘ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী
পার্টি বাংলাদেশ ন্যাপÑ গাভী, বাংলাদেশ জাতীয় পার্টিÑ কাঁঠাল, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনÑ চাবি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশÑ চেয়ার, বাংলাদেশ কল্যাণ পার্টিÑ হাতঘড়ি, ইসলামী ঐক্যজোটÑ মিনার, বাংলাদেশ খেলাফত মজলিসÑ রিকশা, ইসলামী আন্দোলন বাংলাদেশÑ হাতপাখা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টÑ মোমবাতি, জাতীয় গণতান্ত্রিক পার্টিÑ হুক্কা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিÑ কোদাল, খেলাফত মজলিসÑ দেয়াল ঘড়ি। ওপরের দলগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন যদি উদার
দৃষ্টিভঙ্গি গ্রহণ না করত তাহলে হয়তো এর অনেকগুলো দলই নির্বাচন কমিশনের নিবন্ধন
লাভে সমর্থ হতো না। রাজনৈতিক দল গঠন করা হয় একটি নির্দিষ্ট আদর্শ উদ্দেশ্য অর্জন
বা বাস্তবায়নের জন্য। অন্য দিকে রাষ্ট্রের সংবিধানে অর্জিত লক্ষ্যের প্রতিফলন
পাওয়া যায়। সংবিধান যেহেতু পরিবর্তনশীল সেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিকতার
বিষয়টিও পরিবর্তনশীল। স্বাধীনতার পরবর্তী সংবিধানে চার রাষ্ট্রীয় মূলনীতি ছিলÑ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। ১৯৭৫ সালের পর এ রাষ্ট্রীয় মূলনীতি
পরিবর্তিত হয়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের স্থলাভিষিক্ত হয় আল্লাহর ওপর আস্থা, বিশ্বাস ও সামাজিক ন্যায়বিচার। সংবিধানের এই মূলনীতি যদি সব দলের
দলীয় আদর্শ হতে হয় তাহলে সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না এমন
কোনো দল নিবন্ধনযোগ্য হবে না। আর ১৯৭৫ সালের পর আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস যাদের
নেই তাদের কোনো দল নিবন্ধনযোগ্য হয় না। এমনকি দলহীন বা একদলীয় আদর্শে বিশ্বাসী
কোনো দল নিবন্ধন না পাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব
আদেশের ৯০সি অনুচ্ছেদে। অথচ আওয়ামী লীগ, কমিউনিস্ট
পার্টি ও ন্যাপ ১৯৭৫ সালে রাষ্ট্রের একমাত্র দল বাকশাল গঠন করেছিল। এ ছাড়া
কমিউনিস্ট পার্টি ও সাম্যবাদী দলের ঘোষিত আদর্শই হলো প্রলেতারিয়েতের রাজত্ব
প্রতিষ্ঠা তথা এককভাবে কমিউনিস্ট পার্টির শাসন কায়েম করা। অধুনাবিলুপ্ত সোভিয়েত
ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে এক সময় এক দলের শাসন ছিল। চীনে এখনো রয়েছে।
এ ক্ষেত্রেও সংবিধানের পরিপন্থী বলতে ঠিক কী বোঝানো হবে সেটি একটি বিরাট বিতর্কের
বিষয় হবে। বাংলাদেশে নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে অনেকগুলোই রয়েছে ইসলামী
আদর্শভিত্তিক দল। এসব দলের প্রায় সবগুলোই আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের
মূলনীতিতে বিশ্বাসী। বর্তমান সরকার এ মূলনীতি পাল্টে দিয়ে ধর্মনিরপেক্ষতা আবার
ফিরিয়ে এনেছে। অথচ নিবন্ধিত কোনো ইসলামী দলই তাদের গঠনতন্ত্রে ধর্মনিরপেক্ষতা এবং
সমাজতন্ত্রে বিশ্বাসের কথা বলেনি। এ ধরনের বিশ্বাসের কথা বলার সম্ভাবনাও এসব দলের
নেই। এখন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০সি অনুচ্ছেদের যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেই বিবেচনাকে গ্রহণ করা হলে বেশির ভাগ নিবন্ধিত রাজনৈতিক দল তাদের
নিবন্ধন হারাবে। হাইকোর্টে তাদের নিবন্ধন চ্যালেঞ্জ করা হলে গণপ্রতিনিধিত্ব আদেশের
বিধান অনুসারে তাদের নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। ২০০৮ সালে নির্বাচন কমিশন
প্রাথমিকভাবে কিছুটা কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে যে, বিএনপি জামায়াত জাসদসহ ১০টি রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত পূরণ করে
না। শেষ পর্যন্ত এ ব্যাপারে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু বিষয় সংশোধনের শর্ত
দিয়ে প্রায় সব দলকে নিবন্ধন দেয়া হয়। এ ক্ষেত্রে আইনের জন্য মানুষ নাকি
মানুষের জন্য আইন, সেই যুক্তি সামনে এসে যায়।
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল মামলায় দলটির নিবন্ধন বাতিল কামনাকারী বাদিপক্ষ
থেকে অনেকগুলো যুক্তি উপস্থাপন করা হয়। এর মধ্যে কোন কোন যুক্তি গ্রহণ করে
আদালতের দুই বিচারপতি জামায়াতের নিবন্ধন বাতিলের রায় দিয়েছেন, সেটি স্পষ্ট হবে আদালতের লিখিত রায় পাওয়ার পর। এ মামলায়
বাদিপক্ষের মূল যুক্তি ছিল গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০সি অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের পরিপন্থী কোনো আদর্শ রয়েছে এমন গঠনতন্ত্রের রাজনৈতিক দল
নিবন্ধনযোগ্য বিবেচিত হবে না। সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে সার্বভৌম ক্ষমতার মালিক
বলা হয়েছে জনগণকে। কিন্তু জামায়াতে ইসলামী মনে করে, সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা ও পালনকর্তা আল্লাহ। এ
বিবেচনায় জামায়াত সংবিধানবিরোধী দল এবং এ দল কোনোভাবেই নিবন্ধন পেতে পারে না। এ
ছাড়া জামায়াতের গঠনতন্ত্র অনুসারে কোনো অমুসলিম বা মহিলা দলের প্রধান হতে পারে
না। এ বিধানের মাধ্যমে ধর্ম ও বর্ণগত বৈষম্য করা হয়েছে, যা আরপিওর ৯০সি অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া জামায়াত যে
ইসলামি সমাজ গঠনের কথা বলেছে সেটিও সংবিধানের স্পষ্ট খেলাপ। জামায়াত নামে অনেক
দেশেই দল রয়েছে। এসবের জবাব জামায়াতের পক্ষের আইনজীবীরা দিয়েছেন। তারা বলেছেন, সংবিধানে ৭ নম্বর অনুচ্ছেদে যে সার্বভৌমত্বের কথা বলা হয়েছে সেটি
হলো রাজনৈতিক সার্বভৌমত্বের কথা। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জনগণের সার্বভৌম
ক্ষমতার কথা এ ক্ষেত্রে বলা হয়েছে। অন্য দিকে জামায়াত যে সার্বভৌমত্বের মালিক
সৃষ্টিকর্তা আল্লাহ বলেছে সেটি হলো সমস্ত সৃষ্টি জগতের সার্বভৌমত্বের কথা। এ
সার্বভৌমত্বের কথা পবিত্র কুরআনের অনেক স্থানেই বলা হয়েছে। জামায়াত যে ইসলামি
সমাজ গঠনের কথা বলে সেটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, জনগণের রায়ের ভিত্তিতে। এ ছাড়া পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে
যেখানে রাজনৈতিক দল গঠন ও মতপ্রকাশের অধিকারের স্বীকৃতি রয়েছে সেখানে রাষ্ট্রের
সাংবিধানিক বৈশিষ্ট্যের পরিপন্থী আদর্শের দল সক্রিয় থাকতে পারে এবং নির্বাচনে
অংশও নিতে পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে কমিউনিস্ট পার্টির
কার্যক্রম চলতে দেয়াসংক্রান্ত মার্কিন সুপ্রিম কোর্টের এক বিখ্যাত রায় রয়েছে। এ
রায়ে আমেরিকান সুপ্রিম কোর্ট বলেছেন, কমিউনিস্ট
পার্টি যে শ্রেণীহীন সমাজের কথা বলে তা প্রতিষ্ঠার কোনো সুযোগ আমেরিকান সংবিধান
অনুসারে নেই। কিন্তু যত দিন আমেরিকান সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক
দল গঠনের অধিকারের স্বীকৃতি থাকবে তত দিন বিরুদ্ধ মতের রাজনৈতিক দলও তাদের তৎপরতা
চালানোর অধিকার ভোগ করবে। বাংলাদেশের সংবিধানে বর্তমানে যে চার রাষ্ট্রীয় মূলনীতি
রয়েছে সেই একই মূলনীতি রয়েছে ভারতের সংবিধানে। সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল
শিবসেনা যেমন নির্বাচন করে ক্ষমতার অংশীদার হতে পেরেছে তেমনিভাবে মুসলিম লীগও
বিভিন্ন রাজ্য সরকারের কোয়ালিশনের অংশীদার হতে পেরেছে। জামায়াতে ইসলামী ভারতে
একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে কাজ করছে। বাংলাদেশের সংবিধানের ৩৭, ৩৮, ৩৯ ও ৪১ নম্বর অনুচ্ছেদে যে
অধিকার দেয়া হয়েছে সেটাকে সামনে রাখা হলে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০সি অনুচ্ছেদের
উদার ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে। যেটি করে নির্বাচন কমিশন ৩৮টি রাজনৈতিক দলকে
নিবন্ধন এবং প্রতীক বরাদ্দ দিয়েছে। তার পরিবর্তে এর সঙ্কীর্ণ ব্যাখ্যাকে একমাত্র
ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা হলে সংবিধানে যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা
হয়েছে তার কার্যকারিতার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রয়োজন হতে পারে।
রাজনৈতিক দলের নিবন্ধনের উদ্দেশ্য যদি রাজনীতি নিষিদ্ধ করা হয়ে থাকে তাহলে এটি
হতে পারে এক রকম। আর তা যদি রাজনৈতিক তৎপরতাকে একটি গঠনমূলক শৃঙ্খলায় আনার জন্য
হয়ে থাকে তাহলে অবশ্যই এর উদার ব্যাখ্যা গ্রহণ করতে হবে। সংবিধান যে পরিবর্তনশীল
সেটি সংবিধান পরিবর্তন পরিবর্ধন সংশোধনের বিধান রেখে শাসনতন্ত্র নিজেই স্বীকৃতি
দিয়েছে। ১৯৭২ সালের পর থেকে সংবিধান ১৫ বার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের আদর্শ এ সময়ে আমূল বদলে গেছে এমনটি
ঘটেনি। এ কারণে সংবিধানের সব কথা কোনোভাবেই রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না।
সংবিধানের সব কিছুর প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দল তৈরি করা এবং এর কাজ পরিচালিত
করতে হলে সমাজে বহুমতের চর্চা আর থাকবে না। সমাজ ও দেশ হয়ে পড়বে নিশ্চল ও
স্থবির। সে আত্মঘাতী স্থবিরতা কেউ বাংলাদেশের জন্য কামনা করতে পারে না।
'আমার মনে হয় আবার ক্ষমতায় গেলে তিনি নতুন ভবন খুলে মানুষ হত্যা করবেন, মা-বোনের ইজ্জত নিয়ে দেশকে নতুনভাবে ধ্বংস করবেন' বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাছিনার এই উক্তি কি আপনি শালীন মনে করেন ?
FIND US on FB
জনপ্রিয় লেখাসমুহ
-
আবার সেই লগি-বইঠার হুংকার !!! দেশবাসী সাবধান !!! জালিমরা আবার রক্ত পিয়াসের মরন নেশায় নেমেছ । বাচতে হলে হয় প্রতিরোধ করুন জীবনের তরে না...
-
দেশজুড়ে শিক্ষাঙ্গনে অপ্রতিরোধ্য সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ। নিয়োগবাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারীর শ্লীলতাহানিসহ পাবলিক ...
-
* যৌথ বিনিয়োগের বিষয়টি আমি জানি না-নৌ-পরিবহন মন্ত্রী * এ ধরনের বিনিয়োগ সম্পর্কে বোর্ড কিছু জানে না -বিনিয়োগ বোর্ড নির্বাহী * এই ঘটনা স...
-
ধূমকেতু : ’৯১-এ ক্ষমতায় আসার পর মেয়াদ শেষে ’৯৬ সালে বিএনপি তার সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগসহ অন্য...
-
বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। আগস্ট ১৫, ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই...
-
দু’টি চাঞ্চল্যকর খবর ক্ষণিকের জন্য গণমাধ্যম তোলপাড় করে দেশ ও জাতির স্মৃতি থেকে দ্রুত মুছে যাচ্ছে বলে মনে হয়। খবর দু’টি হচ্ছে বাংলাদেশ থ...
-
বগুড়া শহরের প্রসিদ্ধ হোটেলের একটি আকবরিয়া গ্র্যান্ড হোটেল। ব্যবসার পাশাপাশি হোটেল কর্তৃপ ১০০ বছর ধরে রাতে ফ্রি খাবার দিয়ে মুসাফ...
-
আজ ১ সেপ্টেম্বর , ১৯৭৮ সালের এই দিনে জাতির মুক্তির লক্ষে স্বাধীনতা যুদ্ধের সুমহান ঘোষক , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , সংবাদপত্রের স্...
-
“...আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যে বিজ্ঞানী - তা তো জানা ছিলো না!” [এবার থাকছে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় কে নিয়ে ধারাবাহ...
-
বিসমিল্লাহির রাহমানির রাহিম জাতিসঙ্ঘের ৬৮তম সাধারণ অধিবেশনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরীণ সমস্যা জাতিসঙ্ঘে ট...
Ad
মোট পৃষ্ঠাদর্শন
প্রজন্মের ভবিষ্যত
Blogger দ্বারা পরিচালিত.
আমার অনুপ্রেরনা
জাতীয়তাবাদী শক্তির কান্ডারী
আমার সম্পর্কে
পুরানো যত লেখা
-
►
2016
(170)
- ► সেপ্টেম্বর (8)
- ► ফেব্রুয়ারী (12)
-
►
2015
(299)
- ► সেপ্টেম্বর (21)
- ► ফেব্রুয়ারী (27)
-
►
2014
(654)
- ► সেপ্টেম্বর (37)
- ► ফেব্রুয়ারী (82)
-
▼
2013
(1305)
- ► সেপ্টেম্বর (107)
-
▼
আগস্ট
(95)
- সংসদের এই অধিবেশনেই নির্দলীয় সরকার বিল পাস করতে হ...
- ব্যতিক্রমী রাজনীতি, নেতৃত্ব এবং জনসম্পৃক্ততা
- সাংবিধানিক সরকার বনাম তত্ত্বাবধায়ক সরকার
- স্বাধীনতার ভাবনা, একটি সাক্ষাৎকার ও কিছু কথা
- ধর্মনিরপেক্ষ রাজনীতিই জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা
- শেষ সময়ের ‘হরিলুট’
- তেঁতুল হুজুর, বেতেঁতুল ঠাকুর এবং আমাদের ঐশীমণি
- এ ধরনের প্রচারে জনমনে কোনো প্রভাব পড়ে না
- আওয়ামী লীগের ক্ষমতার দাপটে গণতন্ত্র অবরুদ্ধ
- আরে ও উজান গাঙের নাইয়া
- শেষ সময়ের দৌরাত্ম্য
- সিনেট নির্বাচন : যোগ্যপ্রার্থীকে ভোট দিন
- একচুলও না নড়ার নেপথ্যে ২১টি কারণ
- নিজেদের প্রগতির পথে নিজেরাই বাধা
- রাজনীতি কী এবং কেন
- বাংলাদেশের বিদ্যমান অবস্থা জাতিসংঘের মধ্যস্থতা ও ক...
- ঐশীর বদলে যাওয়া প্রসঙ্গে-
- আমরা কি অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো?
- সংলাপের আহ্বান গণআকাঙ্ক্ষারই
- জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব
- দশম সংসদ : নির্বাচন হবে তো?
- আইনের দৃষ্টিতে পুলিশের ক্ষমতা ও প্রয়োগ
- ঝোলেঝালে ইলিশ আর পিঁয়াজের গল্প
- মানবাধিকার ও রাষ্ট্রীয় নিপীড়ন
- দোষ কার ঐশীর? বাবা-মায়ের? নাকি সমাজ ও রাষ্ট্রের?
- বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে চীনা রাষ্ট্রদূত এবং ড...
- গণতন্ত্রহীন গণতন্ত্র,গন্তব্য কোথায়?
- আইনের শৃঙ্খলা বেআইনি প্রবেশ
- ঐশী ও তার বন্ধুরা যেন তৈরি না হয়
- সময় খুব কম : প্রধানমন্ত্রীকে দ্রুত সিদ্ধান্ত পাল্...
- ১৬ ডিসেম্বর থেকে ১৫ আগস্ট
- দেশ-মানুষকে নিয়ে আমার কিছু চিন্তা (গতকালের পর)
- শিয়াল ধরা পলিটিক্স
- অবশেষে বিলবোর্ড নাটকের যবনিকাপাত
- রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার প্রসঙ্গে
- মেয়াদ শেষে ক্ষমতায় থাকার সুযোগ নেই
- আমার যেমন বেণী তেমনি রবে চুল ভেজাবো না!!
- দেশ-মানুষকে নিয়ে আমার কিছু চিন্তা- তারেক রহমান
- জনস্বার্থে পুলিশের ব্যবহার
- বাতিঘর নিজেই এখন আলোহীন
- একটি পরিবর্তন অবশ্যম্ভাবী
- আবারও সরকারি দলের মামলা প্রত্যাহারের তোড়জোড়
- ঐশীর অধঃপাতে আমিও দায়ী
- বিলবোর্ড দখলের কেলেঙ্কারি
- ঐশী সমাজের জন্য এক বড় প্রশ্ন
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ও কিছু কথা
- কিল অ্যান্ড রুল!
- দ্রব্যমূল্য : সরকারের সাফল্য কোথায়?
- মিসরের ঘটনাবলি ও বাংলাদেশ
- আদিল এখন সরকারের গলায় কাঁটা
- অধিকারের কণ্ঠরোধ : দুনিয়া জুড়ে ধিক্কার ইসলামী জন...
- বিলবোর্ডে উন্নয়ন মহড়া ও নগদ লাভ
- সুশাসনের নাম ক্ষমতার দাপট!
- মিসরে গণহত্যা এবং গভীর রাজনৈতিক সংকট
- শেখ হাসিনা সরকারের শাসন আমল ও দুঃশাসন
- বাকশাল থেকে ডিজিটাল ও গণতন্ত্রের আবাবিল পাখি
- তত্ত্বাবধায়ক বনাম নির্বাচনকালীন সরকার ভাবনা
- ত্রাসের পরিণতি, বলপ্রয়োগের পরিণাম এবং সমঝোতার সুফল
- সরকারের সাফল্য সম্বন্ধে বিকল্প বিলবোর্ড
- সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা বনাম মেকি বিলব...
- আওয়ামী শিবিরে শুধু হতাশা-অন্ধকার! 2
- বিষাক্ত এই রাজনীতি কি দূর হবার নয়
- তত্ত্বাবধায়কের দাবি জোরদার
- ‘অধিকার’ সম্পাদকের গ্রেফতার ও সরকারের যুক্তি প্রসঙ্গে
- আওয়ামী শিবিরে শুধু হতাশা-অন্ধকার!
- কেউ ফিরেও তাকায় না
- অধিকার এবং প্রোপাগান্ডা
- বিরোধী গণ বিক্ষোভের সাঁড়াশি অভিযান প্রস্তুতি
- উন্নয়নের বিলবোর্ড আত্মহননের আলামত!
- স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার
- সালিসের তালগাছ ছাড়তে হবে
- জয়কে দিয়ে জয় হবে না
- যে কারণে এ অস্থিরতা
- দলবাজির রাজনীতি পরিহার করতে হবে
- ভারত নেয় দেয় না কিছু
- বাঙালি মুসলমানের ঈদ
- এত কিছু করেও তারা দিশেহারা
- দলের নিবন্ধন বাতিল ও রাষ্ট্রে বহুমত চর্চা
- রানা প্লাজার কান্না
- নির্বাচন নাকি গণতন্ত্র?
- নিবন্ধন বাতিল করে দেয়া আদালতের রায় ও জামায়াতের ...
- এসব কী করে ছাত্রদের কাজ হয়?
- খুন নাশকতা ও পুলিশ
- বর্তমান বাংলাদেশ সরকারের বৈদেশিক নীতি
- নির্বাচনের আগে দেশে আরো রক্ত ঝরবে?
- বিভক্ত রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল : কয়েকটি প্...
- দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়
- আমরা মাইনর, আপনি মেজর
- একদিকে দিল্লিতে ব্যর্থতা এবং অন্যদিকে প্রধানমন্ত্র...
- আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
- গডফাদারকে হত্যাকারীর লাইভ টেলিকাস্ট
- সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর নির্যাতন
- দেশতো কারো তালুক নয়
- ষোল কোটি মানুষকে অসম্মান করবেন না
- রাজনীতির দৌড়
- ► ফেব্রুয়ারী (95)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন