আমরা আমাদের
গণতান্ত্রিক ধারণা লাভ করেছি বিলাতের কাছ থেকে। কিন্তু বিলাতের ইতিহাস আর আমাদের
ইতিহাসের পার্থক্য বিস্তর। বিলাতের গণতান্ত্রিক ধ্যান-ধারণা গড়ে উঠেছে সে দেশের
ভেতর থেকে; কিন্তু গণতান্ত্রিক চিন্তা-চেতনা
একইভাবে আমাদের ভেতর থেকে গড়ে ওঠেনি। আমরা এটা লাভ করেছি বিলাতের কাছ থেকে, বিলাতের শাসনামলে। যা বাংলাদেশে চলেছিল ১৭৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত।
প্রায় ১৯০ বছর ধরে। যেটা ইতিহাসের তালমাত্রায় খুব বেশি বলে ধার্য করা চলে না।
বিলাতে গণতন্ত্রের আরম্ভকাল ধরা চলে ম্যাগনা কার্টা (Magna Carta; 1215) থেকে। ব্রিটেনে পার্লামেন্টারি গণতন্ত্র পূর্ণরূপ
লাভ করেছে ১৯১১ সালে পার্লামেন্ট অ্যাক্টের মাধ্যমে। হঠাৎ করেই বিলাতে আমরা আজ
যেমন গণতন্ত্র দেখছি, তার প্রতিষ্ঠা হয়নি। হয়েছে
ধাপে ধাপে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এ দেশে ব্যবসায় করতে আসে (১৬০০), তখন ব্রিটেনে গণতন্ত্র ছিল যথেষ্ট সীমিত। হাউজ অব লর্ডসের হাতে যত
ক্ষমতা ছিল, হাউজ অব কমন্সের হাতে তা ছিল
না। বিলাতে ক্রমেই হাউজ অব লর্ডসের ক্ষমতা কমেছে,
আর বেড়েছে হাউজ অব কমন্সের ক্ষমতা। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতা; যারা হলো সংখ্যায় বেশি। বিলাতে এক সময় রাজনৈতিক ক্ষমতা ছিল
প্রধানত দুই শ্রেণীর মানুষের হাতে। একটি শ্রেণীকে বলা যায় অভিজাত (Nobility)। অভিজাতেরা ছিলেন ভূসম্পত্তির
মালিক। আর নেতৃত্ব দিতেন যুদ্ধে। তাদের প্রভাব ছিল রাজা বা রানীর ওপরে সবচেয়ে
বেশি। প্রভাবের দিক থেকে এদের পরে ছিলেন জাজক শ্রেণী (Clergy)। যাদের ক্ষমতার উৎস ছিল ধর্মীয় বিশ্বাস। এদের অধীনে
পরিচালিত হতো গির্জা। বিলাতের মানুষের ওপর ধর্মের প্রভাব ছিল অপরিসীম। সমাজ জীবন
চলত জাজকদের নির্দেশে। অভিজাত আর জাজকদের বাদ দিলে যারা থাকত, তাদের বলা হতো জনসাধারণ (Masses))। বিলাতে জনগণের প্রভাব বেড়েছে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। ইউরোপের
বিলাতেই প্রথম গড়ে ওঠে রাজনৈতিক দল; কিন্তু বিলাতে
রাজনৈতিক দল এখনো আইনত স্বীকৃত নয়। যদিও রাজনৈতিক দল আছে, আর তারা নেয় নির্বাচনে অংশ। বিলাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তারা গড়ে সরকার। তাদের থেকে হন প্রধানমন্ত্রী। বিলাতে সরকার হলো
রাজা অথবা রানী; ঠিক কোনো দলের নয়। অন্য দিকে
বিলাতের বিরোধী দলকে বলা হয় রাজা অথবা রানীর অনুগত বিরোধী দল। যে দল ক্ষমতায়
থাকে, তারা রাজা বা রানীকে পারমর্শ দেয় দেশ চালানোর। যদিও
রাজা বা রানীকে চলতে হয় প্রধানমন্ত্রীর কথা শুনে। কিন্তু রাজা বা রানী হলেন এখনো
ব্রিটেনে সরকারপ্রধান। অন্য দিকে বিরোধী দল বলে,
তারা রাজা বা রানীর বিরোধিতা করছেন না, তারা বিরোধিতা করছেন, প্রধানমন্ত্রীর
রাজাকে বা রানীকে দেয়া প্রদত্ত পরামর্শের। বিলাতের রাজনৈতিক দল গড়ে উঠেছে Extra Legal বা আইনের বাধ্যবাধকতা মুক্তভাবে। বিলাতে কোনো
রাজনৈতিক দল গড়তে হলে তার কোনো সরকারি নিবন্ধনের প্রয়োজন পড়ে না। বিলাতে
রাজনৈতিক দল ছাড়াও অনেক ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর তাদের মধ্য
থেকে অনেকে নির্বাচিত হন। বিলাতের পার্লামেন্টে স্পিকার অর্থাৎ পার্লামেন্টের
সভাপতি নির্বাচন করা হয় পার্লামেন্টের নির্দলীয় সদস্যদের মধ্যে থেকে। কারণ মনে
করা হয়, নির্দলীয় ব্যক্তি সভাপতি হলে
তিনি কোনো বিশেষ দলের ওপর পক্ষপাতিত্ব করবেন না। পার্লামেন্ট সব সদস্যকেই দেবে
যথাযথভাবে কথা বলার সুযোগ। কিন্তু আমাদের দেশে এ রকম কোনো প্রথা নেই। বিশেষ (সংখ্যাগুরু)
দল থেকেই হচ্ছেন পার্লামেন্টের সভাপতি নির্বাচিত। এতে থাকছে পক্ষপাতের সুযোগ।
রাষ্ট্রের বিভাগ হলো তিনটি। যথা : শাসন বিভাগ (Executive),
আইন পরিষদ (Legislature)) ও বিচার বিভাগ (Judiciary)। গণতন্ত্রের সাফল্যের জন্য
থাকতে হয় এই তিনটি বিভাগের ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার এই ভারসম্য না থাকলে গণতন্ত্র
অকার্যকর হতে চায়। আমাদের দেশে বর্তমানে বিচার বিভাগকে দিয়ে এমন সব বিষয়ে বিচার
করানো হচ্ছে যেটা অন্য গণতান্ত্রিক দেশে করানো হয় না। এতে সৃষ্টি হতে পারছে দেশে
গণতন্ত্রের সঙ্কট। অনেকে বলেন, বাংলাদেশ একটি
মুসলিম অধ্যুষিত দেশ। ইসলাম গণতন্ত্রের অনুকূল ধর্ম নয়। কিন্তু এই যুক্তি মেনে
নেয়া যায় না। গণতন্ত্র বলতে যদি বোঝায় আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার, তবে ধর্ম হিসেবে ইসলামকে বলা চলে না গণতন্ত্রের পরিপন্থী। কারণ
কুরআন শরিফে বলা হয়েছে- সমস্ত গুরুতর ব্যাপারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ
করতে (সূরা ৪২ : ৩৮)। আমাদের লাগোয়া রাষ্ট্র মিয়ানমারে সামরিক শাসন চলেছে ১৯৫৮ সাল
থেকে এ পর্যন্ত। মিয়ানমার একটি মুসলিম অধ্যুষিত দেশ নয়। সমগ্র ল্যাটিন আমেরিকায়
গণতন্ত্র এখনো যথাযথভাবে প্রতিষ্ঠা পেতে পারেনি;
কিন্তু ল্যাটিন আমেরিকার দেশগুলো হলো খ্রিষ্টান ধর্মাবলম্বী। তাই
গণতন্ত্র যে কেবল ধর্মবিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত,
এ রকম সিদ্ধান্তে আসা যায় না। গণতন্ত্র বিশেষভাবে সাফল্য লাভ করতে
পেরেছে ইংরেজি ভাষাভাষী অঞ্চলে। যাদের গণতন্ত্র চেতনার উৎস হলো গ্রেট ব্রিটেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে স্বাধীন হয়েছে,
কিন্তু সে ইংরেজি ভাষা ও ব্রিটিশ রাজনীতির ঐতিহ্যকে অস্বীকার করতে
চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে চলেছে প্রেসিডেন্ট পদ্ধতির গণতন্ত্র। কিন্তু তার
মূল অনুপ্রেরণা এসেছে গ্রেট ব্রিটেন থেকেই। ইরেজি ভাষাভাষী অঞ্চলে গণতন্ত্রের
সাফল্যের মূলে কাজ করেছে উদার গণতান্ত্রিক চিন্তা-চেতনা; ব্যক্তি স্বাধীনতার বাণী। এসব অঞ্চলে রাজনৈতিক দল থাকলেও দলবাজি
নেই। যেমন নেই গ্রেট ব্রিটেনে। গণতন্ত্রের জন্য প্রয়োজন হয় আপসরফা আর খাপ খাইয়ে
চলার মনোভাব। যেটা ইংরেজি ভাষাভাষী অঞ্চলে যথেষ্টভাবেই আছে। প্রশ্ন ওঠে ভারতে
গণতন্ত্রের সাফল্য পেতে পারল; কিন্তু সাবেক
পাকিস্তানে তা ব্যর্থ হলো কেন? তার অনেকগুলো
কারণের মধ্যে একটি কারণ হলো, হিন্দুরা
ব্রিটিশ শাসনামলে যেভাবে ইংরেজি ভাষা সাহিত্যের চর্চা করেছেন এই উপমহাদেশের
মুসলমানেরা তা করেননি। ভাবের বাহন ভাষা। ইংরেজি ভাষার মাধ্যমে হিন্দুরা যে পরিমাণে
গণতান্ত্রিক ভাবধারা লাভ করতে পেরেছেন, এই উপমহাদেশের
মুসলমানেরা তা পারেননি। যে অঞ্চল নিয়ে সাবেক পাকিস্তান গঠিত হয়েছিল তা ছিল
পাশ্চাত্য শিক্ষায় আর এক কথায় ইংরেজি শিক্ষায় যথেষ্ট অনগ্রসর। প্রশ্ন ওঠে, এই উপমহাদেশের মুসলমানেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চাইলেন না
কেন? এর একটা কারণ হলো,
হিন্দুদের সাথে খ্রিষ্টান বিশ্বের কোনো সঙ্ঘাত ঘটেনি; কিন্তু ইউরোপীয় খ্রিষ্টান বিশ্বের সাথে মুসলিম বিশ্বের ঘটেছে
সঙ্ঘাত। যাকে ইতিহাসে ইংরেজিতে বলে ক্রুসেড (Crusade)। যা ঘটেছিল জেরুসালেমে সালজুক তুর্কি মুসলমান কর্তৃক জেরুসালেম
দখলের ফলে। সালজুকেরা জেরুসালেমে ইউরোপ থেকে তীর্থ করতে আসতে বাধার সৃষ্টি করেন।
ফলে শুরু হয় খ্রিষ্টান ও মুসলিম বিশ্বের মধ্যে ধর্মযুদ্ধ, যাকে খ্রিষ্টানরা বলেন ধর্মযুদ্ধ। যা আরম্ভ হয় ১০৯৫ খ্রিষ্টাব্দ
থেকে। আর শেষ হয় ১২৭২ খ্রিষ্টাব্দে এসে। দীর্ঘ দিন ধরে চলেছিল ক্রুসেড। আর অনেক
ক্রুসেড ঘটতে পেরেছিল। প্রথম দিকের কয়েকটি ক্রুসেডের নেতৃত্ব নিয়েছিলেন ফরাসি
দেশের সেনাপতিরা। এসব ক্রুসেডে ফরাসি সৈন্য ছিল বেশি। এ সময় ফরাসিদের বলা হতো
ফ্রাঙ্ক। ক্রুসেডাররা মুসলমানদের কাছে পরিচিতি পান ফ্রাঙ্কি বা ফিরিঙ্গি হিসেবে।
মুসলমানদের কাছে ফিরিঙ্গি সভ্যতাকে উন্নত বলে মনে হয়নি। ইংরেজরা এ দেশে
মুসলমানদের কাছে বিবেচিত হয়েছেন ফিরিঙ্গি হিসেবে। মুসলমানেরা তাই ফিরিঙ্গি শিক্ষা
গ্রহণে বিরত থাকতে চেয়েছেন। কিন্তু ইংরেজরা এ সময় সভ্যতায় অনেক এগিয়ে ছিলেন।
ইংরেজরা এ দেশে রাজনৈতিক ক্ষমতায় আসার আগেই তাদের মধ্যে জন্মেছেন শেক্সপিয়রের
মতো নাট্যকার। ফ্রান্সিস বেকেনের মতো দার্শনিক এবং নিউটনের মতো বৈজ্ঞানিক। ইংরেজ
কেবলই দোকানদারের জাতি ছিলেন না। তারা আমাদের তুলনায় জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে
ছিলেন না। আমরা তাদের কাছ থেকে শিক্ষা না নিয়ে বেশ কিছুটা ভুলই করেছিলাম। আমরা
তাই যথেষ্ট গণতন্ত্রমনা হতে পারিনি। হিন্দুদের মধ্যে ইংরেজি ভাষার মাধ্যমে ঘটতে
পেরেছিল গণতান্ত্রিক চেতনার উন্মেষ। ভারতে গণতন্ত্রের সাফল্যের একটি বড় কারণ
এটাই। ভারতে দলবাজি আছে। দলবাজি তাদেরও গণতন্ত্রের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
কিন্তু এখনো সেটা হয়ে ওঠেনি। বাংলাদেশে আওয়ামী লীগ দলবাজির একটা চূড়ান্ত
পর্যায়ে এসে পৌঁছেছে। বিরোধী দলকে সে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জড়াচ্ছে নানা
মামলা মোকদ্দমায়। সে এমনভাবে নির্বাচন করতে চাচ্ছে যে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ না হওয়াই সম্ভব। গণতন্ত্রের সাফল্য
নির্ভর করে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ওপর। সেটা যদি না হতে পারে, তবে গণতন্ত্র বাংলাদেশে আপাতত অকার্যকর হয়ে উঠতেই পারে।
'আমার মনে হয় আবার ক্ষমতায় গেলে তিনি নতুন ভবন খুলে মানুষ হত্যা করবেন, মা-বোনের ইজ্জত নিয়ে দেশকে নতুনভাবে ধ্বংস করবেন' বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাছিনার এই উক্তি কি আপনি শালীন মনে করেন ?
FIND US on FB
জনপ্রিয় লেখাসমুহ
-
আবার সেই লগি-বইঠার হুংকার !!! দেশবাসী সাবধান !!! জালিমরা আবার রক্ত পিয়াসের মরন নেশায় নেমেছ । বাচতে হলে হয় প্রতিরোধ করুন জীবনের তরে না...
-
দেশজুড়ে শিক্ষাঙ্গনে অপ্রতিরোধ্য সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ। নিয়োগবাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারীর শ্লীলতাহানিসহ পাবলিক ...
-
* যৌথ বিনিয়োগের বিষয়টি আমি জানি না-নৌ-পরিবহন মন্ত্রী * এ ধরনের বিনিয়োগ সম্পর্কে বোর্ড কিছু জানে না -বিনিয়োগ বোর্ড নির্বাহী * এই ঘটনা স...
-
ধূমকেতু : ’৯১-এ ক্ষমতায় আসার পর মেয়াদ শেষে ’৯৬ সালে বিএনপি তার সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগসহ অন্য...
-
বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। আগস্ট ১৫, ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই...
-
দু’টি চাঞ্চল্যকর খবর ক্ষণিকের জন্য গণমাধ্যম তোলপাড় করে দেশ ও জাতির স্মৃতি থেকে দ্রুত মুছে যাচ্ছে বলে মনে হয়। খবর দু’টি হচ্ছে বাংলাদেশ থ...
-
বগুড়া শহরের প্রসিদ্ধ হোটেলের একটি আকবরিয়া গ্র্যান্ড হোটেল। ব্যবসার পাশাপাশি হোটেল কর্তৃপ ১০০ বছর ধরে রাতে ফ্রি খাবার দিয়ে মুসাফ...
-
আজ ১ সেপ্টেম্বর , ১৯৭৮ সালের এই দিনে জাতির মুক্তির লক্ষে স্বাধীনতা যুদ্ধের সুমহান ঘোষক , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , সংবাদপত্রের স্...
-
“...আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যে বিজ্ঞানী - তা তো জানা ছিলো না!” [এবার থাকছে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় কে নিয়ে ধারাবাহ...
-
বিসমিল্লাহির রাহমানির রাহিম জাতিসঙ্ঘের ৬৮তম সাধারণ অধিবেশনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরীণ সমস্যা জাতিসঙ্ঘে ট...
Ad
মোট পৃষ্ঠাদর্শন
প্রজন্মের ভবিষ্যত
Blogger দ্বারা পরিচালিত.
আমার অনুপ্রেরনা
জাতীয়তাবাদী শক্তির কান্ডারী
আমার সম্পর্কে
পুরানো যত লেখা
-
►
2016
(170)
- ► সেপ্টেম্বর (8)
- ► ফেব্রুয়ারী (12)
-
►
2015
(299)
- ► সেপ্টেম্বর (21)
- ► ফেব্রুয়ারী (27)
-
►
2014
(654)
- ► সেপ্টেম্বর (37)
- ► ফেব্রুয়ারী (82)
-
▼
2013
(1305)
- ► সেপ্টেম্বর (107)
-
▼
আগস্ট
(95)
- সংসদের এই অধিবেশনেই নির্দলীয় সরকার বিল পাস করতে হ...
- ব্যতিক্রমী রাজনীতি, নেতৃত্ব এবং জনসম্পৃক্ততা
- সাংবিধানিক সরকার বনাম তত্ত্বাবধায়ক সরকার
- স্বাধীনতার ভাবনা, একটি সাক্ষাৎকার ও কিছু কথা
- ধর্মনিরপেক্ষ রাজনীতিই জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা
- শেষ সময়ের ‘হরিলুট’
- তেঁতুল হুজুর, বেতেঁতুল ঠাকুর এবং আমাদের ঐশীমণি
- এ ধরনের প্রচারে জনমনে কোনো প্রভাব পড়ে না
- আওয়ামী লীগের ক্ষমতার দাপটে গণতন্ত্র অবরুদ্ধ
- আরে ও উজান গাঙের নাইয়া
- শেষ সময়ের দৌরাত্ম্য
- সিনেট নির্বাচন : যোগ্যপ্রার্থীকে ভোট দিন
- একচুলও না নড়ার নেপথ্যে ২১টি কারণ
- নিজেদের প্রগতির পথে নিজেরাই বাধা
- রাজনীতি কী এবং কেন
- বাংলাদেশের বিদ্যমান অবস্থা জাতিসংঘের মধ্যস্থতা ও ক...
- ঐশীর বদলে যাওয়া প্রসঙ্গে-
- আমরা কি অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো?
- সংলাপের আহ্বান গণআকাঙ্ক্ষারই
- জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব
- দশম সংসদ : নির্বাচন হবে তো?
- আইনের দৃষ্টিতে পুলিশের ক্ষমতা ও প্রয়োগ
- ঝোলেঝালে ইলিশ আর পিঁয়াজের গল্প
- মানবাধিকার ও রাষ্ট্রীয় নিপীড়ন
- দোষ কার ঐশীর? বাবা-মায়ের? নাকি সমাজ ও রাষ্ট্রের?
- বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে চীনা রাষ্ট্রদূত এবং ড...
- গণতন্ত্রহীন গণতন্ত্র,গন্তব্য কোথায়?
- আইনের শৃঙ্খলা বেআইনি প্রবেশ
- ঐশী ও তার বন্ধুরা যেন তৈরি না হয়
- সময় খুব কম : প্রধানমন্ত্রীকে দ্রুত সিদ্ধান্ত পাল্...
- ১৬ ডিসেম্বর থেকে ১৫ আগস্ট
- দেশ-মানুষকে নিয়ে আমার কিছু চিন্তা (গতকালের পর)
- শিয়াল ধরা পলিটিক্স
- অবশেষে বিলবোর্ড নাটকের যবনিকাপাত
- রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার প্রসঙ্গে
- মেয়াদ শেষে ক্ষমতায় থাকার সুযোগ নেই
- আমার যেমন বেণী তেমনি রবে চুল ভেজাবো না!!
- দেশ-মানুষকে নিয়ে আমার কিছু চিন্তা- তারেক রহমান
- জনস্বার্থে পুলিশের ব্যবহার
- বাতিঘর নিজেই এখন আলোহীন
- একটি পরিবর্তন অবশ্যম্ভাবী
- আবারও সরকারি দলের মামলা প্রত্যাহারের তোড়জোড়
- ঐশীর অধঃপাতে আমিও দায়ী
- বিলবোর্ড দখলের কেলেঙ্কারি
- ঐশী সমাজের জন্য এক বড় প্রশ্ন
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ও কিছু কথা
- কিল অ্যান্ড রুল!
- দ্রব্যমূল্য : সরকারের সাফল্য কোথায়?
- মিসরের ঘটনাবলি ও বাংলাদেশ
- আদিল এখন সরকারের গলায় কাঁটা
- অধিকারের কণ্ঠরোধ : দুনিয়া জুড়ে ধিক্কার ইসলামী জন...
- বিলবোর্ডে উন্নয়ন মহড়া ও নগদ লাভ
- সুশাসনের নাম ক্ষমতার দাপট!
- মিসরে গণহত্যা এবং গভীর রাজনৈতিক সংকট
- শেখ হাসিনা সরকারের শাসন আমল ও দুঃশাসন
- বাকশাল থেকে ডিজিটাল ও গণতন্ত্রের আবাবিল পাখি
- তত্ত্বাবধায়ক বনাম নির্বাচনকালীন সরকার ভাবনা
- ত্রাসের পরিণতি, বলপ্রয়োগের পরিণাম এবং সমঝোতার সুফল
- সরকারের সাফল্য সম্বন্ধে বিকল্প বিলবোর্ড
- সরকারের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা বনাম মেকি বিলব...
- আওয়ামী শিবিরে শুধু হতাশা-অন্ধকার! 2
- বিষাক্ত এই রাজনীতি কি দূর হবার নয়
- তত্ত্বাবধায়কের দাবি জোরদার
- ‘অধিকার’ সম্পাদকের গ্রেফতার ও সরকারের যুক্তি প্রসঙ্গে
- আওয়ামী শিবিরে শুধু হতাশা-অন্ধকার!
- কেউ ফিরেও তাকায় না
- অধিকার এবং প্রোপাগান্ডা
- বিরোধী গণ বিক্ষোভের সাঁড়াশি অভিযান প্রস্তুতি
- উন্নয়নের বিলবোর্ড আত্মহননের আলামত!
- স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার
- সালিসের তালগাছ ছাড়তে হবে
- জয়কে দিয়ে জয় হবে না
- যে কারণে এ অস্থিরতা
- দলবাজির রাজনীতি পরিহার করতে হবে
- ভারত নেয় দেয় না কিছু
- বাঙালি মুসলমানের ঈদ
- এত কিছু করেও তারা দিশেহারা
- দলের নিবন্ধন বাতিল ও রাষ্ট্রে বহুমত চর্চা
- রানা প্লাজার কান্না
- নির্বাচন নাকি গণতন্ত্র?
- নিবন্ধন বাতিল করে দেয়া আদালতের রায় ও জামায়াতের ...
- এসব কী করে ছাত্রদের কাজ হয়?
- খুন নাশকতা ও পুলিশ
- বর্তমান বাংলাদেশ সরকারের বৈদেশিক নীতি
- নির্বাচনের আগে দেশে আরো রক্ত ঝরবে?
- বিভক্ত রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল : কয়েকটি প্...
- দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়
- আমরা মাইনর, আপনি মেজর
- একদিকে দিল্লিতে ব্যর্থতা এবং অন্যদিকে প্রধানমন্ত্র...
- আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
- গডফাদারকে হত্যাকারীর লাইভ টেলিকাস্ট
- সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর নির্যাতন
- দেশতো কারো তালুক নয়
- ষোল কোটি মানুষকে অসম্মান করবেন না
- রাজনীতির দৌড়
- ► ফেব্রুয়ারী (95)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন