শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

পদ্মা সেতু মামলার আসামিদের খুঁজে পাচ্ছে না পুলিশ : এ নাটক অপ্রত্যাশিত নয়



পদ্মা সেতু দুর্নীতি মামলার আসামিদের গ্রেফতার নিয়ে দিনভর নানামুখী নাটক চলছে মর্মে গতকাল আমার দেশ যে খবর ছেপেছে সেটা পড়ে ‘ওমা এ কী কাণ্ড’ বলে চোখ কপালে তুলবেন তেমন পাঠক বাংলাদেশে নেই বললেই চলে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে নাটক আসলে শুরু হয়েছে বিশ্বব্যাংক এ ব্যাপারে অভিযোগ তোলার সময় থেকেই। অভিযোগ তদন্তে সরকার এবং দুদকের গড়িমসি, শেষ পর্যন্ত একান্ত বাধ্য হয়ে প্রধান সন্দেহভাজনদের বাদ দিয়ে কোষ্ঠকাঠিন্য রোগীর মতো চেহারা করে দুদকের মামলা দায়ের, এখন সাত আসামির মধ্যে বাংলাদেশী চার আসামিকে খুঁজে না পাওয়া, সবই এক নাটকের অংশ। পদ্মা সেতু কেলেঙ্কারি নিয়ে ধারাবাহিক এই নাটকের শেষ দৃশ্যের পর্দা উন্মোচিত হতে এখনও অনেক দেরি বলে সচেতন মহলের ধারণা। এদিকে দুদকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই র্যাব ও মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আসামিদের বাসাসহ সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। চার তদন্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান সমন্বয় করছেন ও নেতৃত্ব দিচ্ছেন দুদকের অন্যতম পরিচালক উইং কমান্ডার তাওহিদুল ইসলাম। গত তিনদিনে আসামিদের ধরার জন্য বনানী, ধানমন্ডি, মনিপুরীপাড়া, হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশি অভিযান চালানো হয়েছে। কিন্তু সফলতা মিলেনি।
আমাদের আইন প্রয়োগকারী সংস্থার এই বৈশিষ্ট্য আর গেল না। অনেক জটিল মামলায় তারা অপরাধীকে এত দ্রুত এবং নিখুঁতভাবে ধরে ফেলে আইনের হাতে সোপর্দ করে যে, অবাক হতে হয়। সেই সঙ্গে গর্বে বুক ভরে ওঠে। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে তদন্ত যেন এগুতেই চায় না! আসামিদের খুঁজে বের করার ‘প্রাণান্তকর’ প্রয়াস কিছুতেই ফলপ্রসূ হয় না! বলা বাহুল্য এর পেছনে কাজ করে ওপরের চাপ। চাপের কারণে যখন বিবেচ্য বিষয়কে পাশ কাটিয়ে নাটক তৈরি করা হয় তখন আইন প্রয়োগকারী বাহিনীর আর স্বাধীনভাবে কিছুই করার থাকে না। নাটকে যেমন অভিনেতা-অভিনেত্রীকে মঞ্চে এসে পরিচালকের নির্দেশ মতো পারফর্ম করতে হয়, এক্ষেত্রেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পা ফেলতে হয় ‘ওপরের চাপ’ মাথায় রেখে। ফলে দুই আসামি জামিন নিতে হাইকোর্টে আসেন, জামিনের আবেদন জমা দেন, কিন্তু তাদের আসা-যাওয়া অদৃশ্য থেকে যায় আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের চোখে। তবে অন্ধ হয়ে কি প্রলয় বন্ধ করা যায়? ইতিহাস কিন্তু আমাদের সামনে ভিন্ন বার্তা বয়ে আনে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads