প্রবাদ-প্রবচন সব দেশের জন্যই একটি গুরচত্বপূর্ণ বিষয়। প্রবাদে-প্রবচনে মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান স্পষ্ট হয়ে ওঠে। এ জন্যই সমাজবিজ্ঞানীরা প্রবাদ-প্রবচনকে বিশেষ গুরচত্ব দিয়ে থাকেন। বর্তমান সময়ে আমাদের যে সমাজচিত্র, তাতে দু’একটি প্রবাদের কথা বিশেষভাবে মনে পড়ছে। যেমন ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ কিংবা ‘যত দোষ নন্দ ঘোষ’। এখন যে কোন নাগরিক বিভিন্ন রাজনৈতিক দলের বক্তৃতা-বিবৃতিতে চিহ্নিত করার প্রবণতায় সহজেই ‘নন্দ ঘোষ’-এর দেখা পেয়ে যাবেন। এই নন্দ ঘোষের রাজনৈতিক নাম হলো ‘জামায়াত-শিবির’। যে কোনো ঘটনায় সত্য-মিথ্যা বিবেচনা না করে এবং তথ্য-প্রমাণ কিংবা তদন্ত-অনুসন্ধান ছাড়াই মুহূর্তেই এখন দোষ চাপানো হয় জামায়াত-শিবিরের ঘাড়ে। বিগত চার বছরে সরকারের পর্বতপ্রমাণ ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এবং যুদ্ধাপরাধ ইস্যু। এই দু’টি ইস্যুতেও সরকারের ভূমিকা সৃষ্টি করেছে নানা বিতর্ক। এমন অবস্থায় ডুবন্ত ইমেজকে পুনরচদ্ধারের জন্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে সরকার এবং সরকারি ঘরানার লোকজন জামায়াত-শিবিরকে নন্দঘোষ বানাবার কৌশল গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এবং কোনো কোনো ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় বিনা তথ্য-প্রমাণে ও তদন্তে জামায়াত-শিবিরকে দায়ী করা হচ্ছে। অথচ বাস্তব অবস্থা সাক্ষী দিচ্ছে অন্যরকম। প্রসঙ্গত এখানে টাঙ্গাইলের ঘটনা উলেখ করা যায়, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার চন্দবাড়ি গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্যরা এখন আওয়ামী সন্ত্রাস ও চাঁদাবাজের হাতে জিম্মি। সরকারি দলের প্রতাপে নানা অত্যাচার-নির্যাতনের পর সংখ্যালঘুদের গ্রামছাড়া করার পাঁয়তারা চালানো হচ্ছে। সংখ্যালঘু পরিবারের সদস্যরা গত রোববার সন্ধ্যায় দলবেঁধে থানায় হাজির হয়ে জানমালের নিরাপত্তা চেয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ করেন। গ্রামের সংখ্যালঘু নেতা রঙ্গলাল চন্দ্র পাল অভিযোগ করেন, সরকারি দলের দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে ভাঙচুর, লুটপাট ও মারধর করা হয়। গত শনিবার সন্ত্রাসীরা পাড়ায় চড়াও হয়ে ৫০ হাজার টাকা দাবি করে। ১০ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে বৌ-ঝিদের উঠিয়ে নিয়ে সবাইকে গ্রামছাড়া করার হুমকি দেয়া হয়। টাঙ্গাইলের ঘটনা তো একটি উদাহরণ মাত্র। সরকার ও প্রশাসনের প্রশ্রয়ে ক্ষমতাসীন দলের লোকজন সংখ্যালঘুসহ সাধারণ নাগরিকদের উপর একের পর এক জুলুম-নির্যাতন ও হামলা চালালেও তাদের বিরচদ্ধে কোনো আইনী পদক্ষেপ নেয়া হয়নি। বরং অনেক ক্ষেত্রেই তাদের অপকর্মের দায়ভার জামায়াত-শিবিরের উপর চাপানোর চেষ্টা করা হয়। এমনি এক ঘটনার সৃষ্টি হয়েছে সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ আহমেদের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে। মৃত্যুর ঘটনার পরপরই দায়ী করা হলো জামায়াতে ইসলামী ও সাবেক আমীর গোলাম আযমকে। ট্রাইব্যুনালে আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তার ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অথচ আহমেদ মিরাজের সুরতহাল রিপোর্টে নারীঘটিত বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর র্যাথব-পুলিশ এখনও চারটি কারণ সামনে রেখে হত্যাকান্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় কত সহজেই না জামায়াতকে আবার নন্দঘোষ বানাবার প্রচেষ্টা চালানো হলো। একশ্রেণীর মিডিয়া ঘটনাটিকে ফেনানোর চেষ্টা করলো। ঘটনাকে ফেনানো যেতে পারে কিন্তু তাতে কখনো সত্য প্রতিষ্ঠিত হয় না। ‘যত দোষ নন্দ ঘোষ’ এর যে সংস্কৃতি দেশে এখন অটুট রয়েছে, তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে। এর বড় প্রমাণ নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যাকান্ড। নারায়ণগঞ্জে রাজনীতিক, ব্যবসায়ী, সংস্কৃতিসেবীসহ সব মহল তানভীর হত্যাকান্ডের জন্য নারায়ণগঞ্জের একটি বিশেষ রাজনৈতিক পরিবারের প্রতি অভিযোগের আঙ্গুল তুললেও প্রশাসন সেপথে হাঁটছে না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে পুলিশ ও র্যাপব জানায়, উপরের নির্দেশ ছাড়া এ পরিবারকে সন্দেহের তালিকায় আনা সম্ভব নয়। উলেখ্য যে, নিহত তানভীরের বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাবিব সরকারি দলের সংসদ সারাহ বেগম কবরীসহ জেলার গুরচত্বপূর্ণ অনেক ব্যক্তিদেরই ধারণা, নারায়ণগঞ্জের একটি বিশেষ পরিবার এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত। বিষয়টি তারা পুলিশ-র্যা বকেও জানিয়েছেন। কিন্তু এই পরিবারের কর্তারা প্রভাবশালী দলের রাজনীতিক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ের ইশারা ছাড়া পরিবারটিকে সন্দেহের তালিকায় আনতে পারছে না প্রশাসন। অতএব সংখ্যালঘু নির্যাতন কিংবা কোনো নাগরিকের হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত দোষীদের বিরচদ্ধে ব্যবস্থা গ্রহণে যখন ক্ষমতাসীনদের রাজনীতি বাধা হয়ে দাঁড়ায় তখন তো জনগণকে বুঝ দেয়ার অন্য পুলিশকে কিছু একটা করতে হয়, সরকারকেও কিছু একটা বলতে হয়। এসব আচরণে জনমনে ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ কিংবা ‘যত দোষ নন্দঘোষ’ প্রবাদ বাক্যগুলোই জেগে ওঠে। এমন পরিস্থিতি জাতির জন্য খুবই দুঃখজনক। কারণ প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীদের বিচার না হলে তারা যেমন বেপরোয়া হয়ে ওঠে, তেমনি নির্দোষ মানুষের উপর দোষ চাপানোর কারণে তারাও হয়ে ওঠে ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে সাথে মজলুম মানুষের ক্ষোভ-বিক্ষোভের মাত্রাও যায় বেড়ে। অনাকাঙিক্ষত এমন অবস্থায় কোনো দেশ শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছতে পারে না। বিষয়টি সংশ্লিষ্ট সবাই উপলব্ধি করলেই মঙ্গল।
'আমার মনে হয় আবার ক্ষমতায় গেলে তিনি নতুন ভবন খুলে মানুষ হত্যা করবেন, মা-বোনের ইজ্জত নিয়ে দেশকে নতুনভাবে ধ্বংস করবেন' বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাছিনার এই উক্তি কি আপনি শালীন মনে করেন ?
FIND US on FB
জনপ্রিয় লেখাসমুহ
-
আবার সেই লগি-বইঠার হুংকার !!! দেশবাসী সাবধান !!! জালিমরা আবার রক্ত পিয়াসের মরন নেশায় নেমেছ । বাচতে হলে হয় প্রতিরোধ করুন জীবনের তরে না...
-
দেশজুড়ে শিক্ষাঙ্গনে অপ্রতিরোধ্য সন্ত্রাস কায়েম করেছে ছাত্রলীগ। নিয়োগবাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারীর শ্লীলতাহানিসহ পাবলিক ...
-
* যৌথ বিনিয়োগের বিষয়টি আমি জানি না-নৌ-পরিবহন মন্ত্রী * এ ধরনের বিনিয়োগ সম্পর্কে বোর্ড কিছু জানে না -বিনিয়োগ বোর্ড নির্বাহী * এই ঘটনা স...
-
ধূমকেতু : ’৯১-এ ক্ষমতায় আসার পর মেয়াদ শেষে ’৯৬ সালে বিএনপি তার সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগসহ অন্য...
-
বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। আগস্ট ১৫, ১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই...
-
দু’টি চাঞ্চল্যকর খবর ক্ষণিকের জন্য গণমাধ্যম তোলপাড় করে দেশ ও জাতির স্মৃতি থেকে দ্রুত মুছে যাচ্ছে বলে মনে হয়। খবর দু’টি হচ্ছে বাংলাদেশ থ...
-
বগুড়া শহরের প্রসিদ্ধ হোটেলের একটি আকবরিয়া গ্র্যান্ড হোটেল। ব্যবসার পাশাপাশি হোটেল কর্তৃপ ১০০ বছর ধরে রাতে ফ্রি খাবার দিয়ে মুসাফ...
-
আজ ১ সেপ্টেম্বর , ১৯৭৮ সালের এই দিনে জাতির মুক্তির লক্ষে স্বাধীনতা যুদ্ধের সুমহান ঘোষক , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা , সংবাদপত্রের স্...
-
“...আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যে বিজ্ঞানী - তা তো জানা ছিলো না!” [এবার থাকছে শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় কে নিয়ে ধারাবাহ...
-
বিসমিল্লাহির রাহমানির রাহিম জাতিসঙ্ঘের ৬৮তম সাধারণ অধিবেশনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরীণ সমস্যা জাতিসঙ্ঘে ট...
Ad
মোট পৃষ্ঠাদর্শন
প্রজন্মের ভবিষ্যত
Blogger দ্বারা পরিচালিত.
আমার অনুপ্রেরনা
জাতীয়তাবাদী শক্তির কান্ডারী
আমার সম্পর্কে
পুরানো যত লেখা
-
►
2016
(170)
- ► সেপ্টেম্বর (8)
- ► ফেব্রুয়ারী (12)
-
►
2015
(299)
- ► সেপ্টেম্বর (21)
- ► ফেব্রুয়ারী (27)
-
►
2014
(654)
- ► সেপ্টেম্বর (37)
- ► ফেব্রুয়ারী (82)
-
▼
2013
(1305)
- ► সেপ্টেম্বর (107)
-
▼
মার্চ
(120)
- যে কারণে দেশ আজ চরম সঙ্কটে
- নাস্তিকতা এখন চরমপন্থার নাম
- এমন অভয় পতনের বড় কারণ হতে পারে
- অপরাধের বিচার ও শাহবাগ মঞ্চ
- রাজনীতির নতুন লাঠিয়াল
- বেগম জিয়ার বক্তব্য নিয়ে কুতর্ক
- ৭ মার্চের বিখ্যাত ভাষণ
- বাংলাদেশ আজ মৃত্যুপুরী : আপীল বিভাগের নিয়োগে জেষ...
- অর্থমন্ত্রীর মন্তব্য অর্থখাতকে ধ্বংস করার জন্য যথেষ্ট
- সর্বব্যাপী সর্বনাশের ঘণ্টা বাজছে
- সময়ের সাহসী কণ্ঠ
- আমরা আইন বুঝি না বলেই, আইনের দোহাই দিয়ে পার পেয়ে...
- বাংলাদেশকে ভারতের ইচ্ছাধীন রাষ্ট্রে পরিণত করে ফেলে...
- মিথ্যাকে সত্য বানানোর দক্ষতা
- আসলেই আমরা কি মুক্ত?
- স্বাধীনতাযুদ্ধ ও দেশ গড়ায় জিয়া
- সংলাপ ও রাষ্ট্রপতির খোয়াব
- অবিলম্বে বন্ধ করা হোক শাহবাগী নাট্যমঞ্চ
- জারদারি পারলেন, পারলেন না শেখ হাসিনা
- ইতিহাস বিকৃত করা ওদের বদ অভ্যাস
- সাপের দাঁতে বিষাক্ত মতা
- আইনানুগ ও মানবিক হতে বাধ্য
- পুলিশের গুলীতে নিহত সকল মত্যুর জন্য সরকারই দায়ী
- সব অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণ হলো না কেন?
- সম্ভাব্য তিন পরিণতি
- সাম্প্রতিক গণআন্দোলন ও কিছু কথা
- শিকড়বিহীন এক উন্মূল প্রজন্ম
- সাংবিধানিক মৌলিক অধিকার এবং বাস্তবতা
- মহান স্বাধীনতা দিবস
- স্বাধীনতার বর্ষপূর্তি ক্ষমতার উন্মাদনা ও জুলুম নির...
- সরকার রক্ষা কমিশন
- আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন ভয়াবহ রূপ নিয়েছে
- ক্ষমতায় থাকার জন্যে আর কত শহীদের রক্ত চাই ?
- মরে প্রমাণ করতে হলো তিনি দেশের রাষ্ট্রপতি
- রাষ্ট্রীয় ও সামাজিক সঙ্কটের কারণ
- এ কোন পরিণতির দিকে যাচ্ছি
- পদ্মা সেতু নিয়ে ঢেঁকুর আবারও
- সোনার ডিম দেয়া হাঁস জবাই করবেন না
- তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে
- তবে কি সঙ্ঘাত অনিবার্য?
- চলচ্ছক্তিহীন রতন দুই কিলোমিটার দূরে গিয়ে পুলিশকে ...
- গণতন্ত্র এখন ইনটেনসিভ কেয়ারে
- খালেদা জিয়ার ট্রাইব্যুনাল গঠনের হুঁশিয়ারি
- আইনের শাসন ও মানবাধিকারের শব যাত্রা
- অবিলম্বে সরকারি মিথ্যাচার বন্ধ হওয়া দরকার
- রাজনৈতিক অমীমাংসার সেই ‘ট্র্যাডিশন’ সমানে চলছে
- উদার গণতান্ত্রিক রাজনীতির বিকল্প নেই
- গণআন্দোলন গণবিস্ফোরণে পরিণত হতে পারে
- রাষ্ট্রঘাতী ষড়যন্ত্র
- বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি না
- এ কোন দেশে আমরা বাস করছি?
- বিজেপি লংমার্চ ও সাম্প্রতিককালে বাংলাদেশে সাম্প্রদ...
- দেশপ্রেমিক তরচণরা শাহবাগে যায়নি কারণ-
- ভারতের ভিসা এবং শাহবাগ চত্বর প্রসঙ্গ-
- ভক্তি বা বিদ্বেষের অন্ধত্ব নয়, চাই স্বচ্ছ মূল্যায়ন
- বাংলাদেশের হৃদয়ের রক্তক্ষরণ
- ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ
- হলুদ সাংবাদিকতার স্বর্ণযুগ
- বাংলাদেশের মুসলমানদের একটি ঈমানী পরীক্ষা
- নাস্তিক ব্লগারদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ ও প্রণব মুখ...
- সরকারকে হতে হয় জনমন পাঠক
- সংসদে দাঁড়িয়ে রাসূল সা: ও ইসলামের অবমাননা!
- মন্দিরে হামলা ও ত্বকির হত্যার জন্য জামায়াত দায়ী নয়
- পিতা-পুত্রের দ্বন্দ্বের কারণ আরও গভীরে
- রক্তসণাত বাংলাদেশ : গণহত্যা ও প্রহসনের বিচার
- তৌহিদি জনতার প্রতিরোধ
- ভারত আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে চায়
- শ্রেণি ও শক্তির নতুন বিন্যাস চলছে
- একজন সংশপ্তক! খোন্দকার দেলোয়ার হোসেন
- বন্দুকের নলে মানবাধিকার
- শাহবাগের সমাবেশ কোনমতেই তরচণদের নয়, নাস্তিকদের মঞ্চ
- মানবিক নিরাপত্তার চরম বিপর্যয়
- বেগম খালেদা জিয়ার সময়োচিত আহবান
- সঙ্ঘাতের গন্তব্য ও বাইরের চাপানো কৌশল
- সরকার কি ভয় দেখিয়ে জয় করতে চাইছে
- চলমান রাজনৈতিক সংকট
- ফ্যাসিবাদ নয়, গণতন্ত্র
- আপস না রাজপথ
- ‘গ্রেট ইন্ডিয়ান তামাশা’র শাহবাগ সংস্করণ
- সরকার দায় এড়াতে পারে না
- আলোচনার নতুন রঙ্গ
- যত দোষ নন্দঘোষ
- শাহবাগে অর্জন, শাহবাগ বর্জন
- বিদ্বেষ বিভক্তি স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ নয়
- শাহবাগে গণজাগরণ মঞ্চ না গণপ্রতারণা মঞ্চ
- ইসলাম আজ বিপন্ন
- আত্মসমালোচনা এখন জাতীয় জরুরী বিষয়
- মসজিদেও তালা লাগিয়েছে সরকার।
- নির্দয় মিডিয়া
- বিক্ষোভদ জনতা, বেপরোয়া পুলিশ ।
- নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীদের মিলনমেলা শাহবাগ গণ...
- শেখ হাসিনার নাম হবে ‘কারজাই’
- বাংলাদেশে ইসলাম আক্রান্ত
- খালেদা জিয়াকে কেন প্রণব মুখার্জির বিরুদ্ধে দাঁড় ...
- স্বাধীনতার পক্ষ -বিপক্ষ বিভাজন চক্রান্তের অন্তরালে
- পুলিশের দায়িত্ব
- বিশ্বাস ও সাংস্কৃতিক মূল্যবোধের লড়াই চলছে
- রাষ্ট্র ও নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্...
- রণ-উন্মাদনার জয়!
- এই গণহত্যারও বিচার হতে হবে
- ► ফেব্রুয়ারী (95)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন