শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যের সর্বত্র লুটপাট



এটা আর কোনো নতুন খবর নয় যে, দেশের ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রেই সরকারি দল নিজেদের দখল কায়েম করেছে। বেসরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও টিভি চ্যানেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও জাহাজ নির্মাণ পর্যন্ত এমন কোনো খাতের কথা বলা যাবে না, যেখানে ক্ষমতাসীনদের বাইরে অন্য কারো পক্ষে বিনিয়োগ ও ব্যবসা করা সম্ভব হচ্ছে। এ অবস্থা চলছে এবার আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই। লুটপাটের কারণে বিশেষ করে দেশের ব্যাংকিং সেক্টরের পরিস্থিতি এরই মধ্যে অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্টে জানা গেছে, কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে প্রতারণার মাধ্যমে একজন ব্যবসায়ী শুধু প্রাইম ব্যাংকের একটি শাখা থেকেই হাতিয়ে নিয়েছেন প্রায় ৪০৭ কোটি টাকা। এই লুটেরা ব্যবসায়ী তিন-চারটি অস্তিত্বহীন ভুয়া কোম্পানি ও কারখানার নামে ঋণ নিয়েছেন। প্রতারণায়ও রেকর্ড করেছেন ওই ব্যবসায়ী। কারখানাগুলোর উৎপাদন ক্ষমতার চাইতে তিন-চারগুণ বেশি পরিমাণে পণ্য রফতানি আয়ের কাগজপত্র দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অন্য অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কেও একই ধরনের তথ্য-পরিসংখ্যান রয়েছে রিপোর্টটিতে। সব ক্ষেত্রেই ভুয়া কাগজপত্রের আড়ালে লুট হয়ে গেছে বিপুল পরিমাণ টাকা। এ সবই সম্ভব হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতি, জোগসাজশ ও অবহেলার কারণে। মাঠ পর্যায়ে অনুসন্ধান না চালিয়ে এবং ব্যবসায়ীদের দেয়া তথ্য যাচাই না করে অফিসে বসেই ঋণ দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন কর্মকর্তারা। বলা বাহুল্য, অন্তরালের কারণ আসলে ঘুষের লেনদেন। পাশাপাশি রয়েছে রাজনৈতিক পরিচিতি। সরকারের গোপন নির্দেশনায় ক্ষমতাসীন দলের লোকজনের জন্য প্রতারণা ও লুণ্ঠনের দরজা খুলে দিয়েছে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো। সমঝোতা থাকায় ঋণ আদায়ের ব্যাপারেও তেমন চেষ্টা চালাচ্ছে না কোনো ব্যাংক। অথচ বিদেশী ব্যাংকগুলোতে কিন্তু অবস্থা তেমন নয়। কারণ, তারা সরকারের নির্দেশনাকে গুরুত্ব দেয় না। শুধু ব্যাংকিং সেক্টরে নয়, সাধারণভাবে ব্যবসা-বাণিজ্যের সব ক্ষেত্রেও ক্ষমতাসীন দলের লোকজনরাই দখল প্রতিষ্ঠা করে নিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মতো মহাজোটের শরীক নেতারাও বিভিন্ন খাতে চুটিয়ে ব্যবসা চালাচ্ছেন। এই প্রক্রিয়ায় কিছু কিছু খাতে ক্ষমতাসীনরা একচেটিয়া কর্তৃত্বও প্রতিষ্ঠা করে নিয়েছেন। যেমন- রেন্টাল ও কুইকরেন্টাল বিদ্যুতের সঙ্গে জড়িয়ে গেছে ডাকসাঁইটে একজন মন্ত্রীর নাম। তাকে বিদ্যুৎ খাতের ‘মহাজন' হিসেবে ডাকা হচ্ছে। তার পারিবারিক প্রতিষ্ঠান একাই হাসিল করেছে ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। তারা আবার এতটাই ক্ষমতাশালী যে, চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারলেও তেল ভর্তুকির টাকা আদায় করে নিচ্ছেন কড়ায়-গন্ডায়। ‘মহাজন'দের উদর পূর্তির জন্য সরকার একদিকে ৩২ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি গুণছে অন্যদিকে ভর্তুকির দোহাই দিয়ে তিন-চার মাস পরপর বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। এর ফলে লোডশেডিং-এর দাপটে নুইয়ে পড়া জনগণের নাভিশ্বাস উঠছে। একই অবস্থা চলছে ব্যাংকিং খাতেও। একাধিক মন্ত্রীসহ ক্ষমতাসীন দলের এমপি এবং অন্য নেতারা মিলে নয়টি ব্যাংকের লাইসেন্স বাগিয়েছেন। টেলিযোগাযোগ এবং জাহাজ নির্মাণের মতো খাতগুলোতেও ক্ষমতাসীনদেরই দৌড়ঝাঁপ চলছে। এজন্য তারা প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। রাতারাতি খুলে বসছেন নানা কাগুজে কোম্পানি। এসব কোম্পানিকেই লাইসেন্স দেয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যখন বলা যায়, ব্যবসা-বাণিজ্যের খাতগুলোতে ক্ষমতাসীনরা আসলে ডাকাতিই করে বেড়াচ্ছেন। এর ফলে ব্যাংকগুলোই শুধু নগদ অর্থের তীব্র সংকটে পড়েনি, দেশের ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতার সৃষ্টি হয়েছে। লুটেরাদের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সৎ ও সম্ভাবনাময় অন্য ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনেও তারা ঋণ পাচ্ছেন না। সে কারণে উৎপাদন থেকে রফতানি পর্যন্ত প্রতিটি পর্যায়ে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। অনেকের বিদেশী অর্ডার পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে, যার অশুভ প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতির ওপর। আয়ের পথ সংকুচিত হয়ে আসায় অনেক মালিককে শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে, বন্ধও হয়ে যাচ্ছে অনেক শিল্প-কারখানা। অথচ সততা থাকলে এ ধরনের পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব হতো। সম্ভব না হওয়ার কারণ সম্পর্কে আগেও বলা হয়েছে। প্রমাণিত সত্য হলো- সবকিছুর পেছনে রয়েছে সরকার। ক্ষমতাসীনদের নির্দেশনা রয়েছে বলেই জেনে-বুঝেও ব্যাংকগুলোকে ঋণ দিতে হচ্ছে। একই কারণে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষেও নিয়ন্ত্রণমূলক এবং সুফলপ্রসূ কোনো পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না। তার ওপর সেখানেও ক্ষমতাসীনদের প্রতিনিধিরা বসে রয়েছেন। সব মিলিয়েই সরকারি দলের লোকজনকে ঋণ দেয়ার নামে ব্যাংকগুলোর ভল্ট খালি করে ফেলা হচ্ছে।
লুটপাটের এই একটি বিষয়ে আওয়ামী লীগ সরকার অবশ্য স্বাধীনতার পর প্রাথমিক দিনগুলো থেকেই পারঙ্গমতা দেখিয়ে এসেছে। পার্থক্য হলো- সেবার নগদ অর্থ, পরিত্যক্ত শিল্প-কারখানা ও জায়গা-জমির পাশাপাশি রিলিফের মালামাল বেশি লুণ্ঠিত হয়েছিল। মাঝখানে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ চারদলীয় সরকারের প্রচেষ্টায় জাতীয় অর্থনীতির যথেষ্ট বিকাশ ঘটায় বর্তমানে দলটি শিল্প ও ব্যবসা-বাণিজ্যের দিকে নজর ফেলেছে। এখানেও উদ্দেশ্য তাদের লুটেপুটে খাওয়াই- জাতীয় শিল্প ও পুঁজির বিকাশ ঘটিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করা কিংবা শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো নয়। এ উদ্দেশ্যে আইনি-বেআইনি হেন পন্থা ও কৌশল নেই যার অবলম্বন তারা না করছেন। পত্রিকার রিপোর্টে জনাকয়েকের নাম উল্লেখ করা হলেও বাস্তব ক্ষেত্রে ক্ষমতাসীন দলের ক্ষুদে নেতা-কর্মীরা পর্যন্ত এই ‘লাভজনক কারবারে' জড়িয়ে পড়েছেন। বলার অপেক্ষা রাখে না, এমন অবস্থা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সমর্থন ছাড়া মোটেও সম্ভব নয়। এ সম্পর্কিত প্রমাণও অনেকই রয়েছে। যেমন- রেন্টাল ও কুইকরেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে শুরুতেই ‘ইনডেমনিটি' দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ করতে পারুক-না পারুক কোনো রেন্টালওয়ালার বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেয়া যাবে না। এ যেন সাত খুন মাফের মতো আয়োজন! চমৎকার এ সুযোগের ফাঁক গলিয়ে যথেচ্ছভাবে লুটেপুটে খাচ্ছেনও ‘মহাজন' সাহেবরা। জনগণের জিহবা বেরিয়ে এলেও এবং জাতীয় অর্থনীতির সর্বনাশ ঘটলেও সরকার এসব ‘মহাজন'কে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে উল্টো ঘাড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে। একই কথা অন্য সব খাতের বেলায়ও সমান সত্য। আমরা মনে করি, এভাবে চলতে দেয়া হলে স্বল্পসময়ের মধ্যে জাতীয় অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে। ২০২১ সাল কেন কোনোদিনই বাংলাদেশ কল্পিত মধ্যম আয়ের দেশ হতে পারবে না। আমরা তাই লুণ্ঠনকারীদের রাশ টেনে ধরার দাবি জানাই। সরকারের উচিত কেবলই ক্ষমতাসীনদের উদর ভরানোর পরিবর্তে জাতীয় স্বার্থ ও অর্থনীতির দিকে মনোযোগ দেয়া।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads