বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

****জন মতের চাবুক মজবুদ করে ধরুন**** ***ফেসিস্ট বাকশালীদের বিরুদ্ধে এখনই গর্জে উঠার সময়*** ==================================


ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ শাসক, সে যে-ই হোক না কেন, এটা দেশ ও জাতির জন্য দুঃস্বপ্ন! কিন্তু, দুঃস্বপ্ন কারো জীবনেই চিরস্থায়ী হয় না, একটা জাতির ইতিহাসে তো নয়-ই। অথিতে জনগন সম্মিলিত ভাবে আন্দোলনের মাধ্যমে দেশ কে রাহু মুক্ত করেছেন।কারন জনগনই পারেন একমাত্র সকল অপশাসনের সঠিক জবাব দিতে।জন মতের চাবুক মজবুদ রাখতে হবে মিথ্যা ক্ষোভের আবেশ ছড়ায়ে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নতুন কিছু নয়! এসব বর্ণচোরা শত্রুকে চিনতে পারাটাও আন্দোলনে জয়ী হবার অন্যতম শর্ত।-
দুর্বার আন্দোলনের কোন বিকল্প নাই বর্তমান নরপশুদেরকে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে উৎখাত করার জন্য।যে নির্বিঘ্নে দেশের মানুষ হত্যা গুম করার জন্য বাহিরে থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত কিলার আনে এবং এদের কে দিয়ে প্রতিনিয়ত হত্যা গুম চালিয়ে যাচ্ছে এবং ক্ষমতায় আসার পর একের পর এক রাস্ট্র বিরোধী চুক্তি করে চলেছে এই স্বদেশ বিরোধী বিদেশের তাবেদার সরকারকে বাংলাদেশের মানুষের উচিৎ তাদের সর্বশক্তি নিয়োগ করে ক্ষমতাচ্যূত করা।

এই নরপশুদেরকে পরাস্ত করার জন্য অতি দুর্বার আন্দোলনের কোন বিকল্প নাই। এখন গণভবন হবে আন্দলোনের মূল কেন্দ্রবিন্দু,আর এই আন্দোলনে জনগণকে সাথী ও সম্পৃক্ত করতে না পারলে বিজয়ের সম্ভাবনা ম্লান হয়ে যাবে।কারন ধূর্ত শত্রু শয়তান ফেসিস্টরা জনগণকে বিমুখ করার সকল ব্যবস্থাই করবে। আপোষহীন দেশ নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সঠিক নেতৃত্ব বিচক্ষনতার সাথে এসব বিষয় বিবেচনায় রেখেই অগ্রসর হবেন!এখন দেশ জাতিকে ফেসিস্ট বাকশালীদর করালগ্রাস থেকে মুক্ত করতে হলে এক দফার আন্দলোনের বিকল্প নাই।
 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads