রবিবার, ২২ এপ্রিল, ২০১২

দেখুন আওয়ামী বর্বরতার নগ্ন চিত্র।


ওপরের ছবিতে রশিতে ঝুলিয়ে যাকে পেটানো হচ্ছে তিনি খুলনা সিটি কলেজের সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক টিটো। বামে দু’জন কনস্টেবল টিটোকে বাঁধা রশি টেনে ধরে আছেন। টিটোর ডানে দাঁড়ানো খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। থেমে থেমে টিটোকে পিটিয়ে তথ্য আদায়ের চেষ্টা করছেন তিনি। তার পেছনে চোখ বাঁধা অবস্থায় দাঁড়ানো বিএনপির আরেক কর্মী। রোববার বিএনপির হরতাল চলাকালে পিকেটিংয়ে অংশ নেওয়ার অপরাধে টিটোকে আটক করে খুলনা সদর থানার ভেতরে এনে তার ওপর এভাবেই নির্যাতন চালান ওসি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=9eb182a2d7a51ba6f14f5cce7b36a76e&nttl=2204201210598

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads