বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

জননেতা এম,ইলিয়াস আলীর গুমের ঘটনায় প্রকাশকের তীব্র ক্ষোভ ও উদ্বেগ ।

স্বৈরাচার বিরোধী গনতান্রিক ছাত্র আন্দোলনের প্রাণ পুরুষ ,জাতীয়তাবাদী শক্তির সূর্য সৈনিক ,আওয়ামী বাশালীদের কাছে মূর্তমান আতংক,রাজপথের সাহসী যোদ্ধা,সিলেটের মানুষের প্রানের স্পন্দন সাবেক সংসদ সদস্য এম,ইলিয়াস আলীকে বাকশালী সরকারের পেটুয়া বাহিনী দ্বারা গুমের ঘটনায় নিন্দা,ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।উদিয়মান ছাত্রনেতা ইফতেখার আহমেদ দিনার ও ইলিয়াস আলীর গুমের ঘটনা একই সুত্রে গাঁথা ।
এই নিন্দনীয় মানবতা বিরোধী ন্যাকারজনক ঘটনার মধ্য দিয়ে হাছিনা তার পিতার স্বৈরাচারী ও মানবতা বিরোধী আচারনকে আবার জাতীর সামনে তুলে ধরলো। ৭২-৭৫ সাল পর্যন্ত শেখ মুজিব যেভাবে ক্ষমতার দম্ভে হাজার হাজার ভিন্নমতের মানুষকে গুম ,হত্যা নির্যাতন চালিয়ে তার ক্ষমতা চিরস্থায়ী করার অপচেস্টা করেও বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি তেমনি তার কন্যা হাছিনাও পারবেনা,কারন গন্ততন্র প্রিয় এদেশের মানুষের উপর কোন স্বৈরশাসকই তার স্বৈরতান্ত্রিক আচারন চাপিয়ে দিতে পারেনি বা মানুষ তা গ্রহন করেনি ইতিহাস তাই বলে । ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শেখ হাচিনা অবিলম্বে দিনার , এম ইলিয়াস আলী সহ সকল গুম হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি ও হত্যার স্বীকার বাক্তিদের দ্রুত বিচার না করলে দেশে ও দেশের বাইরে এই খুনি সরকারের বিরুদ্ধে দুর্বার গন আন্দোলন গড়ে তুলে হাছিনার এই বর্বর শাসনের পতন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ।     

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads