by Abdul Aziz on Monday, 9 April 2012 at 11:28 ·
উত্তেজনাপূর্ণ তথ্য:সৌদি কুটনৈতিক খালফ বিন মোহাম্মদ সালেম আল আলী[৪৫],০৫মার্চ ঢাকা কূটনৈতিক পাড়া নামে পরিচিত গুলশান তার বাসা থেকে ৩০ মিটার দুরে লাশ পাওয়া যায়। তার বুকে বুলেটের ক্ষত ছিল,এবং তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ীর নিরাপত্তা রক্ষী, রিপোর্টার জানান খালফ আল আলী রাতে একটা বাইসাইকেল দ্বারা বাসার চারপাশে ঘোরাঘুরি করতেন, কিন্তু যে রাতে তিনিকে হত্যা করা হয় সি দিন তিনি গিয়েছিলেন বাহিরে পায়ে হেটে। অপরাধের দৃশ্য কাছাকাছি নিরাপত্তা রক্ষিবাহিনীরা দেখেছেন তারা একটি গুলির শব্দ শোনেন এবং একটি সাদা-রংগের গাড়ী দ্রুত পলায়ন করতে তারা দেখেন।
ঢাকায় অপরাধ বিশেষজ্ঞরা বলেন এ হত্যাকান্ড কোনো পেশাদারী খুনিরা করেছে বলে তারা নিশ্চিত আছেন বলে বিশেষজ্ঞরা বলেন, যেখানে কূটনীতিক মৃত দেহ পাওয়া গেছে সে খানে কোন রক্ত দাগ পাওয়া যায়নি কূটনীতিক কে অন্য জায়গায় হত্যা করা হয়েছে এবং পরে তার মৃত দেহ তার বাসস্থানের কাছাকাছি রাখা হয়েছে এটা ধরে নেয়া হয়. তবে, বাংলাদেশের পুলিশ নিশ্চিত করেছে যে হত্যা ছিল "পূর্ব পরিকল্পিত" এবং পেশাদার খুনীদের দ্ধারা এটি পরিচালিত হয়। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একজন কূটনীতিক রাজধানী শহরে হত্যা করা হয়েছে ।
বাংলাদেশে সৌদি কূটনীতিক হত্যাকান্ডকে নিম্নলিখিত, বর্তমানে সেখানে একটি বাস্তব সঙ্কট সৌদি আরবে দুই মিলিয়ন বাংলাদেশী শ্রমিক আছে যদি কোন এই জঘন্য হত্যা মামলা মধ্যে তদন্ত বাস্তব ফলাফল ছিল শুধু প্রতীক্ষা. এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশে যখন একটি সাংবাদিক দম্পতি খুন হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে হত্যাকারী সনাক্ত করতে ব্যর্থ. যদিও স্বরাষ্ট মন্ত্রী প্রথমে থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন কিন্তু আইন শৃংখলা বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ এই বিষয়ে অগ্রগতি কোন চিহ্ন দেখাতে পারেনি। অনেকের ধারনা যদি ঢাকায় সৌদি কূটনীতিক হত্যাকান্ডের কোন সরাহা না হয় ঢাকায় সৌদি কূটনীতিক হত্যাকান্ডকে কেঁন্দ্র করে যদি সৌদি কর্তৃপক্ষ ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে যায় এবং দুই মিলিয়ন বাংলাদেশী শ্রমিকদের বিতাড়িত করে এটা দেশ জাতির জন্য হবে ভীষণ দুর্ভাগ্য।
একটা আট সদস্য টিম সৌদি আরব থেকে ইতিমধ্যে বাংলাদেশ এসেছে খালাফ বিন মোহাম্মদ সালেম আল আলীর দুঃখজনক এবং নিষ্ঠুর হত্যা হত্যাকান্ডের তদন্তের অগ্রগতি জানতে ।
সুত্র মতে, একটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা ২০০৯ অক্টোবর থেকে ২০১০ পর্যন্ত ক্ষমতাসীন দলের সশস্ত্র ৭৫ জন ক্যডারকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ আনা হয় এবং কূটনৈতিক পাড়ার মধ্যে অবস্থিত"নিরাপদ আশ্রয়ে তাদের কে রাখা হয় তারা রাতের অন্ধকারে তাদের "অপারেশন মিশন"চালায় অপহরণ করে নিয়ে তাদের গোপন আস্হানায় হত্যাকাণ্ড ঘটিয়ে রাতের অন্ধকারে লাশ ফেলে দিয়ে আবার তারা সম্পূর্ণ নিরাপদ স্হানে চলে যায়। খালাফ বিন মোহাম্মদ সালেম আল আলী হত্যা রাতে, সৌদি কূটনীতিক যখন তিনি জামায়াতে ইসলামীর নেতার বাসভবন থেকে এসেছিল তখনই প্রাণনাশ স্কোয়াড কয়েক সদস্যরা একটি গাড়ী ভিতরে করে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে খুন করে পরে খুনীরা পুনরায় খালাফ বিন মোহাম্মদ সালেম আল আলী 'র মৃত দেহ তার বাসস্থানের কাছাকাছি একটি ডাম্প এর পাশে রেখে পালিয়ে.যায়। এখানে উল্লেখ করা যেতে পারে যে, এমনকি বাংলাদেশী বিস্ময় প্রকাশ করেন যেখানে সৌদি কূটনীতিক এর মৃত দেহ উদ্ধার করা হয় সেখানে রক্তের কোন দাগ পাওয়া যায় নাই একটি ভিন্ন স্থানে হত্যা করে লাশ এখানে রাখা হয়েছে একই সংবেদনশীল গোয়েন্দা সংস্থা এর নির্দেশ মত কাজ হয়েছে তবে সৌদি কর্তৃপক্ষ জিজ্ঞাসা যেখানে তাদের কূটনীতিককের মৃত দেহ ডাম্পে রাখা বা লাশ সনাক্ত করা হয়েছিল সেখানে কোন রক্ত পাওয়া যায় নাই।
সুত্র বলেন, ক্ষমতাসীন দল প্রশিক্ষিত ক্যাডার অপহরণ এবং গোপন হত্যাকাণ্ডের মিশনে নিয়মিত অংশগ্রহণ করে আবার তাদের নিরাপদ আশ্রয়ে চলে যায়।যা ইতিমধ্যে সম্প্রতি এই ধরনের ঘটনা জনগনের মধ্যে ভীতির কারন হয়েছে। সৌদি তদন্ত দল বলেন অত্যন্ত দক্ষ পেশাজীবীদের বাংলাদেশী থেকে সহায়তা এবং সেইসাথে আন্তর্জাতিক তদন্ত এবং ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের কূটনীতিক হত্যাকান্ডের পিছনে করা জড়িত এই রহস্য জানার জন্য চাওয়া হবে. যদি এই তদন্তের সময়, বিভিন্ন বিষয় সক্রিয় সত্য হতে পারে, সৌদি আরব, অবস্হানরত দুই মিলিয়ন বাংলাদেশী শ্রমিকদের ভবিষ্যতে সৌদি সরকার অত্যন্ত কঠোর ব্যবস্থা নিবে।
Sensational information regarding Khalaf bin Mohammed Salem al-Ali [45], the diplomat with the Embassy of the Kingdom of Saudi Arabia, who was gunned down by unidentified miscreants during late hours of March 5, 2012 in the capital city of Bangladesh, has reached Weekly Blitz investigative journalists. It may be mentioned here that, shortly after midnight, Khalaf bin Mohammed Salem al-Ali was found 30 metres from his home in Dhaka's diplomatic enclave named Gulshan. He had bullet wounds to his chest and was taken to a hospital. A security guard at his home, told reporter al-Ali used to roam around by a bicycle at night but he went outside on foot on the night he was murdered. Two other security guards near the crime scene told reporters they heard one gunshot and found al-Ali lying on the street, while one of the security guards saw a white-color car speedily fleeing the spot right after the gun shot were heard. Crime experts in Dhaka have opined that the murder might have been committed by any professional killer. Investigators said there was no blood stain at the place where dead body of the diplomat was found. It is apprehended by them that the diplomat might have been killed at another place and later his dead body might have been thrown near to his residence. However, Bangladeshi police confirmed that the murder was "pre-planned" and professional killers were used in it. This is the first time in the history of Bangladesh that a diplomat has been murdered in the capital city. It may be mentioned here that last year, the US government accused Iranian agents of being part of a foiled plot to kill Saudi Arabia's ambassador to the US, and Israel has accused Iran of attacks or attempted attacks on its diplomats in India, Thailand and Georgia this year. Iran has denied all of the accusations. In May 2011, gunmen in Karachi, Pakistan, killed a Saudi diplomat. Iranian embassy in Dhaka is also suspected for the murder of Khalaf bin Mohammed Salem al-Ali, as it had already been accused a number of times for killing Saudi diplomats as well as attacking diplomats from Israel, Saudi Arabia and other nations.
Following the murder of the Saudi diplomat in Bangladesh, there is now apprehension of beginning of a real crisis centering two million Bangladeshi workers in Saudi Arabia, if there was no real result in the investigation into this heinous murder case. It may be mentioned here that, Bangladeshi authorities failed to identify the killers when a journalist couple were slaughtered in Dhaka few weeks back. Though the home minister initially promised to unearth the mystery and nab the culprits within 48 hours, members of the law enforcing agencies completely failed in showing any sign of progress in this regard. It is feared by many that if the same thing will happen centering murder of the Saudi diplomat in Dhaka, it will welcome a dire consequence for the nation, if the Saudi authorities will become offended and annoyed and expel all the two million plus Bangladeshi workers from that country.
While a eight-member probe team from the Kingdom of Saudi Arabia is already Bangladesh to investigate the murder of Khalaf bin Mohammed Salem al-Ali, there is exploding scoop on the untold facts of this tragic and brutal murder, which lately came to Weekly Blitz from a number of sources. According to the information, the Saudi diplomat Khalaf bin Mohammed Salem al-Ali was regularly meeting various leaders of Bangladesh Jamaat-e-Islami as well as some of the front ranking leaders of Bangladesh Nationalist Party during late hours of the days secretly, which came into the attention of a sensitive intelligence agency of the country. It was apprehended by that intelligence agency Khalaf bin Mohammed Salem al-Ali was "extending assistance to Bangladesh Jamaat-e-Islami" in particular in helping it from overcoming the crisis situation of elimination from Bangladeshi politics. It may be mentioned here that, Bangladesh Awami League led government is actively considering banning Bangladesh Jamaat-e-Islami, which may happen anytime.
According to the scoop, the intelligence agency of a neighboring country trained at least 75 nefarious armed cadres of the ruling party during October 2009 to June 2010. Since their return to Bangladesh, these cadres are provided "safe shelter" inside a couple of houses in Dhaka, which are located within the diplomatic enclaves. They go out with "operation mission" during dark hours and return to the safe shelters on completions of such mission, which includes abduction as well as secret killing. On the night of the murder of Khalaf bin Mohammed Salem al-Ali, the Saudi diplomat was stopped on road when he came out from the residence of a Jamaat-e-Islami leader by few members of the killing squad. He was pulled inside a car and taken inside one of the safe shelters, where he was murdered. Later the killers re-loaded Khalaf bin Mohammed Salem al-Ali's dead body and dumped it near his residence and fled the spot. It may be mentioned here that, even Bangladeshi investigators expressed surprise seeing no blood stain within the spot, where the Saudi diplomat's dead body was recovered. Few of them though already told media that the murder might have been taken place at a different place and the dead body dumped on the roadside, such statements were reportedly stopped at the instruction of the same sensitive intelligence agency. But the Saudi authorities have also become curious to identify the reason of seeing no blood stain, where the dead body of their diplomat was dumped.
The source said the trained cadres of the ruling party are taking part in regular mission of abduction and secret killing, which already has resulted in alarming rise in such incidents in the recent days. It said, the Saudi investigation team, comprising highly skilled professionals will seek assistance from Bangladeshi as well as international investigation and forensic experts in unearthing this mystery behind murder of their diplomat. If during this investigation, the topic of scoop turns true, there will be very stern action by the government of the Kingdom of Saudi Arabia, which will put the future of two plus million Bangladeshi workers there into uncertainty.
সূত্রঃ http://www.weeklyblitz.net/2223/saudi-diplomat-murder-mystery-exposed
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন