বাংলাদেশের জন্য চরম অবমাননাকর
ঢাকায় বসে ফালানী সম্পর্কে এই অভাবনীয় মন্তব্য বাংলাদেশের মানুষের প্রতি ভারতের চরম অবজ্ঞা ও হৃদয়হীনতার একটি নমুনা মাত্র। প্রকৃতপক্ষে ভারতের পররাষ্ট্রসচিব এই মন্তব্য করে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের প্রতিনিয়ত হত্যার বিষয়টি উড়িয়ে দেয়ার চেষ্টা করছেন। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়গুলো ভারতের জন্য কোনো গুরুত্বপূর্ণ নয়Ñ এমন ধারণাই তিনি দিতে চেয়েছেন। বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যার জন্য ভারতের যেখানে ক্ষমা চাওয়া উচিত, সেখানে সে দেশের পররাষ্ট্রসচিব ‘কিছুই জানি না’ বলে বাংলাদেশের জনগণকে অবমাননা করেছেন। এমনকি একই সাথে তিনি ফালানী হত্যাকাণ্ডকেও বৈধতা দেয়ার চেষ্টা করেছেন।
ফালানী হত্যাকাণ্ড সম্পর্কে ভারতের পররাষ্ট্রসচিব ‘জানি না’ বললেও বাংলাদেশের মানুষের কাছে ফালানী ভারতের নির্মমতার প্রতীক। ভারতকে যেভাবেই বন্ধু হিসেবে ক্ষমতাসীনেরা তুলে ধরুক না কেন, প্রকৃতপক্ষে ফালানী দুই দেশের সম্পর্কের একটি মানদণ্ড হয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ ভারতের বন্ধুত্বের নমুনা খোঁজে ফালানীর ঝুলন্ত লাশের ছবির দিকে তাকিয়ে। রঞ্জন মাথাইয়ের এই মন্তব্য প্রমাণ করে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন সমমর্যাদার-পর্যায়ে নেই। বাংলাদেশকে তারা একটি অনুগত রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে। আমরা মনে করি, ভারতের পররাষ্ট্রসচিবের এ ধরনের দায়িত্বহীন বক্তব্য নিন্দনীয়। বাংলাদেশ সরকারের উচিত জাতির পক্ষ থেকে অবিলম্বে তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন