মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

❑ বাংলাদেশ দূতাবাসের ফ্যাক্স বার্তা ফাঁসঃ সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অংশ নিয়েছিল ভারতের সশস্ত্র বাহিনী!-

❑ বাংলাদেশ দূতাবাসের ফ্যাক্স বার্তা ফাঁসঃ সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অংশ নিয়েছিল ভারতের সশস্ত্র বাহিনী!
-------------------------------------------------------------------------------------
ইন্টারনেটে একটি ফাইল শেয়ারিং সাইটে পাওয়া গেছে বাংলাদেশ সরকার কর্তৃক ভারত সরকারের কাছে পাঠানো সাতক্ষিরায় সন্ত্রাস দমনে ফোর্স পাঠানোর অনুরোধ জানিয়ে পাঠানো অফিসিয়াল ফ্যাক্স বার্তা। তবে কে বা কারা এই গোপন ডকুমেন্টগুলো আপলোড করেছে সে ব্যপারে গোপনীয়তা রক্ষা করা হয়েছে।
২ পেইজের ফ্যাক্স বার্তাটি ভারতের হাইকমিশনে পাঠানো হয়। প্রথম ছবি দুইটি মূল ফ্যাক্স বার্তার। ৩য় ছবিটি ফ্যাক্স বার্তা ফরওয়ার্ড কপির স্ক্রিণশট। ৬ নভেম্বর ঢাকা থেকে দিল্লীতে পাঠানো ঐ মূল ফ্যাক্স বার্তার সাবজেক্ট হলোঃ

❑ Militery Aid From India and Deployment at Satkhira
(সাতক্ষীরায় ভারত হতে সামরিক সাহায্য গ্রহন এবং প্রয়োগ)

ব্রেগেডিয়ার জেনারাল নূর মোঃ নূর ইসলামের, পিএসসি জি(প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ হাই কমিশন দিল্লি) পত্র মোতাবেক তারিখ ৪/১১/২০১৩ দয়া করে মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স(MOFA) এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) প্রদত্ত সংযুক্ত তথ্যাবলী খুজে নিন (৪নং পয়েন্টে)।

[**৪ নং পয়েন্টে যে সমস্ত এলাকায় সামরিক অভিযান হবে সেগুলো বলা হয়েছেঃ (১ম ছবিতে দেখুন)]
১. শ্যামনগর উপজেলা
২. দেবহাটা উপজেলা
৩.আশাশুলী উপজেলা
৪.কলারোয়া উপজেলা
৫.সাতক্ষীরা সদর উপজেলা
আপনার কাজ হলো এই ব্যপারটি গুরুত্ব সহকারে নেওয়া । যথাযথ কর্তৃপক্ষের পর্যালোচনা শেষে আমাদের কাছে জবাব পাথানো ১৫/১১/২০১৩ এর আগেই।
বিনীত
তৌফিক ইসলাম শতীল
সিনিয়র এসিস্টেন্ট সেক্রেটারী(ই এ এন্ড পি)
মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা
ফোনঃ ০১৭৫৮-৭২৬৪৬৩
********** END ***********

❑ ২য় পেইজটিতে দেখা যায় দুইজন সচিব এই ফ্যাক্স বার্তার মেসেজ ফরোয়ার্ড করেছেনঃ

প্রিয় জনাব,
দয়া করে পত্রটি নিবেন যেটি ৪/১১/২০১৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশে লিখা হয়েছে। যদিও এটি লেখা হয়েছে ফ্যাক্স মেসেজ হিসেবে জনাব সুজিত ঘোষ এর বরাবর(কাউন্সিলর অফ পলিটিক্যাল এন্ড ইনফরমেশন, ঢাকা্র ভারতীয় দূতাবাস), কিন্তু এটি দিল্লিতে পৌছাবে।এটি হলো প্রধানমন্ত্রীর কার্যালয়/ মেজর জেনারেল(অবঃ)তারেক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকে প্রদত্ত আদেশ।
নিবেদকঃ
তৌফিক ইসলাম শতীল
সিনিয়র এসিস্টেন্ট সেক্রেটারী(ই এ এন্ড পি)
মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা
সেগুন বাগিচা ঢাকা ১০০০
বাংলাদেশ।
ফোনঃ ০১৭৫৮-৭২৬৪৬৩
ইমেইলঃ toufiq.shatill@mofa.gov.bd
------------------------
মোঃ হাসান আব্দুল্লাহ তৌহিদ
সহকারী সেক্রেটারী
ইস্ট এশিয়া এন্ড প্যাসিফিক উইং
মিনিস্ট্রি অফ ফরেইন এফ্যায়ার্স ঢাকা
সেগুন বাগিচা ঢাকা ১০০০
বাংলাদেশ
ফোনঃ ০১৭৫৫-৫৯১৬৯৫
ইমেইলঃ hasan.towhid@mofa.gov.bd




0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads