শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

একটি কলঙ্কিত ২৮ অক্টোবর ও লগি-বৈঠার নৃশংসতা


বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি চিরকাল কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে, তা হচ্ছে ২৮ অক্টোবর ২০০৬ সাল। চারদলীয় জোটের মতা হস্তান্তরের প্রাক্কালে বর্তমান সরকারের কর্মী বাহিনী লগি-বৈঠা দিয়ে পল্টনের রাজপথে নিরীহ মানুষকে হত্যা করেছে। এরা শুধু হত্যা করেই তৃপ্ত হতে পারেনি বিধায় লাশের ওপর নৃত্য পর্যন্ত করেছে। আর তা দেখে বিস্মিত হয়েছিল দেশবাসী। সেই দিনের সে দৃশ্য আজো মনে হলে মনের অজান্তেই গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সেই দিনের আকাশে রোদ্রের তীব্রতা না থাকলেও মানুষরূপী নরপশুদের হত্যার তীব্রতা ছিল প্রখর। ইতিহাসকে কেউ উল্টো পথে পরিচালিত করতে পারে না বলেই ইতিহাস বারবার ফিরে আসে। কিন্তু ইতিহাস থেকে কেউ শিা নেয় না বলেই ইতিহাস কাউকে মা করে না। নদী মরে গেলেও নদী পথের রেখাকে যেমন কেউ মুছে দিতে পারে না, তেমনি অপরাধের শাস্তি থেকে কখনো অপরাধীরা রেহাই পায় না। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। আর সে জন্যই প্রতিপকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে লগি-বৈঠা দিয়ে মোকাবেলা করে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে কলঙ্কিত করে দিয়েছিল। সে কলঙ্কের দাগ আজো মুছে যায়নি। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, তখন গণতন্ত্র বলে কোনো শব্দকে তারা গ্রহণ করতে পারে না। আবার যখন মতায় আসীন হয় তখন শুধু বৃক্ততা আর বিবৃতির মধ্যেই তাদের গণতন্ত্র সীমিত হয়ে যায়। এই দু-মুখী চরিত্রের দ্বৈতনীতি জাতিকে আর কতকাল সইতে হবে। সেই দিনের পৈশাচিক নারকীয় হামলা ছিল পূর্বপরিকল্পিত। এর ফলে আওয়ামী লীগের কর্মীবাহিনী লগি-বৈঠা নিয়ে রাজপথে নেমে আসে। যখন দেখি রাজনীতির জন্য একটি দল তার কর্মী বাহিনীকে সন্ত্রাসী তৎপরতায় উসকে দিতে একটুও কুণ্ঠাবোধ করে না, তখন খুবই দুঃখ লাগে। আর ভাবতে অবাক লাগে! এভাবে কেউ প্রতিপরে নিরীহ মানুষদের ওপর আঘাত করতে পারে, তা বিবেক দিয়ে কল্পনা করাও অসম্ভব। পল্টনের পিচ ঢালা কালো রাজপথ সেদিন লগি-বৈঠার নিষ্ঠুর আঘাতে আঘাতে রক্তে রাঙা রাজপথে পরিণত হয়েছিল। মিডিয়ার সুবাদে সে নির্মম হত্যার দৃশ্য দেশ তথা বিশ্বের অগণিত মানুষ দেখেছে। পৃথিবীর বহু দেশে যুদ্ধ হয় সঙ্ঘাত হয়, তাতে কোনো সন্দেহ নেই; কিন্তু ২৮ অক্টোবরের মতো এমন নৃশংসতা আর কোথাও ঘটেছে বলে মনে হয় না। সেই দিনের নৃশংসতা কেড়ে নিয়েছিল আমাদের সম্ভাবনাময় কয়েকটি তাজা প্রাণ। ২৮ অক্টোবর বারবারই আসে বছর ঘোরে, শুধু আসে না ফয়সাল, জসিম, মুজাহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া শিপন ও সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম। তাদের কি অপরাধ ছিল? তাদের স্বজনেরা আজো সে প্রশ্নের উত্তরের অপোর দিন গুনছে। শুধু রাজনৈতিক আদর্শের কারণে তাদের অকালে চলে যেতে হলো না-ফেরার দেশে। তাদের স্বজনেরা আজো খুনিদের বিচার দেখার প্রত্যাশায় দিন গুনছেন। স্বজনহারানোর ব্যথা কষ্ট ভুক্তভোগী পরিবার ছাড়া কেউ তা অনুভব করতে পারে না। একটি সভ্য সমাজে অথবা গণতান্ত্রিক দেশে বিভিন্ন দল, মত থাকবেÑ এটিই তো স্বাভাবিক! কিন্তু তাই বলে প্রতিপরে মানুষ এভাবে লগি-বৈঠা দিয়ে হত্যা করতে পারে, তা ভাবতে অবাক লাগে। আওয়ামী লীগ ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে যে নির্মমতার ইতিহাস দেশে স্থাপন করেছিল, সে দৃশ্য দেখে যেকোনো বিবেকবান মানুষের গা শুধু শিউরেই ওঠে না, অস্থির করে তোলে। মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। লগি-বৈঠা দিয়ে যখন একের পর এক আঘাত করা হলো মাথায়, চোয়ালে, বুকে, পেটে। আক্রান্ত অবস্থায় বারবার এরা ওঠে দাঁড়ানোর চেষ্টা করেছে, বসার চেষ্টা করেছে কিন্তু একটির পর একটি আঘাত তাদের দেহকে নিস্তেজ করে দিয়েছিল ঘাতক খুনিরা। রক্তে লাল হয়ে গিয়েছিল তাদের দেহ ও পল্টনের রাজপথ তবু তাদের হামলা চলতেই থাকল। এ কী বীভৎসতা! সে দৃশ্য দেখার পর চোখের সামনে ভেসে এসেছিল। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার উন্মুক্ত জায়গায় কাউকে পেলেই জীবন কেড়ে নেয় ঠিকই, কিন্তু লাশের ওপর উঠে নৃত্য করার মতো সাহস করে না। কত গভীর নির্মমতা! যারা এই বর্বর হামলা করল তারা কি কোনো মায়ের পেটের সন্তান নন? তারা কি তাদের মাকে মা বলে ডাকে না? তাদের বোনেরা কি তাদের ভাইদের ভাইয়া বলে সম্বোধন করে না। যদি করেই থাকে, তা হলে তারা কি করে এ অমানবিক হামলা করে ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষদের খুন করতে পারল। তাদের হত্যাকারীদের হত্যা করে প্রতিশোধ নেয়ার জিঘাংসার রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আমরা চাই দেশের প্রচলিত আইনে হত্যাকারীদের শাস্তি হোক। সে শাস্তির রায় দেখে অপরাধীরা যেন শিা নিতে পারে। এ বিচার এত দেরি হচ্ছে কেন এটাই আমাদের প্রশ্ন? রাজনীতির জন্য আর কোনো মানুষের প্রাণ যেন চলে না যায় না ফেরার দেশে এটাই প্রত্যাশা করছি সরকারের কাছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। র্ধম ও গণতন্ত্র একসাথে চলার মধ্যেই যে কল্যাণ, বিভিন্ন মুসলিম দেশের সাম্প্রতিক ঘটনাবলিই তার সাী। যারা ধর্মহীন গণতন্ত্রের কথা বলে বিভ্রান্তি ছড়ায় বা মৌলবাদের জুজুর ভয় দেখায় তাদের মতলবটা কী তা-ও আমাদের বিবেচনায় আনতে হবে। দেশে সংঘটিত ুদ্রাতিুদ্র ঘটনায় বাম ও সেকুলার বুদ্ধিজীবী ও মানবাধিকার নেতৃবৃন্দ বিবৃতির বহর খুলে টেলিভিশনে বক্তব্য দেন। টিভি চ্যানেলগুলো টকশোর মাধ্যমে মুখে ফেনা তুলে কত কথা বলেন, এমনকি বক্তব্যে প্রতিপকে ঘায়েল করার জন্য কত ডাহা মিথ্যা কথা বলেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু ২৮ অক্টোবরের ঘটনায় তাদের মুখ বা কলম থেকে দুঃখ প্রকাশ জনিত তেমন কোনো বক্তব্য আজো দেখা যায়নি। ধিক শত ধিক এসব সুশীল বাম ও সেকুলার বুদ্ধিজীবী নামধারী মানবতাবির্বজিত এসব জ্ঞানপাপীদের প্রতি। যারা নিজেদের বিবেককে পয়সার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দিয়ে ভিনদেশীয় গোলামি করাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে বেছে নিয়েছেন। আর যাই হোক তারা বিবেকবান মানুষ পদবাচ্যে বিবেচিত হতে পারে না।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads