সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

ফেসবুক চেনা সুখ অচেনা দুখ

বিজ্ঞান আমাদের কী না দিয়েছে! ইতোমধ্যেই আমাদের জীবনকে পাল্টে দিয়েছে বিজ্ঞান। প্রযুক্তি এনে দিয়েছে এমন অনেক সম্ভার, যা আমাদের পূর্বপুরুষেরা কল্পনাও করতে পারতেন না। নতুন নতুন যন্ত্রপাতি যেমনÑ সেলফোন, ইন্টারনেট, কম্পিউটার ছাড়া আধুনিক জীবন তো অচল! টরে টক্কা (টেলিগ্রাম) কবেই অক্কা পেয়েছে। ডাকঘর অনেকটা হাঁ-ঘর। নীল খাম রঙিন চিঠির দিন শেষ। পত্রমিতালির গীতালি আর নেই। গ্রামোফোন পড়ে আছে জাদুঘরের এক কোণে। যা-ই হোক, ওই সব ছোট ছোট অতীত বেয়েই যে আমাদের বর্তমানে পৌঁছানো। আসলে যুগ পাল্টায়। সময়ের ঝড়ে নতুন এসে পুরনোকে হটিয়ে দেয়। এটিই বোধ হয় জীবনের অভ্রান্ত সত্য। তবুও মনের কোণে কোথাও যেন একটা চোরা ব্যথা থেকে যায়। মনে পড়ে যায় যাযাবরের উপন্যাস দৃষ্টিপাতের সেই অমর বাক্যটিÑ ‘বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’! বিজ্ঞানের দ্রুত অগ্রগতি তথা প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারে নিত্য ঘটে চলেছে আমূল পরিবর্তন। বিজ্ঞান আমাদের চিন্তাভাবনা ছাপিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে সত্য, তবে যন্ত্রসম্ভার একই সাথে দিচ্ছে নানা রকম চিন্তা ও উদ্বেগ। সাম্প্রতিক কালে নারীনিগ্রহ বেড়েই চলেছে। যৌন নির্যাতন, অপহরণ, গণধর্ষণ ইত্যাদি রোমহর্ষক খবর প্রায়ই আমাদেরকে বিহ্বল করে তোলে। মনোবিজ্ঞানীদের মতে, এসব জঘন্য অপরাধের অন্যতম কারণ সেলফোন, ইন্টারনেট তথা ফেসবুকের অনিয়ন্ত্রিত ও যথেচ্ছাচার ব্যবহার। বলাবাহুল্য, আমাদের জীবনপ্রবাহে অবসরে বই পড়ার ক্ষয়িষ্ণু বৈভবটুকু বর্তমানে টিকে আছে শুধু সিলেবাস আর পাঠ্যতালিকায়। বই যে মানুষকে প্রচুর আনন্দ দেয়, শিক্ষিত করে তোলে, জীবন থেকে এ বোধ বিদায় নিয়েছে। বইয়ের আস্বাদনস্পৃহা এখন শীর্ণ থেকে শীর্ণতর। অবশ্য ইন্টারনেটের অবদানও অস্বীকার করা যায় না। ইন্টারনেট জিনিসটাই এমন, দূরকে করে কাছে, পরকে করে আপন। অসুখী অন্ত বসুন্ধরায় মনের দুয়ার খুলে দেয় এক একটি করে। চার দিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষজনের বিচিত্র গল্প। অজানা অচেনা নানা দৃষ্টিকোণ। ফেসবুকের অন্তর্জালে সৃষ্ট নতুন এক ভুবন। বিশ্বভুবনের মানুষ যেন সামনের জানালায়। ফিলিপিনসের মারিতেস থেকে বনগ্রামের কাঞ্চনফুল, সিলেটের আর এক কন্যা, ঢাকার অ্যাঞ্জেল, তানিয়া থেকে টরন্টোর বৃদ্ধ বিজ্ঞানীÑ সবাই আছে দিনরাতের সঙ্গী। ফেসবুক নিঝুমপুরের চুপকথা। জমে ওঠে নিভৃত বিলাস। চিরপথিক মন চঞ্চল হয়ে ওঠে। প্রেম উড়ে যায় দমকা হাওয়ায়। এক একটা ফোরাম এক ঝলক তাজা হাওয়া। দেশ-বিদেশের অগণিত বন্ধুবান্ধব। এক চিলতে হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি, সার্থকতার হাসি। নিমেষে সব কিছু ভালো লাগে। সম্প্রতি অন্য অনেকের মতো ফেসবুকে আমি একটা কবিতা পোস্টিং করেছিলাম। অচেনা এক পাঠকের মন্তব্যÑ দারুণ! দারুণ!! চেনাজানা একজনের পরামর্শÑ খ্যাতিমান গীতিকার আপনি। কাব্যময় মেলোডি গানের ভীষণ অভাব। কবিতার পাশাপাশি গানও লিখুন। একবার আমি একটা ধর্মীয় বাণী শেয়ার করেছিলাম। এক সুহৃদ বললেন, সাবধান পাঠক আপনাকে মৌলবাদী সন্দেহ করতে পারে। বলতে দ্বিধা নেই ফেসবুক এখন আমার কাছে তিনটি শব্দের সমাহার। ১.ভয়, ২. ভালোবাসা ও ৩. ভক্তি। ভয় : সরল মনে কারোর ছবি বা উক্তিতে কমেন্ট করলে অন্য অর্থে নিয়ে যেতে পারে। এ ছাড়া আছে ডিজিটাল টাইপে সুপার ইম্পোজ হওয়ার ঝুঁকি। ভালোবাসা : চেনাজানা বা অচেনার সাথে প্রীতির সম্পর্ক গড়ে তোলা। দুজনার মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপন। ভক্তি : অদৃশ্য এক স্নেহের সেতু। শুভেচ্ছাবিনিময়। ভক্তদের সাথে সহৃদয় মতামত আদান-প্রদান। সবই তীব্রভাবে একমুখী। উল্লেখ্য, পৃথিবীতে কোটি কোটি মানুষের জন্ম হচ্ছে ও হবে। কিন্তু বিস্ময়ের ব্যাপার, প্রাণ-মন-দেহে কারোর সাথে কারোর এতটুকু মিল নেই। এটিই সৃষ্টির রহস্য! তবে মনের দিক থেকে চিন্তা-চেতনায় দুজনের মধ্যে কিছুটা মিল থাকলে বন্ধুত্ব বা প্রীতিভাব জাগে। সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হয়। ফেসবুক রূপকথার অচেনা দেশ। নতুন জগৎ নতুন কথা। হৃদয়কে প্রকাশ করা অনন্ত আকাশে। ভালোবাসার আঙিনায় স্বপনচারিণী কামিনীবালার অলিগলি। মায়াময় দুটি চোখ। অনাবিল লাবণ্য। দেহখানি নিখুঁত যতিতে সাবলীল পদ্য। গলায় খুশি, চোখে বিস্ময়। নিবিড় আশ্লেষে কাছে টেনে নিতে চায়। সম্পর্কটা প্রথমে বন্ধুত্বের, তারপর ভাব ও ভালোবাসা। অবশেষে রোমান্টিক ঐতিহ্যের সাথে পরস্পরের একাত্মবোধ। সেই বোধে দুজনার মধ্যে গড়ে ওঠে নিবিড় সম্পর্ক। আশার কথা না আশঙ্কার, জানি না। বয়ফ্রেন্ড সম্পর্কটা যে বড্ড জটিল। আগের কালে বয়ফ্রেন্ড শব্দটাই ছিল না। পুরুষ-নারীর সম্পর্কের একটা স্বাভাবিক পরিণতি ছিল, যার নাম দাম্পত্যÑ গাঢ় স্ত্রী গূঢ় পুরুষ। বর্তমানে ঘন ঘন প্রেমে পড়া। স্থায়ী, অস্থায়ী, ভাঙাগড়া। লিভ-ইন, লিভটুগেদারের মতো শব্দ শুনি। তবু তারা কেউ সুখী না, খুশি না। ভালোবাসা ফেসবুকে আটকে যায়। দুটি মন দুটি প্রাণ কখন যে হারিয়ে যায় জীবনের ভয়ানক চোরাবালিতে! আসলে ফেসবুক শূন্যের ঘর শূন্যের বাড়ি!


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads