শনিবার, ৩১ মে, ২০১৪

undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জনের নির্বাচন বৈধ নয় : ড. কামাল হোসেন

অনেকগুলো বিষয় জমে গেছে। সবগুলোই গুরুত্বপূর্ণ। সবগুলোর ওপরে লেখা দরকার। কিন্তু সব বিষয়েই একদিনে লেখা সম্ভব না। কয়েকটি কিস্তির প্রয়োজন হবে। অন্যথায় এই পুরো পৃষ্ঠা জুড়েও হবে না। তাই ঠিক করেছি, সবগুলো বিষয়েই একটু একটু করে টাচ করবো। কথাগুলো একেবারে নতুন নয়। কিন্তু ব্যক্তি বিশেষ বললে বা প্রতিষ্ঠান বিশেষের তরফ থেকে বললে সেটি নতুন মনে হয়। প্রথমেই আসি, এই সরকার তথা এই পার্লামেন্ট বৈধ কি না। যখন বিরোধী দল বলে যে, এই পার্লামেন্ট বৈধ নয়, তাই এই সরকারও বৈধ নয়, তখন মনে হয় তারাতো বলবেই। কারণ তারাতো বিরোধী...
undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

মাশুল গুনতে হবে আরো

বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতাসীন তারা ক্ষমতায় আসীন হয়েছিলেন ২০০৮ সালে, তৎকালের সেনাসমর্থিত মইনউদ্দিন-ফখরুদ্দীনের সরকারের সাথে আঁতাত করে। সে আঁতাতের মূল উদ্দেশ্যই ছিল দেশ থেকে জাতীয়তাবাদী ধারার রাজনীতি সম্পূর্ণ নির্মূল করা। সেই সাথে রাজনীতিও। এর পেছনে ছিল ইন্দোমার্কিন প্রভাব বলয়। এ এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছিল মইনউদ্দিন-ফখরুদ্দীনের সরকার। ২০০৭ সালের ১১ জানুয়ারি সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মইন। আর ক্ষমতা দখল করেই তিনি বিএনপিকে নির্মূল করার জন্য সর্বাত্মক প্রয়াস...

শুক্রবার, ৩০ মে, ২০১৪

undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

ফেনী নারায়ণগঞ্জ নয় সরকারী সন্ত্রাসীরা সারা দেশেই এখন তৎপর

শেখ সাহেবের নৌকা এখন খুনী, ডাকাত, জঘন্য অপরাধী, সন্ত্রাসী ও ভাড়াটে গু-াদের প্রধান বাহনে পরিণত হয়েছে বলে মনে হয়। এই নৌকার আরোহীদের মধ্যে সজ্জন খোঁজা দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। পর পারে থেকে তিনি বা তার আত্মা এই অবস্থা দেখে কতটুকু পরিতৃপ্ত হচ্ছেন বলা মুস্কিল। তবে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে তার নৌকার মাঝি মাল্লা আর যাত্রীরা যেভাবে বিভক্ত হয়ে পরস্পর পরস্পরকে পরিকল্পিত হত্যাযজ্ঞে মেতে উঠেছেন তাতে সহজে বলা চলে যে এই দলটি অচিরেই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষপ্ত হবে। কেউ কেউ বলা বলি করছেন যে আওয়ামী লীগ ২০০৮...
undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

শাসকগোষ্ঠীর হিংস্র চেহারা

বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় আসীন হয় ২০০৮ সালের ডিসেম্বরে এক ‘আঁতাতের’ নির্বাচনের মাধ্যমে। সে নির্বাচনের কৌশল যারা সমর্থন করেছিলেন, তারা অবশ্য এখনও শিবের গীত গেয়েই যাচ্ছেন। সে সময় দেশে ছিল বর্তমানে পলাতক জেনারেল মঈনের কার্যত সামরিক শাসন। মঈন ক্ষমতায় আসীন হয়েছিলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতা ছেড়ে দেয় ২০০৬ সালের অক্টোবরের শেষে। তারা ক্ষমতা হস্তান্তর করেছিল সে সময়কার সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন...

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

বেগম জিয়ার দাবি মেনে নিন

বিএনপির চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া গুম-খুন ও দমন-নির্যাতন বন্ধ করে অবিলম্বে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। রাজধানীতে পরপর কয়েকটি সমাবেশ করতে গিয়ে বাধাগ্রস্ত হওয়ার পর গত বুধবার মুন্সীগঞ্জে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বেগম জিয়া বলেছেন, জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলেই সরকার এখন জনআতঙ্কে ভুগছে। এজন্যই সরকার বিরোধী কোনো দলকেই সভা-সমাবেশ করতে দিচ্ছে না। সরকার একইসঙ্গে বিরোধী দলকে নির্মূল করার...
undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

কিশোর ছেলেরা বিশেষ ধাঁচে চুল ছেঁটে বুক ফুলিয়ে বলে বেড়াতঃ ‘আমি জেড ফোর্স’-আইজুদ্দিনের দেয়াল

আমরা শক্তি আমরা বলআমরা ছাত্রদল।মোদের পায়ের তলায় মুর্সে তুফানউর্ধ্বে বিমান ঝড়-বাদল।আমরা ছাত্রদল।।ছোট বেলায় বিদ্রোহী কবি নজরুলের এই কবিতা পড়তে পড়তেই ছাত্রদল মাথার ভেতর গেথে গিয়েছিল । জানি না কেন, ছাত্রদল শব্দটি আমার বুকে এক ধরনের ভাল লাগার সৃষ্টি করেছিল। এর সুত্র ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে চিনে ছিলাম। আব্বার মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনতাম। বলতেন এই মানুষটা খুব সাহসী ছিলেন। মুজিব যখন ৭ই মার্চে কিছুই বলল না, এমনকি ২৫শে মার্চ স্বেচ্ছায় বন্দি হলেন ওই মুহূর্তে জিয়ার কালুরঘাট থেকে...

বুধবার, ২৮ মে, ২০১৪

undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

নেতানেত্রীদের আমলনামা পর্যালোচনা এখন জাতীয় জরুরি বিষয়

দেশের রাজনৈতিক অঙ্গন বোধহয় আরো কিছুদিন নারায়ণগঞ্জের সাত খুন ও ফেনীর একরামুল হক হত্যার ঘটনা নিয়ে সরব থাকবে। একই দলের নেতা-কর্মীরা কী করে এতদিনের সঙ্গী-সাথীদের এমন নির্মমভাবে হত্যা করে, তা ভাবতে গেলে বিস্মিত হতে হয়। হত্যার আগে তো ভাবতে হয়, পরিকল্পনা করতে হয়, উপায়-উপকরণের ব্যবস্থা করতে হয় এ দীর্ঘ প্রক্রিয়ায় কি মানুষের মধ্যে কোনো ভাবান্তর ঘটতে পারে না? আবারো বিস্ময়মিশ্রিত কণ্ঠে উচ্চারণ করতে হয়, এরাও মানুষ? পরিতাপের সাথে বলতে হয়, আমাদের সমাজে এখন এরা শুধু মানুষ নয়, প্রতাপশালী মানুষ! কারণ এরা রাজনীতি...
undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

’সাধারন মানুষের চোখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন ছিলেন’ -শারমিন বীথি।

এরকম পয়েন্টের উপর লিখতে গেলে লক্ষ লক্ষ পৃস্ঠা লেখা সম্ভব।যারা জিয়াউর রহমানকে দেখেছেন এবং তার সংস্পর্শে এসেছেন এরকম লাখ লাখ মানুষ আজো বেঁচে আছেন।তাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি আছে।কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রজন্ম তাঁকে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত।তাই আজ আমি এমন একজনের স্মৃতির পাতা থেকে কিছু উঠিয়ে আনার চেষ্টা করছি যার সান্নিধ্যে এসেই আমি মূলত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী হয়েছি।হৃদয়ের মণিকোঠায় ধারন করতে পেরেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।তিনি আমার একজন পরম আত্মীয় ও গুরু।আসুন তার মুখেই শুনি...

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

undefined
undefined
0 Comments
Posted in Arrangement, Art, Business

গণতন্ত্র নয় গডফাদারতন্ত্র

নারায়ণগঞ্জে সাতজনের গুম, খুনের পর ফেনীতে ক্ষমতাসীন দলের এক নেতাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে খুনোখুনিতে যারা নিহত হচ্ছেন তারা সবাই কোনো না কোনোভাবে নির্বাচিত। নজরুল ওয়ার্ড কমিশনার, একরাম উপজেলা চেয়ারম্যান, এর আগে নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লোকমানও এভাবে নিহত হয়েছেন। ক্ষমতাসীন দলের ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তারের অশুভ প্রতিযোগিতার জের ধরেই এরা নিহত হয়েছেন। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে ও পরে সরকার সারা দেশে...

Ads