বুধবার, ২ মে, ২০১২

বিএনপি জোটের ৭৮ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা



নাশরাত চৌধুরী: বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটের ৭৮ নেতার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দরসহ সীমান্তের অন্য কোন পয়েন্ট ও নৌ-বন্দর দিয়ে যাতে তালিকাভুক্ত কেউ দেশত্যাগ করতে না পারেন এজন্য এ সব জায়গায় সতর্ক পাহারা বসানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরে এ তালিকা পাঠানো হয়েছে।
সূত্র জানায়, হরতালের সময়ে সচিবালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোসহ বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বর্তমান ও সাবেক এমপিসহ, জোটের শরিক দলের ৭৮ নেতা যেন বিদেশে যেতে না পারেন সে জন্য এ ব্যবস্থা। সূত্র আরও জানায়, তারা ওয়ান্টেড আসামি এই জন্য সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের নামের তালিকা পাঠিয়ে দেয়া হয়েছে বিমানবন্দর ও স্থলবন্দরের সব পয়েন্টে। তালিকার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগের সারসংক্ষেপও পাঠানো হয়েছে। সূত্র জানায়, পুরাতনদের ছাড়াও নতুন করে যারা যেতে পারবেন না তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের অপচেষ্টা, দেশের রাজনৈতিক পরিস্থিতি অবনতির চেষ্টা, সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগও জানানো হয়েছে। তালিকাভুক্ত কোন নেতা আটক হলে দেশের কোন আদালত থেকে জামিন পেলেও যাতে যেতে না পারেন সেই ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
সূত্র জানায়, বিভিন্ন বিমানবন্দরে ও স্থলবন্দরে পাঠানো নামের তালিকার প্রথমে রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এম কে আনোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির দপ্তর সম্পাদক ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (আটককৃত), কর্নেল (অব.) অলি আহমদ, ড. খন্দকার মোশারফ হোসেন, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানসহ বেশ কয়েকজনের নাম তালিকার শীর্ষে রয়েছে। ওই তালিকায় আরও রয়েছে- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, এমপি আসিফা আশরাফী পাপিয়া, সাবেক ভূমি উপমন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলু, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, খন্দকার মোশারফ হোসেন, শাম্মী আক্তার এমপি, রেহানা আক্তার এমপি, নিলুফার মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি, মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন, ঢাবি ছাত্রদল নেতা ওবায়দুল হক নাছির, হাবিবুর রশিদ হাবিব, কামাল আনোয়ার, ছাত্রদল নেতা আনিছুর রহমান খোকন, মতিন, এমএম জাহাঙ্গীর, কামরুজ্জামান দুলাল, কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু ও রেহানা আক্তার ডলি, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান রতন, এল রহমানের। এছাড়াও বিএনপির জোটের সহযোগী হিসেবে ওই তালিকায় রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এমপি, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু’র নাম। এছাড়াও রয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, শিবিরের সেক্রেটারি সম্পাদক আবদুল জব্বারের নাম। আরও রয়েছে সোহেল মিয়া, জসিম, মানিক রতন, আনিসুর রহমান তালুকদার খোকন, যুবদলের সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল, আবদুল জব্বার, মহানগর উত্তর যুবদলের সম্পাদক এসএম জাহাঙ্গীর, মহানগর দণি যুবদল সম্পাদক রফিকুল ইসলাম মজনু, যুবদল সহ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, মহানগর দণি ছাত্রদল সম্পাদক হাবীবুর রশীদ হাবিব, ঢাবি ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাছির, মহানগর উত্তর ছাত্রদল সম্পাদক কামাল আনোয়ার, সাবেক কমিশনার আবুল বাসার, ৪০ নম্বর ওয়ার্ড কমিশনার আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি এল রহমান, বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নবী সোলায়মান ও খিলগাঁও থানা বিএনপি সভাপতি ইউনুছ মৃধা’র নাম। সূত্র জানায়, বিএনপি দলীয় সংসদ সদস্য, প্রথম সারির সক্রিয় সব নেতা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহানগরীর বিভিন্ন থানা কমিটির নেতা, জামায়াতের মহানগরী নেতা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারিসহ আরও বেশ কয়েকজন নেতার নামও সেখানে পাঠানো হয়েছে।
এদিকে তালিকাভুক্তদের গ্রেপ্তারের জন্য তাদের অনেকের বাড়িতেই চলছে অভিযান। এরই অংশ হিসাবে সোমবার ভোরে পুলিশ মির্জা ফখরুলের উত্তরার বাসায় অভিযান চালায়। উত্তরার তাদের ফ্যাটে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায়, মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায়, গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের ব্যক্তিগত অফিসে ও শিাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন এবং তার স্ত্রী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার খিলগাঁওয়ের বাসায় অভিযান চালিয়েছে। মঙ্গলবার রাতে শহিদ উদ্দিন চৌধুরীর বাসায় অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার রুহুল কবীর রিজভীকে আটক করে গোয়েন্দারা। তিনি এখন কারাগারে রয়েছেন। তাকেসহ মোট পাঁচজন নেতা আটক হয়েছেন। আজ তাকে রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি হবে আদালতে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads