বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

শাহবাগ-মঞ্চের বিপক্ষে গেল জনমত জরিপ


শাহবাগ-মঞ্চের বিপক্ষে গেল জনমত জরিপ
ক্ষমতা লিপ্সার রাজনীতি কি মাদকের চাইতেও ভয়ংকর নয়! মাদকের ক্ষতি সম্পর্কে তো আমরা সবাই সোচ্চার। তাই আমরা বলি মাদককে ‘না' বলুন। কিন্তু ক্ষমতা লি≈vর রাজনীতি যখন ব্যক্তি, সমাজ ও জাতির জীবনযাপন ও আশা-আকাঙ্ক্ষাকে বিপর্যস্ত করে তুলছে তখনও অনেকে এভাবে চুপ করে আছেন কেমন করে? যারা ক্ষমতার রাজনীতি করেন তারা না হয় এক ধরনের মাদকতায় বুঁদ হয়ে আছেন, কিন্তু অন্যরা? যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুরু করা শাহবাগ মঞ্চের আন্দোলন এখন যে রূপ গ্রহণ করেছে তা ক্ষমতা লি≈vর ভয়ংকর চিত্রটি প্রকট করে তুলেছে। সরকারের সহযোগিতায় ব্লগারদের সাথে জোট সরকারের ছাত্র সংগঠনের নেতারা সমবেত কণ্ঠে গত কিছুদিন ধরে যেভাবে- ফাঁসি, জবাই, গ্রেফতার, জ্বালাও-পোড়াও ও হুমকি-ধমকির কোরাস গেয়ে চলেছে তাতে দেশে সৃষ্টি হয়েছে হিংসা-বিদ্বেষ ও আত্মহননের এক বাতাবরণ। এমন বাতাবরণের করুণ শিকার হয়েছে কোম্পানীগঞ্জের এক শিশু। ঘটনার বিবরণে জানা যায়, নোয়াখালির কোম্পানীগঞ্জ উপজেলায় কাদের মোল্লার প্রতীকী ফাঁসির অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে আবদুর রহমান শাকিলের। শিশুটি বসুরহাট পৌরসভার ব্যাপারী বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার প্রতীকী ফাঁসির মঞ্চ সাজিয়ে রোববার রাতে শিশু-কিশোরদের ‘ফাঁসি-ফাঁসি খেলা' উপভোগ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ কিছু লোকজন। এ ক পর্যায়ে রাত ৮টায় ফাঁসির অভিনয় করতে গিয়ে আকস্মিকভাবে গলায় ফাঁস লেগে মারা যায় শাকিল। শাকিলের বাবা-মা কেউ নেই। সে থাকতো নানার বাড়িতে। এতিম এ শিশুটির মৃত্যুর দায় কে নেবে? শিশুটি ক্ষমতার রাজনীতি ও শাহবাগ মঞ্চের দায়িত্বহীন প্রোপাগান্ডার করুণ শিকারে পরিণত হলো। লক্ষণীয় বিষয় হলো, শাহবাগ মঞ্চের কুশীলবরা রাজনীতির মাদকতায় এতটাই উন্মাতাল হয়ে পড়েছে যে, তারা ক্ষমতার অপব্যবহার করে স্কুলের কোমলমতি শিশু-কিশোরদের শাহবাগে জড়ো করে হিংসা-বিদ্বেষ, জবাই ও ফাঁসির শ্লোগান মুখে তুলে দিয়েছে। এরপ্রভাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ভয়ংকর হতে পারে তার একটা খন্ড চিত্র যেন জাতি অবলোকন করলো শিশু-শাকিলের মৃত্যুর ঘটনায়।
এরপর শাহবাগ মঞ্চের নায়কদের মধ্যে কোনো বোধোদয় লক্ষ্য করা যায়নি। একটি এতিম শিশুর করুণ মৃত্যুতে কার বা কি এসে যায়!
আদালত একের পর এক যুদ্ধাপরাধ মামলার রায় দিয়ে যাচ্ছিল। কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবনের রায়ের পরে ব্লগার এক্টিভিস্টদের নামে হঠাৎ করে শাহবাগ মঞ্চে যে নাটক মঞ্চস্থ করা হলো তাতে গোলক ধাঁধার সৃষ্টি হলো জনমনে। জনমনে প্রশ্ন জাগলো যুদ্ধাপরাধ বিচারের আদালত তো সরকারই গঠন করেছে, রায় প্রদানও শুরু হয়েছে, তারপরেও আবার এ মঞ্চ কেন? আরো বিস্ময়ের ব্যাপার হলো, যে সরকার এ আদালত গঠন করেছে সে সরকারের মন্ত্রী বাহাদুররা পর্যন্ত শাহবাগে এসে রায় মানি না, মানি না শ্লোগানের সাথে একাত্মতা প্রকাশ করলেন। এভাবেই সরকার গঠিত আদালতের রায় সরকারি প্রশ্রয়েই বিতর্কিত করার এক বিরল উদাহরণ লক্ষ্য করা গেলো। এসব ঘটনা থেকে এখন পর্যবেক্ষক মহল উপলব্ধি করছেন, যুদ্ধাপরাধের বিচার মূল লক্ষ্য নয়, সরকারের মূল লক্ষ্য হলো, নির্বাচনের এ বছরটিতে তরুণ প্রজন্মের নামে একটি নাটক মঞ্চায়ন করে জনগণকে বিভ্রান্ত করা। সরকার হয়তো ভাবছে, এর মাধ্যমে সরকারের ব্যর্থতাগুলো ঢেকে রেখে আগামী নির্বাচনে বিজয়ের পথকে মসৃণ করা যাবে। কিন্তু নতুন প্রজন্মকে এতটা বোকা ভাবলে সরকার ভুলই করবে। শাহবাগ মঞ্চকে রাজনীতিকীকরণের ফলে গণ সমর্থনে ভাটা লেগেছে। আর শাহবাগ মঞ্চের নায়কদের পরিচিতি প্রকাশ পাওয়ায় বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে। শাহবাগ মঞ্চে ক্ষমতার রাজনীতির মুখোশ ছাড়াও আরো একটি মুখোশ লক্ষ্য করা গেছে। ইসলাম বিদ্বেষী ব্লগাররা যুদ্ধাপরাধ বিচারের বিষয়টিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামী রাজনীতি ও ইসলামী সংগঠন নিষিদ্ধ করার কৌশল অবলম্বন করেছে। তাদের স্মারকলিপিতে তেমন অভিপ্রায় লক্ষ্য করা গেছে। এখন বলা হচ্ছে, ব্লগাররা ধর্মপরায়ণ। কিন্তু ইসলামী জনতা মাঠে না নামার আগ পর্যন্ত তাদের ইসলাম প্রবণতার কোনো লক্ষণ দেখা যায়নি। এখন তো সরকারও ইসলাম ও নবীর পবিত্রতা রক্ষার ঘোষণা দিয়েছে। অথচ মহান আল্লাহ, মহানবী (সঃ), নামাজ, রোজা, হজ্জসহ পবিত্র ইসলাম ধর্মের বিভিন্ন বিধি-বিধানকে কটাক্ষ করে কুৎসিত ও উগ্র মন্তব্যকারী ব্লগারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সুপারিশ আমলে নেয়নি সরকার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত প্রদানকারী ব্লগারদের বিরুদ্ধে প্রায় এক বছর আগেই সরকারের কাছে প্রতিবেদন পেশ করেছিল গোয়েন্দা সংস্থাগুলো। পাশাপাশি ঐসব ব্লগারের ব্যবহার করা ব্লগ ও ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার জন্য সরকারের সহযোগিতা চেয়ে চিঠি লিখেছিল বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। উচ্চ আদালতের একটি নির্দেশনার ভিত্তিতে এই সংস্থাগুলো সরকারের সংশ্লিষ্ট দফতরে ওই ধরনের সুপারিশ করলেও এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো সরকার শাহবাগ মঞ্চের নেতৃত্ব প্রদানকারী ধর্মবিদ্বেষী ব্লগারদেরকে প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এছাড়া ফেসবুক ও ইন্টারনেটে সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণের যারা সমালোচনা করছেন তাদের ধর-পাকড় করা হচ্ছে। পাশাপাশি যেসব ব্লগে সরকার ও নাস্তিক ব্লগারদের সমালোচনা করা হয় সেগুলোও বন্ধ করে দেয়া হচ্ছে। আরো মজার তথ্য হলো, ধর্ম ও রাষ্ট্রদ্রোহী ব্লগারদের নেতৃত্ব প্রদানকারী আসিফ মহিউদ্দিনকে ২০১০ সালের ১ অক্টোবর তারিখে একবার আটক করেছিলো ডিবি পুলিশ। তখন সরকারের বিরুদ্ধে না লেখার মুচলেকা নিয়ে ও বিয়ে করে সংসার করার পরামর্শ দিয়ে তাকে গ্রেফতারের ১৮ ঘণ্টা পরেই ছেড়ে দেয়া হয়। এসব আচরণ থেকে উপলব্ধি করা যায় সরকার ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষায় কতটা আন্তরিক ও সচেতন।
শাহবাগ আন্দোলনের হঠাৎ বিস্ফোরণ দেখে অনেকের মধ্যেই প্রশ্ন জেগেছিল, মাত্র কয়েকজন ব্লগারের পক্ষে এত সুসজ্জিত ও বর্ণাঢ্য আন্দোলনের আয়োজন করা কিভাবে সম্ভব হলো? ক্রমান্বয়ে স্পষ্ট হলো ব্লগাররা একা নয়, তাদের সাথে যুক্ত ছিল সরকারি ঘরানার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারের পৃষ্ঠপোষকতা। কিন্তু এখন জানা গেলো, শাহবাগ আন্দোলনের পেছনে মদদ ছিলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেরও। এটা জামায়াত-শিবিরের বর্ণনা নয়, এ তথ্য প্রকাশ করেছে ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া'। গত মঙ্গলবার দৈনিকটির ‘প্রোটেস্টারস অ্যাট শাহবাগ ইন বাংলাদেশ ব্যাকড বাই ইন্ডিয়া' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম শাহবাগ মোড়ের আন্দোলনকারীদের প্রতি প্রতিবেশী ভারতের জোরালো মদদ রয়েছে। মদদের প্রমাণ হিসেবে ভারতের অন্যতম দুইজন নীতি-নির্ধারকের বক্তব্যকে উদ্ধৃত করা হয়েছে। এদের একজন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এবং অন্যজন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ। এসব কিছুর পরেও কি বাংলাদেশের কোনো সচেতন নাগরিক একথা বিশ্বাস করবেন যে, শাহবাগ মঞ্চের আন্দোলন দল ও রাজনীতি নিরপেক্ষ কিছু ব্লগারের একটি নিাপ ও মহৎ আন্দোলন? ভারত আসলে তার স্বার্থ ছাড়া কোনো কথা বলে না, কোনো কাজও করে না। দেশের সচেতন সাংবাদিকরা বিষয়টি খুব ভালো করেই জানেন। এ কারণেই হয়তো পত্রিকার শিরোনাম হয়েছে ‘শাহবাগের আড়ালে ভারতকে করিডোর দেয়ার প্রস্তুতি চূড়ান্ত।' এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোস্টাল এন্ড মেরিটাইম শিপিং' চুক্তির আওতায় ভারতকে বাড়তি ফি ছাড়াই করিডোর সুবিধা দেয়া হচ্ছে। বাংলাদেশ-ভারত উপকূলীয় সমুদ্র সংশ্লিষ্ট বন্দরগুলোর সম্ভাব্যতা যাচাই শেষে এরই মধ্যে যৌথভাবে প্রতিবেদন, খসড়া চুক্তি ও স্ট্যান্ডার্ড অপারেশন প্রোসিডিউর (এসওপি) তৈরি করেছে। এর আগে দু'দেশের প্রতিনিধি দল উপকূলীয় সমুদ্র এলাকা ও সংশ্লিষ্ট বন্দরগুলো পরিদর্শন করেছে। বাংলাদেশের কক্সবাজারে এ সংক্রান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য আসাম, মেঘালয়সহ উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরাসরি চলে যাবে। ভারতীয় বিভিন্ন ক্যাটাগরির জাহাজ বাংলাদেশী উপকূলীয় সমুদ্র সীমা অবাধে চলাচলের সুযোগও পাবে। এতে পণ্য পরিবহনে ভারতের সময় ও অর্থ উভয় দিকেই সাশ্রয় হবে। প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা না থাকায় ভারতীয় পণ্য পরিবহনের সুবিধা না দেয়ার কথা বলেছে বাংলাদেশ সরকারের একটি সংস্থা। তারপরেও এসব আপত্তি উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় ও ভারত সরকারের আবদার পূরণে এ সুযোগ দিতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। এটি তো মাত্র একটি উদাহরণ। গত কিছু দিনের শাহবাগ আন্দোলনের আড়ালে সরকার নিজেদের ব্যর্থতার আরো অনেক কিছুই লুকিয়ে রাখতে চাইছে। গত কিছু দিনের ডামাডোলে শাহবাগ মঞ্চের লোকজন যেন একথাই বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছে যে, যুদ্ধাপরাধীদের ফাঁসিটাই এখন বাংলাদেশের জন্য সবকিছু। কিন্তু সচেতন মানুষ মাত্রই জানেন যে, সরকারের প্রতিশ্রুতির মধ্যে যুদ্ধাপরাধের বিচার ছাড়াও গুরুত্বপূর্ণ অনেক বিষয় ছিলো। সরকারের শেষ বছরে সেই সব বিষয়গুলোরও তো হিসেব নিতে হবে। কিন্তু শাহবাগ মঞ্চের বাতাবরণ যেন অন্য সব বিষয়কে ঢেকে ফেলতে চাইছে। কিন্তু ঢেকে ফেলতে চাইলেই কি সব ঢেকে ফেলা যায়? চাতুর্য ও কৌশলেরও তো একটা সীমা আছে। শাহবাগ মঞ্চের নায়করা আদালতের ওপর নিজেদের মতামত চাপিয়ে দিতে চাইছে। এটা কি একটা ঔদ্ধত্য নয়? সরকারের প্রশ্রয় ছাড়া প্রকাশ্য রাজপথে দিনের পর দিন যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে এমন ঔদ্ধত্য প্রকাশ তো সম্ভব নয়। ফাঁসির দাবির সাথে এখন তারা আবার যুক্ত করেছে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি। সরকারও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে। সরকারের মন্ত্রী মহোদয়গণ সে কথা স্পষ্ট করেই বলেছেন। তারা বলছেন, সমগ্র জাতি আজ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পক্ষে। কিন্তু তারা যে ঠিক কথা বলছেন না তা স্পষ্ট হয়ে উঠেছে জনমত জরিপে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম তাদের অনলাইনে পাঠকদের মধ্যে জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা যায়, ৭৯ শতাংশ পাঠকই জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন। পাঠকরা হয়তো মনে করতে পারেন ঐসব গণমাধ্যম জামায়াত সমর্থক। কিন্তু বাস্তব অবস্থা হলো, ঐসব গণমাধ্যম জামায়াত-শিবিরের সমালোচক হিসেবেই পরিচিত। জরিপ পরিচালনাকারী গণমাধ্যমগুলো হলো- দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম, বাংলা নিউজ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যায়যায়দিন, দৈনিক ইনকিলাব, দৈনিক নিউ এজ ও দৈনিক সমকাল। লক্ষণীয় বিষয় হলো- সরকার ও শাহবাগ মঞ্চসহ বিভিন্ন মহল থেকে যখন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ডাক দেয়া হচ্ছে, তখন আলোচ্য নয়টি গণমাধ্যমের জরিপের ফলাফল কি ভিন্ন কথা বলছে না? বিষয়টি উপলব্ধির জন্য গণতান্ত্রিক চেতনা প্রয়োজন কিন্তু সরকার ও শাহবাগ মঞ্চের কর্তাদের মধ্যে তেমন কোনো চেতনা আছে কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads