
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁওয়ে মোতালেবের খেজুরবাগানে এখন খেজুরের সমারোহ।প্রতিদিনই আগন্তকরা আসছে বাগান দেখতে।খুশী মোতালেব,আনন্দ পরিবারেও।খেজুর চাষই মোতালেবের ভাগ্যকে এখন পরিবর্তন করে দিয়েছে।যে বাগানের গোঁড়াপত্তন ঘটেছিল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই।
প্রকাশ,ভালুকার নিভৃত পল্লীর নাম পাড়াগাঁও আর এ গ্রামেরই বাসিন্দা মোতালেব ১৯৯৮ সালে জীবিকার অন্নেষনে সৌদি আরব যায়।সেখানে...