শুক্রবার, ১১ মে, ২০১২

তারেক রহমানকে নিয়ে মন্তব্য ক্রাউলির অস্বীকার




বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলিকে বিতর্কিত ও তারেক রহমানকে ছোট করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে। 'তারেক রহমান আর রাজনীতিতে ফিরবেন বলে আশা করি না' শিরোনামে জোসেফ ক্রাউলির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদটির কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। গতকাল যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যান ক্রাউলির দফতরে শমসের মবিন চৌধুরী যোগাযোগ করলে বিষয়টি অস্বীকার করা হয়। শমসের মবিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ক্রাউলির দফতর থেকে তাকে বলা হয়, বাংলাদেশের জনগণ তাদের দেশে কাকে রাজনীতিতে দেখতে চায় আর কাকে ক্ষমতায় দেখতে চায়_ সেটা বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ ও নিজস্ব ব্যাপার, সে সম্পর্কে মন্তব্য করাটা কংগ্রেসম্যান ক্রাউলির কাজ নয়। সেখানকার আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎকারের নাম দিয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা অসত্য ও ভিত্তিহীন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads