শ্রমিক তার রক্ত পানি করা বিন্দু বিন্দু ঘামে গড়ে তোলে এক একটি ইমারত। তাদের তৈরি করা বস্ত্রে আমরা হয়েছি সুসভ্য, উৎপাদিত ফসল করেছে পুষ্ট। পাড়ি দিচ্ছি পৃথিবীর সীমারেখা, ছুঁয়ে আসছি সপ্তম আসমান। আমাদের জীবনের প্রতিটি সেক্টরে আছে তাদের রক্ত মাখা অবদান। দেশ গঠনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এদেরও আছে সক্রিয় অংশগ্রহণ। শ্রমিকরাই দেশের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। শ্রম ও উপার্জিত অর্থ ব্যয় করে তারা অর্থনীতির চাকাকে সচল রাখে, দেশের অগ্রগতিকে আরো একধাপ এগিয়ে নেয়। এত কিছুর পরও তারা...
বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
স্বাধীনতার ৪৪ বছর পরও আমাদের সরকার জনগণকে ভোটের অধিকার দিতে পারলো না। রাজনীতির এমন বাতাবরণে সহজেই উপলব্ধি করা যায়, স্বাধীনতার লক্ষ্যগুলো কেন পূরণ হচ্ছে না। আসলে সাম্য, ন্যায়, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক বিকাশের জন্য নৈতিক মেরুদন্ড দরকার। তেমন মেরুদন্ডের অভাবেই আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সংকট বাড়ছে। ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে তিনটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে তো সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা ছিল না। তারপরও সরকার, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ...
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ দেশপ্রেমিক দল ও সকল মহলের আশংকাই শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়েছে। ক্ষমতাসীনরা ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম- এই তিন সিটি করপোরেশনের নির্বাচনকে ভন্ডল করে ছেড়েছেন। তফসিল ঘোষিত হওয়ার পর থেকেই বিশেষ করে ২০ দলীয় জোটকে নির্বাচনের বাইরে ঠেলে দেয়ার লক্ষ্যে দমন-নির্যাতন, গ্রেফতার ও পুলিশের ধাওয়ার মুখে রাখার যে কর্মকান্ড শুরু হয়েছিল, গতকাল অর্থাৎ নির্বাচনের দিন তাকেই সর্বাত্মক করা হয়েছে। ভোট শুরু হওয়ারও আগে কেন্দ্রের পর কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীন দলের গুন্ডা-সন্ত্রাসী...
সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
দেশের বিরাজমান পরিস্থিতিতে সবাই উদ্বেগ আর উৎকন্ঠায় দিনাতিপাত করছে। প্রতিটি মহুুর্ত কাটছে ভয় আর শংকায়। কখন জানি কার প্রিয়জন চলে যায় না ফেরার দেশে অথবা হয়ে যায় গুমের শিকার। এই যখন দেশের অবস্থা তখন সরকার তড়িঘড়ি করে ১৯ মার্চ ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে চলমান আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে। দেশের জনগণ নির্বাচনমুখী হওয়ায় সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দের সুবাতাস বইতেছিল ঢাকা ও চট্টগ্রামের হাজারো ভোটারদের মনে। সাধারণ জনগণের মনে বদ্ধমূল ধারণা হয়েছিল এই সরকারের আমলে...
রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
সভ্যতার ক্রমবিকাশের কারণেই বিচারব্যবস্থার বিবর্তন। সভ্যতা যখন বিকশিত হতে থাকে তখন থেকে যেভাবেই কথাটা আসুক না কেন - এটাই দ্রুব সত্য যে, “জোর যার মুল্লাুক তার” এ আলোকেই বিচারক নির্ধারণ, বিচারপদ্ধতি নির্ণয় ও বিচার নিষ্পত্তি হয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় বিংশ শতাব্দীতে এসেও আমাদের শুনতে হয় যে, “বিচারের বাণী নিভৃতে কাঁদে” এবং “বিচার বেচাকেনা হয়।” আরো কথা চাউর হয় যে, “হাওয়া দেখে বিচারের রায় হয়” “অর্থাৎ যার হাতে ক্ষমতা রায় তার পক্ষেই যায়।” আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন দেশবরেণ্য আইনজ্ঞ ও বিশিষ্টজনদের...
শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
সিটি নির্বাচন ও আচরণ প্রসঙ্গ
সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ঘোষণার পর জনগণ কিছুটা আশাবাদী হয়ে উঠেছিল। ভেবেছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে হয়তো গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতে পারে। গণতান্ত্রিক পরিবেশ মানেই স্থিতিশীল সমাজ। দরিদ্র এই দেশটির মানুষ স্থিতিশীল অবস্থায় পরিশ্রম করে, আয়-উন্নতি করে বেঁচে থাকতে চায়। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে জনগণের আশাবাদ ততই ফিকে হয়ে উঠছে। কারণ অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে নানা আশঙ্কা সৃষ্টি হয়েছে। ২৫ এপ্রিল তারিখে...
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
মানুষের মুখে মুখে এখন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে। এটাই স্বাভাবিক। কারণ, একদিকে বহুদিন জনগণ ভোট দেয়ার সুযোগ পায়নি, অন্যদিকে বিশেষ করে বেগম খালেদা জিয়ার ওপর হামলার পর হামলা চালানোর মধ্য দিয়ে ক্ষমতাসীনরা তাদের উদ্দেশ্যের ন্যক্কারজনক প্রকাশ ঘটিয়ে চলেছেন। ক্ষমতাসীন দল এবং তাদের দোসররা অবশ্য বহুদিন কথাটার সঙ্গে ভিন্নমত পোষণ করে বলতে পারেন, দেড় বছরও হয়নি গত বছরের ৫ জানুয়ারি যেহেতু সংসদ নির্বাচন হয়েছে সেহেতু বহুদিন পর ভোট দেয়ার কথা উঠতে পারে না।...
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
২৮শে এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকা ও চট্টগ্রামের ৩টি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সমীকরণই যেন মিলানো যাচ্ছে না। সরকার পক্ষের সকল প্রার্থীর মামলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রত্যাহার করা হচ্ছে- উপরন্তু ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাসমূহের প্রত্যাহার তো দূরের কথা, পুলিশী হয়রানি আর গ্রেফতার আতঙ্কে প্রার্থীরা সঠিকভাবে ভোটারদের কাছে যেতে পারছেন না। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মুখরোচক কথা যতই প্রধান নির্বাচন কমিশনার বলেন না কেন- মামলা আক্রান্ত প্রার্থীদের গ্রেফতার...
বুধবার, ২২ এপ্রিল, ২০১৫
নববর্ষের দিনে নারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে গত ১৯ এপ্রিল দুপুরে পুলিশের জন্য চুড়ি, শাড়ি ও ললিপপ নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। নারীদের লাঞ্ছনার প্রতিবাদে রোববার ৫ম দিনের মতো বিভিন্ন সংগঠন দিনভর প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদী মানববন্ধনের শিক্ষার্থীরা- ‘ক্যাম্পাসে নিরাপত্তা চাই’, ‘এই নরপশুদের শাস্তি চাই’, ‘দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচার চাই’, ‘পশুত্ব ও পুরুষত্ব এক নয়’, এসব লেখাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এছাড়া নারী লাঞ্ছনার নিন্দা জানিয়ে...
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
প্রায় এক দশক বা তারও আগে দেশের বরেণ্য কবি আল মাহমুদ একটি কবিতা লিখে দারুণ বিপাকে পড়েছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল আর বুয়েটের মাঝামাঝি এলাকায় প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত অবধি ছিনতাই ডাকাতি রাহাজানি হতো। ঐ পথে চলাচলকারী নারীরাও নিরাপদ ছিলেন না বিশেষ করে সন্ধ্যার পর। প্রতিদিনের সংবাদপত্রে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হতো। সে খবরে ফুঁসে উঠেছিল সাধারণ মানুষও।এর ওপর ভিত্তি করে কবি আল মাহমুদ লিখেছিলেন একটি কবিতা। তার শিরোনাম ছিলো- ‘কদর রাত্রির প্রার্থনা’। সেই কবিতায় লুণ্ঠিত লাঞ্ছিত...
রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
বস্ত্রহীন-বিপন্ন নারীর বাঁচাও বাঁচাও আর্তচিৎকার প্রায় সবাই শুনেছেন। পহেলা বৈশাখের দিন নারীর প্রতি সহিংসতা ও চরম অবমাননার ঘটনাটি সবার নজরে এসেছে। অবশ্য এটাও ঠিক যে, অনেক ঘটনা নজরের বাইরেই রয়ে গেছে। সব খবর সবসময় প্রকাশ পায় না। কখনো আক্রান্ত বা ক্ষতিগ্রস্তরাও লোকলজ্জার ভয়ে অনেক কালো দাগ আর যন্ত্রণা চেপে রাখে। জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরির খবর এসেছিল। যারা সেঞ্চুরি করতে পারেনি, তাদের খবর হয়তো আসেনি। একজন আদিবাসী ছাত্রীকেও সম্প্রতি পালাক্রমে ধর্ষণ করা হয়েছে সেখানে। এসবই রতন-মানিকদের কীর্তি। ঢাকা...
শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
ছাত্রলীগ, ছাত্রসমাজের কাছে এখন এক আতঙ্কের নাম। ছাত্র রাজনীতির নামে ছাত্র হত্যার মহাউৎসবে মেতে উঠেছে এই সংগঠনটি। কে বিরোধী আর কে নিজ দলের বাছাই করার সময় এই দলের ক্যাডারদের হাতে নেই। সংঘর্ষে লিপ্ত থাকা, অপরকে পিটিয়ে ছাতু বানানোই এদের কাজ। ছাত্রীদের যৌন হয়রানি করা এখন তাদের কাছে ডাল-ভাত হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নির্যাতনেও বেশ এগিয়ে। এদের অপকর্মের তালিকা করতে বসলে তা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে।আজকের লেখার এই শিরোনামটি তৈরি করে রেখেছিলাম চার মাস আগেই। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সময় করতে না পারায় লেখা...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)