বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

আগস্ট মাসে রাজনৈতিক সন্ত্রাস


গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে দেশে কোনো রাজনৈতিক আন্দোলন নেই, উত্তপ্ততা নেই। দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকলেও সরকারি দলের সন্ত্রাস কমতির কোনো লক্ষণ নেই। প্রকারন্তরে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের ছাত্র-যুব-কৃষক-শ্রমিক অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাস কোনো বাধাই মানছে না। মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে কেবলমাত্র আওয়ামী লীগ কিম্বা তাদের অঙ্গ অথবা সহযোগী সংগঠনের সংশ্লিষ্টতায় ৬২টি প্রাণ হারায়। আগস্ট মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে এই লেখা। সরকারি দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসের কারণে দল ও সরকারের উপর মহলের ইশারায় এ মাসে দলের মধ্যে তিনটি ক্রস ফায়ার ও দু’টি গুমের ঘটনা ঘটেছে। এ মাসে রাজনৈতিক সংশ্লিষ্টতায় প্রাপ্ত তথ্যে নিহত ১২। এই ১২ জনের ১২ জনই আওয়ামী লীগ বা তাদের লোকদের সংশ্লিষ্টতায় খুন হয়। আহত ২৩২, গ্রেফতার ৩৬৯ এবং দণ্ডপ্রাপ্ত ১৪ জন। দণ্ডপ্রাপ্ত এই ১৪ জনের ১৩ জনই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং একজন ছাত্রদল নেতা। বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রায় সকলেই হয়রানিমূলক রাজনৈতিক মামলার শিকার। প্রাপ্ত তথ্য অনুসারে আগস্ট মাসে নিহত হয়- (১) পাবনা শহরের শালগাড়িয়ায় আওয়ামী লীগের হাতে নিহত তুলশী কুমার দাস (পরিচ্ছন্ন কর্মী), (২) ফেনীতে মাদক ব্যবসার সাথে ছাত্রলীগ নেতাদের মাদক সংক্রান্ত দ্বন্দ্বে মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হায়দার আলী (ছাত্রলীগ), (৩) ঢাকার কাফরুলে আওয়ামী লীগের হাতে নিহত রুবেল মিয়া (সৈনিক লীগ), (৪) সিলেটে ছাত্রলীগের ক্যাডারদের হাতে নিহত আব্দুল আলীম (ছাত্রলীগ), (৫) ঢাকার বাড্ডায় আওয়ামী লীগের দলীয় গ্রুপিংয়ে নিহত সামসুর রহমান মোল্লা (আওয়ামী লীগ), (৬) ফিরোজ আহমেদ মানিক (আওয়ামী লীগ), (৭) মাহাবুবুর রহমান সোহেল ওরফে গামা (স্বেচ্ছাসেবক লীগ) ও (৮) আব্দুস সালাম (যুবলীগ), (৯) কুষ্টিয়ায় আওয়ামী লীগের হাতে নিহত বিদ্যুৎ হোসেন (যুবলীগ), (১০) ঢাকার হাজারীবাগে ছাত্রলীগের হাতে নিহত রাজা মিয়া (সাধারণ কিশোর), (১১) ঢাকার ওয়ারিতে দলীয় কোন্দলে নিহত আব্দুল মান্নান (যুবলীগ) এবং (১২) গাজীপুরের কালিয়াকৈরে দলীয় কোন্দলে যুবলীগের হাতে রফিকুল ইসলাম (যুবলীগ)।
আওয়ামী শিবির : ১ আগস্ট পাবনা শহরের শালগাড়িয়ায় হরিজন সম্প্রদায়ের সদস্য তুলশী কুমার দাসকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে সাবেক ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন, তার বাবা কে.এম হাসান হীরা, চাচা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল হান্নান ও ছাত্রলীগ কর্মী সোহেলসহ এগার জন। পুলিশ ঘটনার সাথে জড়িত সাবেক ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন ও তার বাবা কে.এম হাসান হীরাকে গ্রেফতার করেছে। একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার ভাই ও নিয়ম ফুড কোম্পানীর মালিক ফরহাদ হোসেনের দোকানের পরিচ্ছন্নকর্মী তুলশীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে বিক্ষুদ্ধ পরিচ্ছন্ন কর্মীরা ঐ আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বাড়ি ভাংচুর করেছে। ফেনী সদরে সুলতানপুরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আহত ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছাত্রলীগ নেতা হায়দার আলী মারা গেছে। মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে ও গোলাগুলীতে হায়দার আলী, ওমর ফারুক, শামচুন্নাহার আহত হয় এবং হামলা-পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। ছাত্রলীগ মাদক সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পুলিশ ছাত্রলীগের মাদক ব্যবসার দ্বন্দ্বের কথা স্বীকার করেছে। হায়দার আলী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগস্ট রাতে মারা যায়। ২ আগস্ট মাগুরার মমিন উল্লাহ ভূঁইয়া হত্যা মামলার হুকুমের আসামী ছাত্রলীগ মাগুরা জেলা সহ-সভাপতি সুমন সেনকে বিকালে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আর পুলিশ নজরুল নামে একজন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে। পাবনা শহরের চাঁদাখার বাঁশতলা অবস্থিত দুদক কার্যালয়ে হাজিরা দিতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর ক্যাডার পাবনার কুখ্যাত প্রতারক ড. মোল্লা মো. কফিল উদ্দিনকে দুর্নীতির মামলায় আটক করেছে দুদক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে সিট দখলকে কেন্দ্র করে হলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈকত হোসেন, হাসিবুর রহমান হাসিব, মাসুদ ও আশরাফুল আহত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে পুলিশের উপর হামলা ও লাঞ্চিত করা মামলার আসামী যুবলীগ নেতা শফিকুল ইসলামের স্বীকারোক্তি অনুসারে তার অফিস রুম হতে সহযোগী জিল্লুর রহমানকে ১টি শটারগান ও ৫ রাউন্ড গুলীসহ গ্রেফতার করেছে পুলিশ।
৩ আগস্ট কুষ্টিয়ার মিরপুরে পুলিশের উপর হামলার অভিযোগে যুবলীগ মিরপুর উপজেলা সভাপতি কাশেম জোয়র্দ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ জুলাই রাত আটটায় কুষ্টিয়া মিরপুরের ঈগল চত্বরে বকুল ফল ভাণ্ডারের মালিকের সাথে বাকবিতণ্ডা এবং তাকে মারধরের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে আসলে যুবলীগ নেতা পুলিশের উপর হামলা করে ও একজন পুলিশ আহত হয়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোর্শেদুজ্জামান খান বাবু ও সাইফুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম, হামলা, ভাংচুর ও ছাত্র হত্যার অভিযোগ এনে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের ৬৭ এবং হলের ১২ নেতা টিএসসিতে এক সাংবাদিক সম্মেলন করে তাদের অবাঞ্চিত ঘোষণা করে একযোগে পদত্যাগ করে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠন করে। রাজবাড়ীতে ঈদের আগে পাংশা বাজারে কুন্ডর দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর দায়ে করা মামলায় উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সিরাজ ম-লকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ আগস্ট রাতে ঠাকুরগাঁওয়ে নরেশ চৌহান সড়কে জেলা পরিষদ মার্কেটে ছাত্রলীগের জেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষে মারাত্মক আহত অবস্থায় অনুপ ও অনিক নামে দু’জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলা কমিটি ঘোষণা করার পর অপর গ্রুপ তা প্রত্যাখ্যান করলে সংঘর্ষের সূত্রপাত হয়। জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে প্রিপারেটরি স্কুল ও কোচিং সেন্টারের শিক্ষক লেবু মিয়াকে তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদের বাসভবনে ধরে নিয়ে আওয়ামী লীগের ক্যাডার হাসমত, মহির উদ্দিন ও জব্বারসহ ১০-১২ জন এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারে এবং গলা চিপে হত্যা করার চেষ্টা করে। উল্লেখিত শিক্ষক এক ছাত্রী অংক করতে না পারায় দাড় করিয়ে রাখায় আওয়ামী লীগ ক্যাডাররা এ ঘটনা ঘটায়। এর আগে ক্যাডাররা স্কুল ভবনে হামলা করে শিক্ষক লেবু মিয়াকে না পেয়ে অন্যান্য শিক্ষকদের হুমকি দিয়ে আসে। এ খবর সংগ্রহ করতে গেলে ভিপি খোরশেদের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করে এবং এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে দেখে নেয়া হবে বলে হুমকি দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশীদ ঘটনার দায় স্বীকার করেন। নীলফামারীর জলঢাকায় চোরাই মালামালসহ ছাত্রলীগ জলঢাকা পৌর সভাপতি আহসান হাবিব সাহেদ, ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম, মাসুদ রানা, আতিকুল ইসলাম, ফজলুল হক ও মোশরেফুল হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্ট দুপুরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দৈনিক মানবকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইংরেজী বিভাগের ছাত্র সোহাইল মিয়াকে মারধর করেছে ইসলামের ইতিহাস ৮ম সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আতাউর রহমান ডেভিড। পরে সাংবাদিকরা লিখিতভাবে প্রক্টরকে জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন আতাউর রহমান ডেভিডকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। ঘটনাটি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। দোষী প্রমাণ হলে তারাও সাংগঠনিক ব্যবস্থা নিবে বলে জানিয়েছে। নোয়াখালীর সেনবাগে সন্ধ্যায় অবৈধ মটরসাইকেল জব্দ করায় পুলিশের উপর হামলা করেছে যুবলীগ উপজেলা আহবায়ক জাকারিয়া আল-মামুন, আল-আমিন, পৌর যুবলীগ আহবায়ক রিপন, যুবলীগ কর্মী তারেক, তুহিন, আলাউদ্দিন, দেলোয়ার ও সুজনের নেতৃত্বে পুলিশের এস.আই আমিনুল ইসলাম সিকদার, এস.আই মাহবুবুর রহমান, এস.আই নূরুল আমীন, পুলিশ সদস্য খালেদ, দিলীপ, তমিজ ও পুলিশের গাড়ী চালক মামুনুর রশীদকে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত এস.আই মাহবুবুর রহমানকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যুবলীগ নেতা জাকারিয়া আল-মামুনের ভাগিনা আল-আমিনের অবৈধ মোটরসাইকেল আটক করলে সন্ত্রাসীরা এ হামলা করে এবং থানা থেকে আটককৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ী গ্রামের শহীদ মিনারে দুপুরে মল্লিকবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তফা ভূঁইয়া ও তার লোকজন শামীম আহমেদ নামে একজন তরুণকে ছাগল চুরির অভিযোগে বেদম মারপিট করে। এ বিষয় মোস্তফাসহ ১১ জনের নামে থানায় মামলা হয়েছে।
৬ আগস্ট বগুড়ায় ভোর রাত আড়াইটায় মহিষ বাথান গ্রামে গরুর খামারে এক অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা জুয়েল হত্যা মামলার আসামী বগুড়া পৌর সভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর খৈয়াম রোপনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় খামার তল্লাশী চালিয়ে ৭.৬৫ বোরের একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৮ রাউন্ড তাজা গুলী উদ্ধার করে। গোয়েন্দা পুলিশ পৃথক ঘটনায় ১টি রাম দা, ২টি চাপাতি ও ২টি চাকুসহ মেহেদী, নাজির, রেজাউল ও রাকিবকে গ্রেফতার করে। ঢাকায় শোক দিবসের প্রাক্কালে ব্যাপক চাঁদাবাজির প্রেক্ষাপটে আওয়ামী লীগের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন- “আগস্ট আমাদের শোকের মাস, তাই বঙ্গবন্ধুকে স্মরণ করতে এই মাসে শোক দিবসের অনুষ্ঠানের নামে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজীর সাথে যুক্ত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে”। তিনি সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বিষয়টি তদারক করতে নির্দেশ দেন। কুড়িগ্রামে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে শিবিরের নেতারা ছাত্রলীগের হামলার শিকার হয়। তাদের হামলায় আহত হয় জামায়াতের জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জামায়াত নেতা ও সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রোমান, শিবির নেতা মোমিনুল ইসলাম, শাহ আলম ও জাকির হোসেনসহ ৭/৮ জন। হামলাকারীদের বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টা গুরুতর আহত জেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রোমান, শিবির নেতা মোমিনুল ইসলাম, শাহ আলম ও জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজে পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ছাত্রলীগ নেতারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হারুন-অর-রশীদকে মারপিট করেছে এবং বিভাগ ভাংচুর করেছে উজ্জল কুমার দাস ও দীপঙ্কর কুমারসহ আরো কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী। দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর-এ-আলম সিদ্দিকী নয়নকে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ-ছয় নেতা-কর্মী হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। বিকালে ইউএনও অফিস থেকে বের হয়ে আসার পথে সমাজ সেবা অফিসের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তার উপর হামলা করে এবং তার নিকট থাকা ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আলোকডিহি ইউপি চেয়ারম্যান এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মী সন্দেহে বিজয় একাত্তর হলের আবু হেনা মোস্তফা কামাল নামে এক ছাত্রকে পিটিয়ে পুলিশে দিয়েছে হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান শাহাদাত। পরে জানা যায় মোস্তফা কামাল হলের জিমনেসিয়াম কমিটির প্রধান, প্রতিপক্ষরা কৌশলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তাকে পুলিশে দেয়। ফেনী সদর উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে বিতরণকৃত ১৫০টি কার্ড ও এমপি নিজাম হাজারীর পাঠানো ২১ বস্তা ত্রাণ সামগ্রী দক্ষিণ আবুপুর বড়বাড়ী জামে মসজিদ থেকে ছিনতাই করে নিয়েছে যুবলীগ শর্শদী ইউনিয়ন সাধারণ সম্পাদক ফারুক মজুমদার ও শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুলসহ তাদের লোকজন। ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মাতব্বরের ডাঙ্গি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য নি¤œমানের সামগ্রী কেনায় এলাকার লোকেরা মালামাল সরবরাহকারী আওয়ামী লীগ নেতা জালাল শেখের দুর্নীতির বিরুদ্ধে মানবন্ধন এবং তার শাস্তি দাবি করে।
৮ আগস্ট কুষ্টিয়া আওয়ামী লীগের পদবঞ্চিত ও ত্যাগী নেতারা এক মঞ্চে উঠেছেন। শেখ মুজিবের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌর ম. আ. রহিম মিলনায়তনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের বিরুদ্ধে সকলে এক মঞ্চে একত্রিত হয়েছেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ একাংশের সভাপতি প্রবীণ নেতা আনোয়ার আলী। নেতারা মাহাবুবুল আলম হানিফ ও তার চাচাতো ভাই আতাউর রহমান আতার বিভিন্ন কর্মকা-ের তীব্র সমালোচনা করেন। সিরাজগঞ্জের তাড়াশে পশ্চিম ওয়াপদা বাঁধ এলাকা থেকে সাবেক পুলিশ সদস্য আনোয়ার হোসেন পারভেজ, আশীষ সিংহ, ফজলুর রহমান ফজলু, বাবু কসাই ও মজিবুর রহমান পিন্টুকে ৯৮ পিস ইয়াবা ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। অন্যদিকে ঘোষপাড়া থেকে ২০০ পিস ইয়াবাসহ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনির ছেলে আব্দুল্লাহ্্ আল-মামুন মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে বেলাল হোসেন হত্যা মামলার আসামী ও ছাত্রলীগ ক্যাডার আবু নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। নোমানের গ্রেফতারের প্রতিবাদে তার অন্য ক্যাডাররা এলাকায় ব্যাপক বোমাবাজী করে। নাটোরের গুরুদাসপুর উপজেলার নওপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বহাল থাকতেই পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের নিকট থেকে রাত দশটার দিকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাতে তাদের পদত্যাগের ঘোষণা লিখে আওয়ামী লীগ নেতা ও ঐ স্কুলের জুনিয়র সহকারী শিক্ষক মো. শাহ আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি পরের দিন থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নেয়নি। প্রধান শিক্ষক অসুস্থতার জন্য ছুটি নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় আছেন। ৯ আগস্ট হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আইয়ুব আলী হত্যা মামলায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ছালেক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। ছালেককে আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। ১০ আগস্ট ঢাকার কাফরুলে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ কাফরুল থানা সাধারণ সম্পাদক রুবেল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে কাফরুল থানা কৃষক লীগ সভাপতি কামাল, যুবলীগ সদস্য শহীদুল ইসলাম ও সন্ত্রাসী কালা ফারুকসহ পাঁচ-ছয় জন। প্রথমে তাকে কাজীপাড়া এক্সিম ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান এগারটার সময় রুবেল মারা যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে মুরসালিন, আব্দুল খালেক ও হানিফ নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার রূপসা ডিগ্রী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয় বিশজন। বহিরাগত এক মেয়েকে নিয়ে কলেজে প্রবেশ করে ছাত্রলীগ নেতা মেহেদী। এর প্রতিবাদে আরাফাত ও সাকিব গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঊভয় পক্ষের দীপঙ্কর, পারভেজ, আল-আমিন, রাজন, সৌরভ, ইসলাম, শাওন, রিয়াদ, ইকবাল, তানভীর, মোনায়েম, শুভ ও সাইফুলসহ বিশজন আহত হয়। এ সময় পুলিশ দীপঙ্কর, ইকবাল, তানভীর ও সাইফুলকে গ্রেফতার করে। সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয় দশজন। ছাত্রলীগের জাকারিয়া গ্রুপ ও রায়হান গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সায়েম আহমেদ, মোস্তাক আহমেদ, আতিক ও সায়েদুর রহমানসহ দশজন আহত হয়। শরীয়তপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুর রব মুন্সির বিরুদ্ধে দুদকে মামলা দায়ের করায় তাকে সাময়িকভাবে বরখস্ত করা হয়েছে। রাজশাহীর রাগমারায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ফসিউল আলম জাহাঙ্গীরের উপর হামলা করেছে ছাত্রলীগ। ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি নাহিদ ইসলাম একটি বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে তার সহযোগীদের নিয়ে ডিজিএম এর উপর হামলা করে।
 মুহাম্মদ ওয়াছিয়ার রহমান 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads